শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৩:৩৫ পিএম, ২০২২-০৮-২৩
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
স্বামী বেঁচে আছেন এমন অর্ধশত নারীর বিরুদ্ধে বিধবা ভাতা নেওয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন পরিষদে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে বিধবা ভাতা নিয়ে সেখানে জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে বলে জানায় দুদকের জনসংযোগ বিভাগ।
জনসংযোগ বিভাগের তথ্যমতে, রোববার সকালে দুদকের উপসহকারী পরিচালক মো. সাইদুর রহমানের নেতৃত্বে উপসহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন ও সহকারী পরিদর্শক মো. মাহবুবুর রহমানের সমন্বয়ে গঠিত এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে।
অভিযোগ থেকে জানা যায়, ইউনিয়ন পরিষদ সদস্য মো. অলিউর রহমান এবং সাবেক মহিলা সদস্য সাহেলা বেগমের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে কিছু নারীকে তাদের স্বামী জীবিত থাকা সত্ত্বেও বিধবা ভাতার কার্ড পাইয়ে দেওয়ার অভিযোগ পায় দুদক। এর পরিপ্রেক্ষিতে আজ অভিযান পরিচালনা করা হয়।
এনফোর্সমেন্ট সূত্রে জানা যায়, দুদকের অভিযান পরিচালনাকারী টিম উপজেলা সমাজসেবা অফিস থেকে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে এবং উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাসের সঙ্গে এ বিষয়ে কথা বলে তার বক্তব্য রেকর্ড করে। সংগৃহীত নথিপত্র থেকে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
অভিযোগের বিষয়ে ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মাহামুদুল হাসানের সঙ্গে কথা বলে এনফোর্সমেন্ট টিম। দুদক টিমকে মাহামুদুল হাসান জানান, তার সময়ে এ রকম অনিয়ম হয়নি। তিনি চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া দুদকের পক্ষ থেকে অনিয়ম যেন না হয় সে বিষয়ে সতর্ক করা হয় তাকে।
দুদকের জনসংযোগ শাখা জানায়, এনফোর্সমেন্ট টিম নথিপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর কার্যকরী পদক্ষেপ গ্রহণের সুপারিশসহ প্রতিবেদন দাখিল করবে।
দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুরে ২ টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : সেলিম উদ্দীন, ঈদগাঁও। কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে প্রথমবারের মত স্বাধীনতার ৫২ বছর প...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ প্রতারণার মাধ্যমে গ্রাহকদের টাকা আত্মসাৎকারী ভুয়া এনজিও’র ম্...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : আসিফ জামান, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের পুরাতনবারইপ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ শিবগঞ্জ থানা পুলিশের চৌকস পুলিশ অফিসার এসআই সাইফুল ইসলাম, সফলতা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2023 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited