শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০১:১২ এএম, ২০২১-০৩-২২
মোঃ ইকরামুল হাসান, বান্দরবান জেলা প্রতিনিধিঃ
লামা বন বিভাগের আওতায় মাতামুহুরী রেঞ্জের সৃজিত সামাজিক বয়নায়নের মেয়াদপূর্তি শেষে ৫০ জন উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
আন্তর্জাতিক বন দিবস উপলক্ষ্যে রবিবার (২১মার্চ)/০৩/২০২১ইং মাতামুহুরী রেঞ্জের অফিস চত্ত্বরে লামা বিভাগীয় বন কর্মকর্তা এসএম কায়চারের সভাপতিত্বে এই সভায় অনুষ্টিত হয়, উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন আলীকদম জোনের স্টাফ অফিসার উপ-অধিনায়ক মেজর আলিফ।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আবুল কালাম,আলীকদম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন বিএসসি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য বাবু দুংড়ি মং মার্মা, আলীকদম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিন, প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন মাতামুহুরী রেঞ্জ কর্মকর্তা জহির উদ্দন মোঃ মিনার চৌধুরী ও লামা বন বিভাগীয় কার্যালয়ের অফিস প্রধান কাজী গোলাম সরওয়ার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০২-২০০৩ আর্থিক সনে মাতামুহুরী রেঞ্জের আওতায় সামাজিক বনায়নের বৃক্ষ রোপন করা হয়।
এর মধ্যে ব্লকউড বাগানের ‘ই-ব্লক’-এ ৫০ জন উপকারী আছে। এই ব্লকটি ইতোপূর্বে ৫৭ লক্ষ ৭ হাজার টাকায় নিলামে বিক্রি হয়।
বিক্রলব্ধ অর্থ থেকে ৪৫ পার্সেন্ট অর্থ হিসেবে ২৫ লক্ষ ৬৮ হাজার ১৫০ টাকা পান ৫০ জন উপকারভোগী। জনপ্রতি ৫১ হাজার ৩৬৩ টাকা পেয়েছেন উপকারভোগীরা।
উক্ত অনুষ্ঠানে অতিথিরা বলেন, বন বিভাগ ও আমাদের সম্মিলিত প্রচেষ্টায় বন রক্ষা করতে হবে, সাম্প্রতিক সময়ে আলীকদমে ভাল্লুকের আক্রমণে একজন ম্রো উপজাতীয় আক্রান্ত হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, বন ধ্বংস হলে বনের ওপর নির্ভরশীল প্রাণীরাও বিলুপ্ত হবে। বন্যপ্রাণীরা আবাসস্থল হারাবে। যার ফল মানুষের জন্য সুখময় হবে না,বক্তারা আরও বলেন একসময় মাতামুহুরী রিজার্ভে বিশাল বনভূমি ছিল। কিন্তু জুম চাষসহ বৃক্ষ নিধনের কারণে তা উজাড় হয়ে গেছে। পরিবেশ-প্রকৃতি রক্ষায় সকলকে সম্মিলিতভাবে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
দৈনিক অনুসন্ধান : রফিকুল ইসলাম সবুজ, ত্রেভিজো প্রতিনিধি, ইতালি: ইতালির ত্রেভিজো শহরে বসবাসরত কিশোরগঞ্জ জেলার ভৈরব ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : সেলিম উদ্দীন, ঈদগাঁও। কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী তলিয়াঘোনায় পাউবো বাঁধ ভেঙে নোনা প...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : নিজস্ব প্রতিবেদকঃ জনবহুল এই শহরে অলিতে গলিতে মানুষ স্বপ্ন বুনে চলে আপন মনে। সেই স্বপ্ন বাস্তবা...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালনে আজ নগরীর ২নং জালাল...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মু. মুবিনুল হক মুবিন , নাইক্ষংছড়ি। নাইক্ষ্যংছড়ি ঘুমধুমের তমব্রু এলাকার ৩৪, ৩৫ দুই সীমানা পিলার ছ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : সন্দ্বীপ প্রতিনিধিঃ সুস্থ জীবন ও দক্ষ যুব সমাজ গড়ে তুলতে দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান আজীবন তরু...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2023 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited