শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ০২:০৪ এএম, ২০২০-০৭-২৪
টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া থেকে ২ লাখ ৭৭ হাজার জাল টাকা এবং জাল টাকা তৈরির সরঞ্জামসহ তিন জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন-বাসাইল উপজেলার কাশিল বটতলা গ্রামের আকাশ মাহমুদ হারেজ (৩০), কাশিল পশ্চিমপাড়া গ্রামের আয়নাল খান (৩৫) ও নাকাছিম গ্রামের রায়হান মিয়া (২০)।
গতকাল বিকেলে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, 'গোপন সূত্রে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ (উত্তর) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেনের নেতৃত্বে একটি দল মঙ্গলবার রাতে সদর উপজেলার করটিয়া পূর্বপাড়া এলাকায় অভিযান চালায়। সেখানে একটি বাসা থেকে তিন জনকে আটক করা হয়।'
তিনি জানান, আটককৃতদের কাছ থেকে পাঁচশ টাকার দুই লাখ ৭৭ হাজার জাল টাকা, জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত কম্পিউটার, প্রিন্টার, ইস্ত্রি, পেপার কাটারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কোরবানির পশুর হাটে চালানোর জন্য এসব জাল নোট তৈরি করছিল বলে জানায়।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, বুধবার রাতে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. নুরুজ্জামান বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় ওই তিন জনের বিরুদ্ধে মামলা করেন।
গ্রেপ্তারকৃত তিন জনের সাত দিনের রিমান্ড চেয়ে গতকাল তাদের টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ জানান, রিমান্ডের শুনানি পরে করা হবে জানিয়ে আদালত ওই তিন জনকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
সেলিম উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি : সেলিম উদ্দীন, ঈদগাঁও। লবণ মাঠের পলিথিনের সাথে এ কেমন শত্রূতা! যে সময়ে দাদন ব্যবসায়িদের টাকা শ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মোঃ শহিদুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর থানাধীন রামকৃষ্ণবাড়ী গ্রামের জনৈক আল...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন মিলন (২...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে গভীর রাতে ককটেল হামলার ঘটনা ঘ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2023 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited