মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪  

শিরোনাম

সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ই ভালো চলছে, তা কিন্তু নয়ঃ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব

দৈনিক অনুসন্ধান    |    ১১:১৭ পিএম, ২০২২-০৯-১৮

সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ই ভালো চলছে, তা কিন্তু নয়ঃ  মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব

গতকাল (শনিবার) চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শরৎ ২০২২ ট্রাইমেস্টারের নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো।

অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক বলেন, "বর্তমানে ৫০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৩ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে। দেশে ১০৮টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও প্রায় একই পরিমাণ ৩ লাখ ৩০ হাজার শিক্ষার্থী আছে। এটা পরিপূরক হিসেবে কাজ করছে।"

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু সমস্যার কথা জানিয়ে তিনি আরো বলেন, "দেশে ৪৯টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নাই। একটা নৌকা মাঝি ছাড়া চলে না। একটা বিশ্ববিদ্যালয় কীভাবে ভাইস চ্যান্সেলর ছাড়া চলবে? সব প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভালো চলছে, তা কিন্তু নয়। সম্প্রতি আপনারা দেখেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কী চলছে। মানারাত ইউনিভার্সিটির ট্রাস্টি চেঞ্জ করতে হচ্ছে। আমরা চাই, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো তাদের সক্ষমতা দিন দিন বাড়াবে, এখানে সরকারের কিছু বলার নাই।"

শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা গ্রহণ করতে হবে উল্লেখ করে আবু বকর ছিদ্দীক এ ব্যাপারে বলেন, "আমরা এখন যে মডেলটা ফলো করছি, সেটাকে বলা হয় গ্লোবাল সিটিজেনশিপ এডুকেশন। এর মানে যে স্টুডেন্টরা এখান থেকে পড়াশোনা করে বের হবে, সে লোকাল এবং গ্লোবালি সমান ভাবে দক্ষ থাকবে। সব জায়গায় সমানভাবে সে পারফর্ম করতে পারবে। আমাদের সারা বিশ্বের নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।"

আমরা সবাই জানি- বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু কোনারপাড়া সীমান্তে শুক্রবার রাতে মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া চারটি মর্টার শেল এসে পড়ে। এতে শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্পের এক যুবক নিহত হন। আহত হন রোহিঙ্গা শিশুসহ পাঁচজন। এরপর সেখানে চলমান এসএসসি পরীক্ষা কেন্দ্র সরিয়ে নেয়ার কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়। বান্দরবানের ঘুমধুম পরীক্ষা কেন্দ্রের ব্যাপারে তিনি বলেন, "আমাদের একটি পরীক্ষা কেন্দ্র আছে বান্দরবানের ঘুমধুমে। সেখানে গতকাল সমস্যা হয়েছিল, আমাদের লোকজন মারা গিয়েছে। গতকাল রাত ৯টার সময় কেন্দ্রটি পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। ওটা ছিলো বান্দরবান জেলায়, পরে পরিবর্তন করা হয়েছে উখিয়ার কুতুপালংয়ে। জেলা কিন্তু ২টা, উপজেলাও ২টা। ছাত্রছাত্রীরা সবাই মিলে ৪০০ জনের বেশি, তাদের বাসে করে নিয়ে যাওয়া, পরীক্ষার সাজসরঞ্জাম কেন্দ্রে আগে থেকে নিয়ে রাখা, সবকিছু মিলিয়ে একটি বড় ধরনের ঝামেলা ছিল।"

নবীণবরণ অনুষ্ঠানে আবু বকর ছিদ্দীক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা এবং ভবিষ্যত পরিকল্পনার ব্যাপারে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া অত্যন্ত আনন্দের বিষয়। কিন্তু বিশ্ববিদ্যালয় ছেড়ে যাওয়ার সময় সফলতা ও ব্যর্থতার প্রশ্ন আসে। পড়াশোনা শেষে পাঁচ-সাত বছর পর কোথায় যাবে শিক্ষার্থীদের মাথায় রাখতে হবে। এখনই ভাবতে হবে কোথায় যাবে, না ভেবে শুধু পড়ালেখা করলে কাজ হবে না। আমরা জানি- কর্মজীবন একটি বড় বিষয়। শিক্ষার একটি বড় উদ্দেশ্য হলো- সুন্দর জীবনের অধিকারী হওয়া। আমি তোমাদের সুন্দর জীবন প্রত্যাশা করছি।"

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষাক্ষেত্রে সরকারের পরিপূরক হিসেবে কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘আপনারা জানেন সরকারের আর্থিক ক্ষমতা সীমিত। দেশের সব ছেলেমেয়েকে বিনা পয়সায় লেখাপড়া করানো সম্ভব হয় না। সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিপূরক হিসেবে কাজ করছে।"

বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল সায়েন্স বিভাগের শিক্ষিকা পূনম মুৎসুদ্দি ও কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষক সৌরভ অধিকারীর যৌথ সঞ্চালনায় নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নূরুল আনোয়ার।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য অধ্যাপক ড. এম মুজিবুর রহমান, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, মোহাম্মদ আলী আজম স্বপন, আহসানুল হক রিজন, পানিসম্পদ মন্ত্রণালয়ের সহকারী সচিব কামরুল হাসান তালুকদার, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. গণেশচন্দ্র রায়, রেজিস্ট্রার ওবায়দুর রহমান প্রমুখ।

বক্তব্য শেষে বিশ্ববিদ্যালয়ের ৮২ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে ২ লাখ ৮৩ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।

রিলেটেড নিউজ

খুটাখালীতে মা'হাদ নূর আল আবরার হেফজ মাদরাসায় সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

খুটাখালীতে মা'হাদ নূর আল আবরার হেফজ মাদরাসায় সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

দৈনিক অনুসন্ধান : সেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার):   আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখ...বিস্তারিত


নিউইয়র্কে সানশাইন লার্নিং সেন্টারের ইএলএ সমাপনী অনুষ্ঠান

নিউইয়র্কে সানশাইন লার্নিং সেন্টারের ইএলএ সমাপনী অনুষ্ঠান

দৈনিক অনুসন্ধান : শরীফ উদ্দীন সন্দ্বীপি, নিউইয়র্কঃ গত কয়েক বছর যাবত আমেরিকার নিউইয়র্কে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের ...বিস্তারিত


এসএসসি ২০১৩ এবং এইচএসসি ২০১৫ ব্যাচ বাংলাদেশ পরিবার কর্তৃক চট্টগ্রামসহ সারাদেশে শীতবস্ত্র বিতরণ

এসএসসি ২০১৩ এবং এইচএসসি ২০১৫ ব্যাচ বাংলাদেশ পরিবার কর্তৃক চট্টগ্রামসহ সারাদেশে শীতবস্ত্র বিতরণ

দৈনিক অনুসন্ধান : মোঃ রিয়াদ, বিশেষ প্রতিনিধিঃ এসএসসি ২০১৩ এবং এইচএসসি ২০১৫ ব্যাচ ২০১৯ সালে ১৬ই সেপ্টেম্বর থেকে ব্যা...বিস্তারিত


করোনার নতুন ভ্যারিয়েন্ট: আসন্ন এইচএসসি পরীক্ষার ব্যাপারে স্পষ্ট জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

করোনার নতুন ভ্যারিয়েন্ট: আসন্ন এইচএসসি পরীক্ষার ব্যাপারে স্পষ্ট জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

দৈনিক অনুসন্ধান : বিশ্বের বিভিন্ন দেশে প্রাণঘাতি করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ ধরা পড়ছে। করোনার নতুন এই ভ্যারিয়েন্...বিস্তারিত


তাহের-মনজুর কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের কলেজ নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সারওয়ার আলম: শুধু শিক্ষিত নয় সুশিক্ষিত হতে হবে

তাহের-মনজুর কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের কলেজ নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সারওয়ার আলম: শুধু শিক্ষিত নয় সুশিক্ষিত হতে হবে

দৈনিক অনুসন্ধান : কেফায়েতুল্লাহ কায়সার, চট্টগ্রামঃ করোনা মহামারির প্রাদুর্ভাব কাটিয়ে আগামী ২রা ডিসেম্বর থেকে সার...বিস্তারিত


মোস্তফা-হাকিম কলেজে এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারাঃ পড়াশুনা করে জীবনকে আলোকিত করতে হবে

মোস্তফা-হাকিম কলেজে এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারাঃ পড়াশুনা করে জীবনকে আলোকিত করতে হবে

দৈনিক অনুসন্ধান : আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম ...বিস্তারিত



সর্বপঠিত খবর

বিয়ে করে ৩ মাস সংসার করে পালিয়ে যান সন্দ্বীপের শিপন

বিয়ে করে ৩ মাস সংসার করে পালিয়ে যান সন্দ্বীপের শিপন

নিজস্ব প্রতিবেদক : প্রেম  করে পালিয়ে বিয়ে করেন মোহাম্মদ শিপন ও রিমা সরকার। বিয়ের ৩ মাসের মাথায় স্ত্রী রিমা সরকার কে ...বিস্তারিত


সন্দ্বীপে পুলিশ কর্তৃক অন্তঃস্ত্ত্বা নারী নির্যাতিত, গর্ভের সন্তান মৃত!

সন্দ্বীপে পুলিশ কর্তৃক অন্তঃস্ত্ত্বা নারী নির্যাতিত, গর্ভের সন্তান মৃত!

নিজস্ব প্রতিবেদক : কাউছার মাহমুদ দিদারঃ  চট্টগ্রামের সন্দ্বীপে  সিভিল পোশাকে আসামী ধরতে গিয়ে মধ্যযুগীয় কায়দায় ...বিস্তারিত



সর্বশেষ খবর