শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৫:০২ পিএম, ২০২১-০৪-২৭
মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ, বিশেষ প্রতিনিধিঃ
রাজধানীর গুলশানে মোসারাত জাহান মুনিয়া নামে এক তরুণীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সোমবার মধ্যরাতে গুলশান থানায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভিরের বিরুদ্ধে মামলা দায়েরের পর ওই তরুণীর সাথে আনভিরের একটা ফোনালাপ ভাইরাল হয়েছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ৯ টায় মুনিয়া ও বসুন্ধরার এমডির ফোনালাপটি আপলোড দেওয়ার সাথে সাথে মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
ধারণা করা হচ্ছে, এটি আরো ২দিন আগের অথাৎ রোববার (২৫ এপ্রিল) কোনো এক সময়ের ফোনালাপ। এই ফোনের পর মানসিক চাপ সহ্য করতে না পেরে সে রাতে কুমিল্লায় বড় বোনকে ঝামেলায় পড়ার কথা বলেন এবং আসতে বলেন। সোমবার বড় বোন কুমিল্লা থেকে ঢাকা রওয়ানা দিয়ে পৌঁছার আগেই ফ্যানের সাথে ঝুলন্ত লাশ পাওয়া যায়। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন বড় বোন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফোনালাপের শুরুতে মুনিয়াকে বলতে শোনা যায় আপনার লজ্জা নেই! আল্লাহকে ভয় করেন না আপনি! আপনাকে কে বলছে আমি ৫০ টাকা লাখ নিছি? বলেন কে বলছে আপনাকে। বলেন আপনি বলেন?
এরপর আনভির বলছেন- আমার টাকাটা দিয়ে দে। শুন…. আমার টাকাটা দিয়ে দে।
মুনিয়া : আপনি কেন আমাকে এভাবে ব্লেম দিচ্ছেন? কে বলছে আপনাকে, আমি টাকা নিছি? আমি তো সব সত্য বলছি।
আনভির : চোর, চোর চোর
মুনিয়া : আমি আপনার টাকা নেই নাই।
আনভির : চোর চোর চোর চোর চুপ। আমার টাকা ফেরত দে। তোরে দু'দিন সময় দিলাম। দু'দিনের মধ্যে টাকা রেডি কর। নইলে পুলিশ নিয়ে আসবো।
মুনিয়া : আমি কোনও টাকা নিই নাই। আপনি মিথ্যা বলছেন। আপনি আর কোন অপশন পান না? আমি তো আপনাকে বিশ্বাস করছি। এখন আমার পেছনে লাগছেন, না?
এক পর্যায়ে মুনিয়া বলেন-কালকে আল্লাহ আপনার বিচার করছে। এরপর ক্ষিপ্ত হয়ে ওঠেন আনভির। বলেন- মাগির বাচ্চা…মাগি। কী বলিস? তোর চৌদ্দগুষ্টি…
মুনিয়া : ঠিক আছে। আপনি পুলিশ নিয়ে আসুন। আমি কোনও টাকা নিই নাই (কান্নাজড়িত কণ্ঠে) এমনটাই শোনা যায় ওই ভিডিওতে।
এদিকে, মুনিরার বড় বোন ওই মুনিরার ঝুলন্ত লাশ উদ্ধারের পর তার বোন সোমবার গভীর রাতে এই মামলা করেন বলে জানান গুলশান জোনের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী।
তিনি সাংবাদিকদের জানান, সোমবার সন্ধ্যার দিকে গুলশান ২ নম্বরের ১২০ নম্বর সড়কের ফ্ল্যাট থেকে ওই তরুণীর ফ্যানের সঙ্গে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।
তবে তরুণীর বোনের দাবী পরিকল্পিতভাবে হত্যার পর ফ্যানের সাথে জুলিয়ে দেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।
মামলার বরাত দিয়ে উপকমিশনার বলেন, মেয়েটির সঙ্গে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সম্পর্ক দুই বছরের। আনভীর এক বছর মেয়েটিকে বনানীর ফ্ল্যাটে রাখেন। পরে আনভীরের সঙ্গে মনোমালিন্য হলে তিনি কুমিল্লায় চলে যান। তবে মার্চ মাসে ঢাকায় এসে গুলশানের ওই ফ্ল্যাটে থাকা শুরু করেন।
তিনি বলেন, ২৩ এপ্রিল একটি ইফতার পার্টি হয় ওই বাসায়। ওই পার্টির ছবি ফেসবুকে আপলোড করা হলে মুনিয়ার সঙ্গে বসুন্ধরার (এমডি) আনভীরের মনোমালিন্য হয়। পরে মেয়েটি তার বোনকে ফোন করে বিষয়টা জানান, যেকোনো মুহূর্তে তার যেকোনো ঘটনা ঘটতে পারে।
এই ফোনের পর কুমিল্লা থেকে সোমবার বিকেলে ঢাকায় আসেন মুনিরার বড় বোন। তবে গুলশানের ফ্ল্যাটটির দরজা ভেতর থেকে বন্ধ পান তিনি। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে শোবার ঘরে মুনিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : জাতীয় সংসদে আজ ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন, ২০২৩’ বিল উত্থাপন করা হয়েছে। হাট ও বাজার (...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বিয়ে বাড়ি গোপালগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে খু...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মু. মুবিনুল হক মুবিন , নাইক্ষংছড়ি। নাইক্ষ্যংছড়ি ঘুমধুমের তমব্রু এলাকার ৩৪, ৩৫ দুই সীমানা পিলার ছ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যাবের অভিযানে দেশ বন্ধু নামক পল্ল...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কাজী দেলোয়ার হোসেন সাইদ, বিশেষ প্রতিনিধিঃ গত বুধবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে সংবাদ সংগ্রহ করতে...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : সন্দ্বীপে স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ ওঠেছে।ঘটনাটি ঘটে স্থানীয় রহমতপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2023 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited