মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪  

শিরোনাম

বেতার তরঙ্গ ব্যবহার না করায় কল ড্রপ, ইন্টারনেটে গতির সংকট’ - বিটিআরসি প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৫৩ এএম, ২০২০-০৭-২৬

 বেতার তরঙ্গ ব্যবহার না করায় কল ড্রপ, ইন্টারনেটে গতির সংকট’ - বিটিআরসি প্রতিবেদন

সেবা দেওয়ার জন্য পর্যাপ্ত বেতার তরঙ্গ ব্যবহার না করার কারণেই মোবাইল টেলিযোগাযোগ সেবায় গ্রাহক সেবার কাঙ্খিত মান নিশ্চিত করা যাচ্ছে না। আর বেতার তরঙ্গের উচ্চ মূল্য হওয়ায় প্রয়োজনীয় পরিমাণ বেতার তরঙ্গ কিনতে পারছেন না অপারেটররা।

শনিবার ’গ্রাহক স্বার্থরক্ষায় মানসম্মত টেলিকম সেবার জন্য পর্যাপ্ত তরঙ্গ বরাদ্দে প্রতিবন্ধকতা নিরসনে করণীয়’ শিরোনামে  আয়োজিত ভার্চুয়াল সেমিনারে এসব তথ্য উঠে এসেছে। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিটিআরসি’র চেয়ারম্যান জহুরুল হক বলেছেন, সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়ে বেতার তরঙ্গের দাম না কমালে বিটিআরসি’র পক্ষে কমানো সম্ভব নয়।

আলোচনায় অংশ নিয়ে বিশেষজ্ঞরা বলেন, জিএসএমএ’র সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ফোরজি ব্যবহারে  দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সবচেয়ে পিছিয়ে আছে, এটা দুর্ভাগ্যজনক। পর্যাপ্ত ব্যান্ডউইথ থাকার পরও দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার মান এ অঞ্চলের অন্যান্য দেশের তুলনায় নিম্নমানের, এটা মোটেও সুখকর নয়। তারা অব্যবহৃত বেতার তরঙ্গের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।

সেমিনারে বিটিআরসি’র পর্যবেক্ষণ প্রতিবেদন
’পর্যাপ্ত বেতার তরঙ্গ ব্যবহার না করায় কল ড্রপ, ইন্টারনেটে গতির সংকট’
 
সেবা দেওয়ার জন্য পর্যাপ্ত বেতার তরঙ্গ ব্যবহার না করার জন্যই মোবাইল টেলিযোগাযোগ সেবায় গ্রাহক সেবার কাঙ্খিত মান নিশ্চিত করা যাচ্ছে না। আর বেতার তরঙ্গের উচ্চ মূল্যের কারণেই প্রয়োজনীয় পরিমাণ বেতার তরঙ্গ কিনতে পারছেন না অপারেটররা।

শনিবার ’গ্রাহক স্বার্থরক্ষায় মানসম্মত টেলিকম সেবার জন্য পর্যাপ্ত তরঙ্গ বরাদ্দে প্রতিবন্ধকতা নিরসনে করণীয়’ শিরোনামে  আয়োজিত ভার্চুয়াল সেমিনারে এসব তথ্য উঠে এসেছে। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিটিআরসি’র চেয়ারম্যান জহুরুল হক বলেছেন, সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়ে বেতার তরঙ্গের দাম না কমালে বিটিআরসি’র পক্ষে কমানো সম্ভব নয়।

আলোচনায় অংশ নিয়ে বিশেষজ্ঞরা বলেন, জিএসএমএ’র সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ফোরজি ব্যবহারে  দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সবচেয়ে পিছিয়ে আছে, এটা দুর্ভাগ্যজনক। পর্যাপ্ত ব্যান্ডউইথ থাকার পরও দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার মান এ অঞ্চলের অন্যান্য দেশের তুলনায় নিম্নমানের, এটা মোটেও সুখকর নয়। তারা অব্যবহৃত বেতার তরঙ্গের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। 
বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন আয়োজিত সেমিনারে বেতার তরঙ্গ ব্যাবস্থানা সম্পর্কে পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন করেন বিটিআরসি’র স্পেকট্রাম বিভাগের উপ পরিচালক ড. সোহেল রানা।

অনলাইনে সংযুক্ত হয়ে আলোচনায় আরও অংশ নেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রয় মিত্র, কমিশনার (এসএম) মো. আমিনুল হাসান, ডিজি (স্পেকট্রাম) বিগ্রেডিয়ার জেনারেল শহিদুল আলম, মহাপরিচালক(এম অ্যান্ড ও) ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজ করিম,  অ্যামটবের সভাপতি ও রবির সিইও মাহাতাব উদ্দিন আহমেদ, টেলিযোগাযোগ খাত বিশেষজ্ঞ  টি. আই এম নুরুল কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের  আইবিএ’র সহযোগী অধ্যাপক খালেদ মাহমুদ, বাংলালিংকের চীফ রেগুলেটরি অ্যাফেয়ার্স তৈমুর রহমান, এরিকসনের কান্ট্রি ম্যানেজার আব্দুস সালাম এবং বিটিআরসি’র সাবেক কর্মকর্তা ইঞ্জিনিয়ার আবু সালেহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দীন আহমেদ।
অনুষ্ঠানে বিটিআরসি’র চেয়ারম্যান জহুরুল হক বলেন, ইচ্ছে করলেই বেতার তরঙ্গে দাম কমানো বিটিআরসি’র পক্ষে সম্ভব নয়। দাম কমাতে হলে অর্থমন্ত্রণালয়ের অনুমতি লাগে। কখনো কখনো প্রধানমন্ত্রীর কাছে যেতে হয়। অতএব দাম কমানোর প্রসঙ্গ আসলে অর্থ বিভঅগের কাছে আগে যেতে হবে। সরকারের দাম কমানোর সিদ্ধান্ত দিলে তা অবশ্যাই বিটিআরসি বাস্তবায়ন করবে। বিটিআরসি’র চেয়ারম্যান বলেন, যদি কেউ বাল্ক স্পেকট্রাম কেরে, সেই জায়গায় শুধু দাম কমানোর বিষয় বিবেচনা করা যাবে। এই বাল্ক মানে  বাল্ক মানে সম্পূর্ণ অংশ। পুরো স্পেক্ট্রাম কিনলে সরকার দাম কমাতে পারে। আংশিকের দাম কমাতে পারে না। আবার এখন দাম কমালে আগে যারা নিলামে বেমি দামে অংশ নিয়েছে তারা টাকা ফেরত চাইতে পারে এবং সেক্ষত্রে একটা জটিলতা হতে পারে।

রবির ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দিন আহমেদ বলেন, প্রথমে প্রয়োজনটা চিহ্নিত করতে হবে, সে অনুযায়ী ভবিষ্যতে কি হতে যাচ্ছে তা বিবেচনা করে একটি নীতি নির্ধারণ করতে এবং সিদ্ধান্ত নিতে হবে। যেমন মহামারি শুরুর পর মোবাইল টেলিযোগাযোগ নেটওয়ার্কে চাপ বেড়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্র, ঘানা সহ কয়েকটি দেশ বিনামূল্যে মোবাইল অপারেপরদের নির্দিষ্ট সময়ের জন্য বিনামূল্যে বেতার তরঙ্গ ব্যবহার করতে দিয়েছে। দেশেও মোবাইল অপারেটররা সেই আবেদন বিটিআরসি’র কাছে জানিয়েছিল। আবেদন গ্রহন করা হলে মোবাইল অপারেটররা এই সংকটে আরও সুলভে উন্নতর গ্রাহকসেবা নিশ্চিত করতে পারত। 

বিটিআরসি’র পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়, বর্তমানে বাংলাদেশে প্রায় গড়ে ১৩ লাখ গ্রাহকের জন্য এক মেগাহার্টজ স্পেকট্রাম ব্যবহার করা হচ্ছে। একটি শীর্ষ অপারেটর ২০ লাখ গ্রাহকের জন্য এক মেগাহার্টজ বেতার তরঙ্গ ব্যবহার করছে।  অথচ অন্যান্য দেশে তিন থেকে চার লাখ গ্রাহকের জন্য এক মেগাহার্টজ বেতার তরঙ্গ ব্যবহার করা হয়। প্রয়োজনের তুলনায় কম বেতার তরঙ্গ ব্যবহার করে বেশী গ্রাহককে সেবা দেওয়ার কারনেই গল ড্রপ, মোবাইল ইন্টারনেটে নিম্নগতির  সমস্যা হচ্ছে। অথচ বিটিআরসি’র কাছে বর্তমানে ১৯০ মেগাগহার্টজ পরিমাণ বেতার তরঙ্গ অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য নিয়ন্ত্রক সংস্থা এবং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে একটি কার্যকর উপায় বের করারও সুপারিশ করা হয় প্রতিবেদনে।

রিলেটেড নিউজ

কাপ্তাই লেকের পানিস্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন

কাপ্তাই লেকের পানিস্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র ভয়াবহ পানি সংকটে পড়েছে। পানির অভাবে বিদ্যুৎ কেন...বিস্তারিত


সন্দ্বীপে নতুন ওসি এবং ইউএনও হিসেবে আসছেন যাঁরা

সন্দ্বীপে নতুন ওসি এবং ইউএনও হিসেবে আসছেন যাঁরা

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে বিভিন্ন উপজেলায় এক বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছ...বিস্তারিত


আজ দেশের কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি

আজ দেশের কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : দেশের আকাশে আজ বুধবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী শুক্রবার দেশে রোজা শুরু হচ্ছে...বিস্তারিত


১৯ জন বিশিষ্ট ব্যক্তি ও দু’টি প্রতিষ্ঠানকে একুশে পদক-২০২৩ প্রদান করলেন প্রধানমন্ত্রী

১৯ জন বিশিষ্ট ব্যক্তি ও দু’টি প্রতিষ্ঠানকে একুশে পদক-২০২৩ প্রদান করলেন প্রধানমন্ত্রী

দৈনিক অনুসন্ধান : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৯ জন বিশিষ্...বিস্তারিত


আজ মহান ২১শে ফেব্রুয়ারিঃ ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

আজ মহান ২১শে ফেব্রুয়ারিঃ ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

দৈনিক অনুসন্ধান : রাষ্ট্রপতি  এম আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপল...বিস্তারিত


হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন, ২০২৩ বিল সংসদে উত্থাপন

হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন, ২০২৩ বিল সংসদে উত্থাপন

অনুসন্ধান অনলাইন ডেস্ক : জাতীয় সংসদে আজ ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন, ২০২৩’ বিল উত্থাপন করা হয়েছে। হাট ও বাজার (...বিস্তারিত



সর্বপঠিত খবর

বিয়ে করে ৩ মাস সংসার করে পালিয়ে যান সন্দ্বীপের শিপন

বিয়ে করে ৩ মাস সংসার করে পালিয়ে যান সন্দ্বীপের শিপন

নিজস্ব প্রতিবেদক : প্রেম  করে পালিয়ে বিয়ে করেন মোহাম্মদ শিপন ও রিমা সরকার। বিয়ের ৩ মাসের মাথায় স্ত্রী রিমা সরকার কে ...বিস্তারিত


সন্দ্বীপে পুলিশ কর্তৃক অন্তঃস্ত্ত্বা নারী নির্যাতিত, গর্ভের সন্তান মৃত!

সন্দ্বীপে পুলিশ কর্তৃক অন্তঃস্ত্ত্বা নারী নির্যাতিত, গর্ভের সন্তান মৃত!

নিজস্ব প্রতিবেদক : কাউছার মাহমুদ দিদারঃ  চট্টগ্রামের সন্দ্বীপে  সিভিল পোশাকে আসামী ধরতে গিয়ে মধ্যযুগীয় কায়দায় ...বিস্তারিত



সর্বশেষ খবর