শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:০১ এএম, ২০২২-০৫-১৩
সাতকানিয়ায় একটি ব্রিজের নিচ থেকে স্কচটেপ দিয়ে চোখ বাঁধা অবস্থায় মোঃ বেলাল উদ্দিন (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে কেরানীহাট-গুনাগরি সড়কের সাতকানিয়াস্থ থ্রি-স্টার কমিউনিটি সেন্টারের পশ্চিম পাশে হাদুর ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বেলাল গত বুধবার রাতে বাঁশখালী থেকে ছিনতাই হওয়া একটি মিনি ট্রাকের হেলপার। সে কালিপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব জঙ্গল কুকদন্ডী এলাকার নুরুল আমিনের পুত্র ।
নিহত কিশোর মোঃ বেলালের ফুফাতো ভাই আবদুল মান্নান জানান, বেলাল একই এলাকার ড্রাইভার আবদুল লতিফের মিনি ট্রাকে হেলপারের চাকরি করতো। গত বুধবার রাতে চালক আবদুল লতিফ মিনি ট্রাকটি গুনাগরি আশ্রয়ণ প্রকল্পের পার্শ্ববর্তী একটি মাঠে রেখে চলে যান। কিশোর হেলপার মোঃ বেলাল রাতে অন্যান্য দিনের মতো ওই গাড়িতে ঘুমায়। গতকাল সকালে চালক আবদুল লতিফ আশ্রয়ণ প্রকল্প এলাকায় এসে দেখে গাড়ি ও হেলপার বেলাল নাই। এ সময় বেলালের মোবাইলও বন্ধ পাওয়া যায়। তখন গাড়ির মালিক, চালক ও বেলালের স্বজনরা অনেক খোঁজাখুঁজি করার পরও গাড়ি এবং হেলপারের সন্ধান না পেয়ে বাঁশখালী থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। এদিকে, গতকাল বিকালে ৫টার দিকে সাতকানিয়ায় ব্রিজের নিচে লোকজন কিশোরের লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও সাতকানিয়া ফায়ার সার্ভিস কর্মীরা যৌথভাবে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশ উদ্ধারের খবর পেয়ে ছিনতাই হওয়া ট্রাকের চালক ও হেলপারের স্বজনরা এসে লাশটি বেলালের বলে শনাক্ত করেন।
ছিনতাই হওয়া ট্রাকের চালক আবদুল লতিফ জানান, সকালে এসে দেখি গাড়ি এবং বেলাল নাই। আমরা অনেক খোঁজাখুঁজি করার পরও সন্ধান না পেয়ে বাঁশখালী থানায় জিডি করি। বিকালে সাতকানিয়া লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি এটি বেলালের লাশ। মূলত ছিনতাইকারীরা বেলালকে হত্যা করে ট্রাকটি ছিনিয়ে নিয়েছে।
সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন কুমার দে জানান, ব্রিজের নিচ থেকে আমরা বাঁশখালীর কিশোর মোঃ বেলালের লাশ উদ্ধার করি। তার গলায় গামছা পেছানো এবং চোখ দুইটি স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। শরীরের অন্য কোথাও উল্লেখযোগ্য কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরে জানতে পারলাম কিশোর বেলাল বাঁশখালী থেকে ছিনতাই হওয়ায় একটি ট্রাকের হেলপার। আমরা বেলালের লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপে সোমবার গভীর রাতে খাস জমি থেকে মাটি চুরির অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। গো...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি সন্দ্বীপের শিবেরহাটে সিরিজচুরির ঘটনায় ১ জনকে আটক করেছে সন্দ্ব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : জাতীয় সংসদে আজ ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন, ২০২৩’ বিল উত্থাপন করা হয়েছে। হাট ও বাজার (...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বিয়ে বাড়ি গোপালগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে খু...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মু. মুবিনুল হক মুবিন , নাইক্ষংছড়ি। নাইক্ষ্যংছড়ি ঘুমধুমের তমব্রু এলাকার ৩৪, ৩৫ দুই সীমানা পিলার ছ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যাবের অভিযানে দেশ বন্ধু নামক পল্ল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2023 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited