মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪  

শিরোনাম

শপথ নিলেন চসিকের মেয়র রেজাউলসহ সকল কাউন্সিলররা

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি    |    ০৫:০৮ পিএম, ২০২১-০২-১২

শপথ নিলেন চসিকের মেয়র রেজাউলসহ সকল কাউন্সিলররা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র মো. রেজাউল করিম চৌধুরী এবং কাউন্সিলররা শপথ নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে গণভবন থেকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেয়র এম রেজাউল করিম চৌধুরীকে শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপরদিকে নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনপ্রতিনিধি হিসেবে দেশের মানুষের কল্যাণ করা, তাদের ভাগ্য পরিবর্তনে কাজ করা- এটাই যেন লক্ষ্য হয়। নতুন মেয়র রেজাউল করিম চৌধুরীকে ভার্চুয়ালি শপথ পাঠ করানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী করোনার মধ্যে সাহস করে ভোটকেন্দ্রে আসায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভোটারদের অভিনন্দন জানান। তিনি বলেন, সরকার চট্টগ্রামের উন্নয়নে যেসব পরিকল্পনা বাস্তবায়ন করছে তার সুফল ইতোমধ্যে মানুষ পেতে শুরু করেছে। শপথগ্রহণ অনুষ্ঠানে জনগণকে দেওয়া ওয়াদা পূরণে কাজ করার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, নির্বাচন একবারেই শেষ হয়ে যায় না। মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারলে বারবার নির্বাচিত হওয়া যায়, অন্য কিছু লাগে না- এটাই আমরা বিশ্বাস করি। আপনারা আজ শপথ নিয়ে নিজ নিজ এলাকার মানুষের কাছে যাবেন এবং সার্বিকভাবে যেসব উন্নয়নের কর্মসূচি আমরা হাতে নিয়েছি যথাযথভাবে সেগুলো যেন বাস্তবায়িত হয়। এখানে কোনো রকম ঘাটতি যেন দেখা না দেয় এবং যেন দ্রুত হয়- সেটাই আমরা চাই। তিনি বলেন, জনপ্রতিনিধি হিসেবে জনগণের কাছে আপনারা যে ওয়াদা দিয়ে এসেছেন আর আজ যে শপথ নিলেন সেটা মাথায় রেখেই মানুষের জন্য কাজ করবেন।
উল্লেখ্য, ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী নৌকা প্রতীকে ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পান ৫২ হাজার ৪৮৯ ভোট। পরে ৩১ জানুয়ারি নির্বাচিত মেয়রসহ ৫৫ জন নির্বাচিত প্রার্থীদের নাম-ঠিকানা সম্বলিত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। এবারই প্রথম আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী মিলে আওয়ামী লীগের ৫৪ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হেলালুদ্দীন আহমদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নুর তাপস, মোছলেম উদ্দিন আহমদ এমপি, ড. আবু রেজা মুহাম্মদ নদভী এমপি, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, নগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট সুনীল সরকার, সিডিএর সাবেক চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, সৈয়দ হাসান মাহমুদ শমসের, হাজী মো. হোসেন, বখতিয়ার উদ্দিন খান, সৈয়দ মাহমুদুল হক, নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, ইলিয়াছ উদ্দিন প্রমুখ।
শপথগ্রহণের পর নগর আওয়ামী লীগের নেতারাসহ মেয়র রেজাউল করিম চৌধুরীর নেতৃত্বে কাউন্সিলররা ৩২ নম্বর ধানমণ্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
আজ সকালে মেয়রের নেতৃত্বে নবনির্বাচিত কাউন্সিলর এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে যাবেন এবং শ্রদ্ধা নিবেদন করবেন। সেখান থেকে রাতে কাউন্সিলররা চট্টগ্রামে ফিরে আসবেন। ১৩ ফেব্রুয়ারি নবনির্বাচিত মেয়র ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন। ১৪ ফেব্রুয়ারি সকালে সচিবালয়ে মন্ত্রী ও সচিবদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী চট্টগ্রাম ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট হলে সাংবাদিকসহ চট্টগ্রামের সুধীজনদের সাথে মতবিনিময় করবেন। এরপর দুপুর ১ টায় তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে গিয়ে মেয়রের দায়িত্ব নিবেন।
অনুভূতি প্রকাশ :
কাউন্সিলর জহরলাল হাজারী : আমাদের শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এবার নিজ নিজ এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার পালা। যেটা আজকের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীও আমাদের উদ্দেশ্যে বলেছেন। আমরাও চাই প্রকৃত জনপ্রতিনিধি হয়ে জনগণের জন্য কাজ করতে। বিগত সময়েও আমরা কাজ করেছি। সামনে আরো ভালো কাজ করতে চাই। জনগণের সেবা করতে চাই।
হাসান মুরাদ বিপ্লব : অনুভূতি বলতে-আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। জনগণের পাশেই থাকতে চাই- সেবা করতে চাই। বিগত দিনেও জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নের সার্বক্ষণিক চেষ্টা করেছি। আগামীতে আরও বেশি ভূমিকা রাখতে চাই-এলাকার উন্নয়নে এবং জনগণের সেবায়।

সাহেদ ইকবাল বাবুঃ নিজের অনুভূতি প্রকাশে বলেন, শত বাধা ও ষড়যন্ত্র অতিক্রম করে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে আবারো কাউন্সিলর হলাম এবং আলহামদুলিল্লাহ শপথ গ্রহণও সম্পন্ন করলাম। এক্ষেত্রে অনুভূতি ভাষায় প্রকাশ করার মত না। আমি আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করছি এবং আমার এলাকার জনসাধারণের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমাকে ভালোবেসে তাদের মূল্যবান ভোটের মাধ্যমে আবারো তাদের সেবা করার সুযোগ দিয়েছেন। তাদের এই বিশ্বাসের মর্যাদা রেখে সব সময় তাদের পাশে থাকবো।শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আমাদের উদ্দেশ্যে বলেছেন- প্রকৃত জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের পাশে থাকার জন্য। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপদেশ অক্ষরে অক্ষরে পালন করবো। বিগতদিনগুলোতেও এলাকার উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করেছি। সব সময় এলাকার মানুষের পাশে থেকেছি। এজন্য তারা আবার আমাকে নির্বাচিত করেছেন।

রুমকি সেনগুপ্ত : প্রথমবারের মতো সংরক্ষিত তিন ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, আমি সর্বপ্রথম মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই-তিনি আমাদের মতো নারীদের তৃণমূল থেকে ক্ষমতায়নের সুযোগ করে দিয়েছেন। সেই সুযোগে আজ আমরা কাউন্সিলর নির্বাচিত হয়েছি। জনগণের জন্য কাজ করার সুযোগ পেয়েছি। আমি এলাকার জনগণকেও ধন্যবাদ জানাই- তারা কষ্ট করে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ। এলাকার জনগণের জন্য নিজের সাধ্যমত কাজ করবো। সব সময় পাশে থাকবো। 

জহিরুল আলম জসীম : নিজের অনুভূতি সম্পর্কে বলেন, শত প্রতিকূলতাকে ডিঙিয়ে আবারো কাউন্সিলর হয়েছি। শপথ নিয়েছি। বলতে গেলে বেশ ভালোই লাগছে। আজকের দিনে আমি আমার এলাকার জনগণের প্রতি অশেষ কৃতজ্ঞ-তারা অনেক কষ্ট করে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি আজীবন তাদের পাশে থাকবো। আজকে শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আমাদের উদ্দেশ্যে বলেছেন- প্রকৃত জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের পাশে থাকার জন্য। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপদেশ অক্ষরে অক্ষরে পালন করবো। বিগতদিনগুলোতেও এলাকার উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করেছি। সব সময় এলাকার মানুষের পাশে থেকেছি। এজন্য তারা আবার আমাকে নির্বাচিত করেছেন।
পুলক খাস্তগীর : প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছি। শপথ নিয়ে খুব খুশি লাগছে। জনগণ আমাকে ভোট দিয়ে কাউন্সিলর নির্বাচিত করেছেন- আমি সব সময় তাদের পাশে থাকবো।

রিলেটেড নিউজ

জালালাবাদে শাহজাহান চৌধুরীর কেটলী মার্কার পক্ষে গনসংযোগ ও প্রচারনা

জালালাবাদে শাহজাহান চৌধুরীর কেটলী মার্কার পক্ষে গনসংযোগ ও প্রচারনা

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : আজ ২৪শে ডিসেম্বর আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র পদপ্রার্থী চট্টগ্রাম বিশ্বঃ ছাত্রলীগের ...বিস্তারিত


জালালাবাদ ওয়ার্ড আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নিয়মিত অবস্থান কর্মসূচী পালন

জালালাবাদ ওয়ার্ড আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নিয়মিত অবস্থান কর্মসূচী পালন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : দেশব্যাপী বিএনপি-জামাতের অরাজকতা ও অযৌক্তিক হরতাল অবরোধের বিরুদ্ধে আজ নগরীর ২নং জালালাবাদ ওয়ার্...বিস্তারিত


চট্টগ্রাম-১০ আসনে বেসরকারিভাবে বিজয়ী মহিউদ্দিন বাচ্চু

চট্টগ্রাম-১০ আসনে বেসরকারিভাবে বিজয়ী মহিউদ্দিন বাচ্চু

দৈনিক অনুসন্ধান : চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু (নৌকা) বেসরকারিভা...বিস্তারিত


এখনো এগিয়ে আছেন মহিউদ্দিন বাচ্চু

এখনো এগিয়ে আছেন মহিউদ্দিন বাচ্চু

চট্টগ্রাম ব্যুরো প্রধান : চট্টগ্রাম-১০ আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণের পর এখন চলছে ভোট গণনা। সেইসাথে ঘোষণা করা হচ্ছে ফলাফলও। ...বিস্তারিত


সিসি ক্যামেরার আওতায় চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে চলছে ভোটগ্রহণ

সিসি ক্যামেরার আওতায় চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে চলছে ভোটগ্রহণ

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : সিসি ক্যামেরার তত্ত্বাবধানে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চ...বিস্তারিত


বিএনপি-সন্ত্রাসের বিরুদ্ধে ২ নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা

বিএনপি-সন্ত্রাসের বিরুদ্ধে ২ নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২ নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে বিএনপি জামাতের ...বিস্তারিত



সর্বপঠিত খবর

বিয়ে করে ৩ মাস সংসার করে পালিয়ে যান সন্দ্বীপের শিপন

বিয়ে করে ৩ মাস সংসার করে পালিয়ে যান সন্দ্বীপের শিপন

নিজস্ব প্রতিবেদক : প্রেম  করে পালিয়ে বিয়ে করেন মোহাম্মদ শিপন ও রিমা সরকার। বিয়ের ৩ মাসের মাথায় স্ত্রী রিমা সরকার কে ...বিস্তারিত


সন্দ্বীপে পুলিশ কর্তৃক অন্তঃস্ত্ত্বা নারী নির্যাতিত, গর্ভের সন্তান মৃত!

সন্দ্বীপে পুলিশ কর্তৃক অন্তঃস্ত্ত্বা নারী নির্যাতিত, গর্ভের সন্তান মৃত!

নিজস্ব প্রতিবেদক : কাউছার মাহমুদ দিদারঃ  চট্টগ্রামের সন্দ্বীপে  সিভিল পোশাকে আসামী ধরতে গিয়ে মধ্যযুগীয় কায়দায় ...বিস্তারিত



সর্বশেষ খবর