শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:১১ পিএম, ২০২২-০৩-০৩
পর্ব: দুই
বাহমনি মাদ্রাসায় বালক নূর অতি অল্প সময়ে তার মেধার পরিচয় দিয়ে মোহতামিম মৌলভি জাহেদসহ সকল হুজুরের মন জয় করে নিয়েছে। মাত্র তিন বছরে পবিত্র কুরআন হেফজ করে মাদ্রাসার দাওরা বিভাগে ভর্তি হয়েছে। মাদ্রাসার বার্ষিক মাহফিলে নূর মোহাম্মদসহ সকল নব্যহাফেজকে পাগড়ি পরিয়ে দেবেন মাহফিলের প্রধান মেহমান ও ওয়ায়েজিন আলিমপুর মাদ্রাসার মোহতামিম সুফি মৌলভি দায়েম। অনুষ্ঠান উপলক্ষে বাহমনি মাদ্রাসা মাঠে বিশাল শামিয়ানা টাঙানো হয়েছে। মাদ্রাসার সামনে সুদৃশ্য গেট স্থাপন করা হয়েছে। পুরো এলাকা রঙিন কাগজ দিয়ে সাজিয়েছে তালিবএলেমরা। এলাকাবাসীর মধ্যেও বিপুল উৎসাহউদ্দীপনা দেখা যাচ্ছে। দেশ-বিদেশ থেকে বহু ওলামায়ে কেরাম আজ মাদ্রাসায় তশরিফ আনবেন। তাই তারা ছেলেমেয়েদের নতুন জামাকাপড় পরিয়ে দিয়েছেন।
মৌলভি শেখ জায়েদ নূর মোহাম্মদকে ডেকে বললেন, বাবা! তুমি শুধু হেফজই নয়, সেই সাথে তাফসিরও ভাল অধ্যয়ন করেছ। মাহফিলের শুরুতে আমাদের হুজুরদের পাশাপাশি তুমিও কিছুক্ষণ বয়ান করবে।
নূর মোহাম্মদ হুজুরের কথায় সায় দিয়ে বলল, আলহামদুলিল্লাহ! মাননীয় উস্তাদ! আমি নবীন হাফেজ হলেও আপনার আস্থার মর্যাদা রাখতে চেষ্টা করব ইনশাআল্লাহ।
মৌলভি জায়েদ বললেন, ইনশাআল্লাহ বাবা। আর পীরসাহেব মাহফিলে তশরিফ আনলে তোমরা আহলান সাহলান বলে তাকে সাদরে বরণ করে নেবে।
নূর মোহাম্মদ বলল, ইনশাআল্লাহ! মোহতামিম হুজুর! আমরা সকলে মিলে উনাকে সাদরে বরণ করে নেব।
মৌলভি জায়েদ আবারও বললেন, সম্ভব হলে তুমি একটি সায়ের আর একটি গজল পরিবেশন করো।
নূর মোহাম্মদ সবিনয়ে বলল, জি! মোহতামিম হুজুর। আমি একটি শায়ের ও একটি গজল ঠিক করে রেখেছি। ইনশাআল্লাহ মাহফিলে আমি এ দু’টি পরিবেশনের সুযোগ লাভ করব।
জুমআর দিন সকাল থেকে বাহমনি মাদ্রাসায় সাজ সাজ রব উঠল। নব্যহাফেজগণ শামিয়ানার নিচে স্থাপিত উঁচু মঞ্চে বসে পালাক্রমে কুরআন তেলোয়াত শুরু করল। এলাকার বয়োজ্যেষ্ঠরা ফজর নামাজের পর থেকে শামিয়ানারে নিচে বসে তাদের তিলোয়াত শুনছেন। এলাকার শিশুরা নতুন জামা কাপড় পরে ঈদ উৎসবের মতো মাদ্রাসার বাইরে ছোটাছুটি করছে। আজ তাদের কারো ঘরে দুপুরের খাবার রান্না হবে না। কারণ আজ বাহমনি মাদ্রসারা মাহফিলে এলাকার সকলের দাওয়াত। মাদ্রাসা মাঠের এককোণে বিশাল বিশাল ডেগে শিরনি আর আউশ ভাত, গরুর গোস্ত, মাছ, ডাল ও সবজি রান্না হচ্ছে। রান্নার খুশবুতে ছেলেরা সেখানে ভিড় করে দেখছে। তাদের পরনে নতুন পোশাক।
জুমআর নামাজের সময় সকলে মসজিদে উপস্থিত হল। খতিব সাহেব নামাজ শেষে মোনাজাতে সদ্যহাফেজি পাশ করা তালিবেএলেমদের জন্য দোয়া করলেন। মাদ্রাসারা মাহফিল সুষ্ঠু ও সফল করার জন্য আল্লাহর দরবারে সাহায্য চাইলেন।
মোনাজাতের পর সবাই শামিয়ানার নিচে ছুটে এল। যে যার আসনে বসে পড়ল। মাদ্রাসার তালিবএলেমরা মাটির সানকি হাতে তাদের সামনে ভাত-তরকারি পরিবেশন করতে লাগলেন। তালিবএলেমদের প্রত্যেকের হাতঘুরে মেহমানদের সামনে ভাত-তরকারি আসার দৃশ্যটা বেশ চিত্তহারী। তারা সকলে বেশ ধৈর্যের সাথে খাবার পরিবেশন করতে লাগল। দস্তরখানে বসা উপস্থি সকলে ধৈর্যের সাথে খাবারের জন্য অপেক্ষা করতে লাগল। যারা আগে খাবার পেল তারা অন্যদের বসতে সুযোগ করে দেবার জন্য দ্রুত খেতে লাগল। এক ঘণ্টার মধ্যে খাবারের কাজ শেষ হল। মাহফিল মাঠের একপাশে মহিলাদের আলাদা শামিয়ানায় মহিলা ও শিশুরা খাবার গ্রহণ করছে।
খাবার শেষ হতে না হতেই নূর মোহাম্মদ দেখতে পেল বাইরে পীর সাহেবের ঘোড়ার গাড়ির শব্দ শোনা যাচ্ছে। সে তার সহপাঠিদের নিয়ে দ্রুত খাবারের সানকি তুলে রান্নাঘরে পাঠিয়ে গেটের কাছে গিয়ে অবস্থান নিল। সারিবদ্ধ হয়ে তারা আহলান সাহলান বলে পীরসাহেবকে স্বাগতম জানাল। মৌলভি জায়েদ সাহেব পীরসাহেবের হাতে মুসাফাহা করে তাকে মঞ্চের দিকে নিয়ে গেলেন। মাহফিলের দ্বিতীয় পর্বের শুরুতে নূর মোহাম্মদকে কুরআন থেকে তেলোয়াতের সুযোগ দেওয়া হল। নূর মোহাম্মদ বেশ সুললিত কণ্ঠে সুরা বুরুজ তেলোয়াত করল। পীর সাহেব তার শ্রুতিমধুর তেলোয়াত শুনে খুশি হয়ে তাকে কাছে ডেকে মাথায় হাতবুলিয়ে দোয়া করে দিলেন। এরপর মাহফিলের অতিথিগণ বয়ান করলেন। পীরসাহেব বয়ান করলেন আসরের পর। মাগরিবের নামাজতক তিনি দীনের আলোচনা পেশ করলেন। মাগরিব নামাজ পড়ে নব্যহাফেজদের মাথায় পাগড়ি পরিয়ে দিলেন তিনি। সবার শেষে পাগড়ি পরালেন হুজুরদের দৃষ্টিতে সেরা হাফেজ নূর মোহাম্মদের মাথায়। এসময়ে পীরসাহেব আরো একবার তাকে দোয়া করলেন। এরপর মুহতামিম হুজুর মৌলভি জায়েদ সাহেব পীরসাহেবকে সুন্দর বয়ানের জন্য শুকরিয়া জানিয়ে এবং সদ্য হাফেজ ও দাওরা পাশদের জন্য অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত বয়ান করলেন। সব শেষে পীরসাহেব অত্র মাদ্রাসা, এলাকাবাসী ও সকল তালিবএলেমদের জন্য দোয়া করে মোনাজাত করলেন।
দৈনিক অনুসন্ধান : মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি . বই উৎসব বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক গণশিক্...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট কতৃর্ক আয়োজিত বার্ষিক ক্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আমাদের সমাজ ব্যবস্থায় কিছু শিশু বেড়ে ওঠে সুবিধা বঞ্চিত হয়ে। আর কিছু শিশু বেড়ে ওঠে সব সুযোগ-সুবিধা ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মোঃ মুবিনুল হক, বিশেষ প্রতিনিধিঃ ভাটি বাংলার সাগরকূলীয় এক অবহেলিত এলাকা ভুলুয়া। ভুলুয়ার জনগণ তা...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : আট হাজার ৭২২ কোটি টাকা ব্যয়ে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকবাল ইবনে মালেকঃ নব্বইয়ের দশকে আবৃত্তিশিল্পকে যারা গণমানুষের সামনে জনপ্রিয় করে তুলতে সক্ষম হয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2023 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited