শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:৫৬ এএম, ২০২১-০৪-০৮
সন্দ্বীপে আপন বড় বোনের সহায়তায় ছোট বোনকে টানা ১০ বছর ধরে দফায় দফায় ধর্ষণ করার অভিযোগ উঠেছে ভগ্নিপতির বিরুদ্ধে। স্নাতকোত্তর চূড়ান্ত পর্বের এক ছাত্রী এমন অভিযোগ এনে গত ২৮শে মার্চ সন্দ্বীপ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভগ্নিপতি লম্পট আতিকুর রহমান আজাদ ওরফে ফরহাদ (দই ফরহাদ) এর বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় বড় বোন কাজী কামরুন নাহার এবং এভারগ্রিন হেলথ সেন্টারের পরিচালককেও আসামি করা হয়েছে।
সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ মো. বশির আহম্মেদ খান জানান, ধর্ষণের ঘটনায় একটি নিয়মিত মামলা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সোহেল আহমেদ বলেন, বাদীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। পাশাপাশি তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এজাহার সূত্রে জানা গেছে, বাদী ২০১১ সালে এসএসসি পরীক্ষার পর বড় বোনের চট্টগ্রামের হালিশহরের বাসায় বেড়াতে গেলে ভগ্নিপতি লম্পট ফরহাদ স্ত্রীর সহায়তায় কৌশলে তার শোয়ার ঘরে বাদীকে জোরপূর্বক ধর্ষণ করে। বাদীর পরিবারের আর্থিক অসচ্ছলতার সুযোগ নিয়ে আসামি এমনটি করেছেন উল্লেখ করে এজাহারে বলা হয়েছে, 'বাদীর পরিবার অর্থনৈতিকভাবে অসচ্ছল হওয়ায় ফরহাদই তাদের দেখাশোনা করত। ধর্ষণের কথা কাউকে জানালে ফরহাদ (দই ফরহাদ) বাদীর ক্ষতি করবে এবং তার পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া বন্ধ করে দেবে, এমনকি বড় বোনকে তালাকও দেবে- এমন ভয় দেখিয়ে বড় বোন তার স্বামী ফরহাদের সঙ্গে ছোট বোনকে শারীরিক সম্পর্ক চালিয়ে নিতে বাধ্য করে। পরে ধর্ষণের ফলে বাদী কিশোরী থাকা অবস্থায় দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বোন আর ভগ্নিপতি মিলে মেহেদীবাগের এভারগ্রিন হেলথ সেন্টার প্রাইভেট লিমিটেডে নিয়ে গর্ভপাত করান। হাসপাতালটির পরিচালকের সঙ্গে 'ধর্ষক' ভগ্নিপতির বন্ধুত্বের খাতিরে বাদীর নাম-ঠিকানা পরিবর্তন করে ওই গর্ভপাত করা হয়। বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত বড় বোনের বাসায় থাকার সুবাদে দফায় দফায় বাদীকে ধর্ষণ করে আতিকুর রহমান ফরহাদ (দই ফরহাদ)।' এজাহারে আরও উল্লেখ করা হয়, '২০২০ সালের ২২ মার্চ পারিবারিকভাবে যুক্তরাষ্ট্র প্রবাসী এক ছেলের সঙ্গে আকদ হওয়ার পরও ফরহাদ এসব কার্যক্রম অব্যাহত রাখে। ২০২০ সালের ১১ ডিসেম্বর পারিবারিকভাবে বিয়ের অনুষ্ঠানের পর ২০২১ সালের ফেব্রুয়ারিতে বাদীর স্বামী যুক্তরাষ্ট্র ফিরে গেলে ফরহাদ আরও বেপরোয়া হয়ে ওঠে। এ সময় বাধ্য হয়ে বাদী স্বামীকে সব ঘটনা খুলে বলেন। এরপর স্বামী ও প্রশাসনের সহযোগিতায় ফরহাদের কৃতকর্মের উপযুক্ত প্রমাণ জোগাড় করে বাদী অবশেষে থানায় মামলা করেন।
মামলার বাদী জানান, পরিবারের দরিদ্রতার সুযোগে তার সঙ্গে এরকম পৈশাচিক কাজ করেছে ফরহাদ। তিনি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।
ফরহাদ সামাজিক এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় এই ধর্ষণ মামলা ভিন্ন খাতে প্রবাহিত করতে পারে বলে বাদী আশঙ্কা প্রকাশ করেছেন।
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপে সোমবার গভীর রাতে খাস জমি থেকে মাটি চুরির অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। গো...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি সন্দ্বীপের শিবেরহাটে সিরিজচুরির ঘটনায় ১ জনকে আটক করেছে সন্দ্ব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : জাতীয় সংসদে আজ ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন, ২০২৩’ বিল উত্থাপন করা হয়েছে। হাট ও বাজার (...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বিয়ে বাড়ি গোপালগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে খু...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মু. মুবিনুল হক মুবিন , নাইক্ষংছড়ি। নাইক্ষ্যংছড়ি ঘুমধুমের তমব্রু এলাকার ৩৪, ৩৫ দুই সীমানা পিলার ছ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যাবের অভিযানে দেশ বন্ধু নামক পল্ল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2023 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited