শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:৪৩ এএম, ২০২২-০৭-১৪
আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধিঃ
মুড়িয়া ইউনিয়ন ভিত্তিক প্রতিষ্ঠিত সেচ্ছাসেবী সংগঠন এষণা ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকে পূর্ব মুড়িয়া অঞ্চলের মানুষের জন্য আর্ত সামাজিক ও মানবিক উন্নয়নের চিন্তা নিয়ে কাজ করে আসছে। বিয়ানী বাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের পূর্ব মুড়িয়া অঞ্চলের নবীন ও প্রবীনদের সমন্বয় গঠিত এই সংগঠন, শিক্ষা মানবিক ও সেবামূলক কাজের দৃড় প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে।
১১ জুলাই রবিবার এক অনাড়ম্বরহীন অনুষ্ঠানের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্থ পূর্ব মুড়িয়ার ৫টি আশ্রয় কেন্দ্রে অবস্থানরত মানুষের মাঝে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুরবানির গরুর গোশত বিতরণ করা হয়। এতে এষণা ফাউন্ডেশনের সভাপতি মোঃ জুবায়ের আহমদ মাছুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃইবাদুর রহমান জাকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মুড়িয়া আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক মোঃ জাহেদুর রহমান চৌঃ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান হাছনু, সমাজ সেবক মোঃ আব্দুল হালিম রানা,সমাজ সেবক মোঃ আয়নুল হক কয়েছ, সমাজ সেবক ফয়সল আহমদ, রাহিম আহমদ, রুহুল আমিন, মাহবুবুর রহমান, তুহিন আহমদ প্রমুখ
প্রসঙ্গত পূর্ব মুড়িয়ার ৫টি আশ্রয় কেন্দ্রে শতাধিক পরিবারের মধ্যে গরুর গোশত হাতে তুলে দেওয়া হয়।
অতিথিরা বক্তব্য বলেছেন- এষণা ফাউন্ডেশন তার যাত্রা আনুষ্ঠানিক ভাবে করার সাথে সাথে পূর্ব মুড়িয়া এলাকার মানুষের কল্যাণে ব্যতিক্রমী দুটি মানবিক কাজ করেছে যাহা প্রশংসার দাবিধার সিলেট বিভাগ বন্যার পানিতে ভাসছে। চারিদিকে বন্যার্ত মানুষের আর্তনাদ। এই মুসিবতের সময়ে এষণা ফাউন্ডেশন বানভাসি মানুষের পাশে ঈদের খুশি ভাগ করতে যে গরুর গোশত বিতরণ করেছে যা এই ধরনের অনুষ্ঠান পূর্ব মুড়িয়ায় কেহ করে নাই এজন্য এষণা ফাউন্ডেশন কে ধন্যবাদ জানাই, বিশেষ করে তাদের প্রবাসী দায়িত্বশীলদের অবদান কে স্বরণ করি নাড়ির ঠানে তাঁহারা মানুষকে ঈদের সমঢ এই সহযোগিতা করেছেন ।
এষণা ফাউন্ডেশন সভাপতি মোঃ জুবায়ের আহমদ মাছুম ও সাধারণ সম্পাদক মোঃইবাদুর রহমান জাকির এষণা ফাউন্ডেশনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান সকলের অংশগ্রহনে আজ আমরা নিডি মানুষের হাতে গরুর গোশত তুলে দিতে পেরেছি যার শতভাগ অবদান আমাদের প্রবাসী সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের ফাউন্ডেশনকে সহযোগীতা ও পরামর্শ দেওয়ার জন্য।
দৈনিক অনুসন্ধান : সিনিয়র স্টাফ রিপোর্টারঃ সাংবাদিক, মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠক এবং দি চিটাগাং চেম্বার ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক গণমুক্তি পত্রিকা নানা প্রতি...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : সেলিম উদ্দীন, ঈদগাঁও। কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী বটতলায় দুর্ব...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : সেলিম উদ্দীন, ঈদগাঁও। ছোটবেলায় অন্য দশজনের মতো স্বপ্ন দেখার সাহস হয়নি তার। স্বপ্নেও হয়তো সে এ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি সন্দ্বীপের রহমতপুরে একটি মসজিদে চুরির ঘটনায় দুই আসামিকে গ্রে...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2023 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited