মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪  

শিরোনাম

৬৫ বছরের ঐতিহ্যবাহী কানসাট ক্লাবে ২৩ বছর পর নির্বাচন ৭'ই ডিসেম্বর

দৈনিক অনুসন্ধান    |    ১০:৪৩ পিএম, ২০২২-১২-০১

৬৫ বছরের ঐতিহ্যবাহী কানসাট ক্লাবে ২৩ বছর পর নির্বাচন ৭'ই ডিসেম্বর


ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধি||
 
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কানসাট ক্লাব নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ০৭'ই ডিসেম্বর বুধবার। ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত ৬৫ বছরের ঐতিহ্যবাহী ক্লাবটিতে প্রায় ২ যুগ অর্থাৎ ২৩ বছর পর নানান বাঁধা বিপত্তি পেরিয়ে নির্বাচনী আমেজ চরমে। ক্লাবটির ঐতিহ্যকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ এই নির্বাচন নিয়ে প্রার্থীরা কড়া নাড়ছে সাধারণ ভোটারদের দুয়ারে। 

নির্বাচনে ১২টি গুরুত্বপূর্ণ পদে মোট ৩৭ জন পদপ্রার্থী জয়ের লক্ষে ভোট যুদ্ধে লড়াই করছেন। মোট ৩ হাজার ৫৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই নির্বাচনকে ঘিরে ব্যানার ফেস্টুনে ছেঁয়ে গেছে কানসাটসহ পুরো উপজেলা। চায়ের কাপে ঝড় তুলেছে নির্বাচনী হিমেল হাওয়া। জয় নিশ্চিত করতে দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থী ও সমর্থনগণ। নির্বাচনে সভাপতি পদে ২'জন প্রার্থী মাঠপর্যায়ে লড়ছেন মরিয়া হয়ে।

তাদের মধ্যে আওয়ামী সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক,  হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও  বাংলাদেশ ছাত্রলীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফেরদৌস রহমান মিলন লড়ছেন চেয়ার প্রতীক নিয়ে। অপরদিকে বিএনপি-জামায়াত প্যানেলে আনারস প্রতীক নিয়ে লড়ছেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা যুবদল নেতা মোঃ শহীদুল হক হায়দারী (শহীদ মিঞা)৷ 

সাধারণ সম্পাদক পদে বিএনপি জামায়াত প্যানেলের গোলাম সারোয়ার আবেদী চাকা প্রতীকে ও বিপরীতে গরুরগাড়ী প্রতীক নিয়ে লড়ছেন কানসাট আম আড়ৎদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক টিপু। 

তবে প্রধান নির্বাচন কমিশনার কানসাট সাইফুদ্দিন মেমোরিয়াল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন একাধিক প্রার্থী। নির্বাচনী নীতিমালা ও স্বতন্ত্র ভূমিকা নিয়ে অভিযোগ তুলেছেন সভাপতি পদপ্রার্থী মোঃ ফেরদৌস রহমান মিলন। তিনি বিশেষ এক সাক্ষাৎকারে আরও অভিযোগ করে বলেন মনোনয়নপত্র দাখিল শেষে প্রার্থীদের যাচাই-বাছাইয়ে ছিলোনা কোন গুরুত্বপূর্ণ ভুমিকা এবং প্রার্থীতা প্রত্যাহারের ছিলোনা কোনপ্রকার সুযোগ। এমনকি ক্লাবের পুরানো সদস্যরা নতুনভাবে সদস্য হবার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। তবুও উদ্বেগ উৎকন্ঠা নিয়ে নিয়ম বহির্ভূতভাবে প্রার্থীরা চালিয়ে যাচ্ছে নির্বাচনী প্রচারনা। 

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী কানসাট পল্লী বিদ্যুৎ অফিস পোড়ানোসহ ২০১৩-১৪ সালের বিভিন্ন নাশকতার কয়েকটি মামলা রয়েছে। এদিকে সভাপতি প্রার্থী শহীদ মিঞার বিরুদ্ধে বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির দায়ে মামলা চলমান রয়েছে বলে তিনি অভিযোগ করেন। এছাড়াও বর্তমান কমিশনের অধিনে নির্বাচন সুষ্ঠু হওয়া-না হওয়া নিয়ে আমরা চরম হতাশায় রয়েছি। সভাপতি প্রার্থী মিলন আরও বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ্।

অন্যদিকে বিএনপি-জামায়াত প্যানেলের সভাপতি পদপ্রার্থী মোঃ শহীদুল হক হায়দারী (শহীদ মিঞা) প্রতিবেদককে জানান, সাধারণ ভোটাররা আমাকে ভোটের মাধ্যমে জয় এনে দিবে। এমনকি মাঠপর্যায়ের ঘুরে দেখেছি আমি দুইগুণ বেশি ভোট পেয়ে জয়লাভ করবো ইনশাআল্লাহ্। মামলার বিষয়ে তিনি বলেন, রাজনীতি করতে গেলে বিভিন্ন মামলা হামলার শিকার হতে হয় এটা সবার জানা।

এদিকে প্রধান নির্বাচন কমিশনার মোঃ আমিনুল ইসলামের বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমিসহ নির্বাচন কমিশনের বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছে প্রার্থীরা তা সম্পূর্ণ মিথ্যা কথা। এছাড়াও এখন পর্যন্ত কোন প্রার্থীর কোনপ্রকার লিখিত অভিযোগ আমরা পাইনি। কারও বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে অবশ্যই সেব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনী নীতিমালা পূর্বের কমিটিতে যেটা রয়েছিল সে অনুযায়ী নির্বাচন কার্যক্রম পরিচালনা হচ্ছে। এমনকি নির্বাচনী মাঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে এবং আমরা সুষ্ঠু নিরেপক্ষ নির্বাচন উপহার দিতে পারবো ইনশাআল্লাহ্।

রিলেটেড নিউজ

জালালাবাদে শাহজাহান চৌধুরীর কেটলী মার্কার পক্ষে গনসংযোগ ও প্রচারনা

জালালাবাদে শাহজাহান চৌধুরীর কেটলী মার্কার পক্ষে গনসংযোগ ও প্রচারনা

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : আজ ২৪শে ডিসেম্বর আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র পদপ্রার্থী চট্টগ্রাম বিশ্বঃ ছাত্রলীগের ...বিস্তারিত


জালালাবাদ ওয়ার্ড আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নিয়মিত অবস্থান কর্মসূচী পালন

জালালাবাদ ওয়ার্ড আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নিয়মিত অবস্থান কর্মসূচী পালন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : দেশব্যাপী বিএনপি-জামাতের অরাজকতা ও অযৌক্তিক হরতাল অবরোধের বিরুদ্ধে আজ নগরীর ২নং জালালাবাদ ওয়ার্...বিস্তারিত


চট্টগ্রাম-১০ আসনে বেসরকারিভাবে বিজয়ী মহিউদ্দিন বাচ্চু

চট্টগ্রাম-১০ আসনে বেসরকারিভাবে বিজয়ী মহিউদ্দিন বাচ্চু

দৈনিক অনুসন্ধান : চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু (নৌকা) বেসরকারিভা...বিস্তারিত


এখনো এগিয়ে আছেন মহিউদ্দিন বাচ্চু

এখনো এগিয়ে আছেন মহিউদ্দিন বাচ্চু

চট্টগ্রাম ব্যুরো প্রধান : চট্টগ্রাম-১০ আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণের পর এখন চলছে ভোট গণনা। সেইসাথে ঘোষণা করা হচ্ছে ফলাফলও। ...বিস্তারিত


সিসি ক্যামেরার আওতায় চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে চলছে ভোটগ্রহণ

সিসি ক্যামেরার আওতায় চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে চলছে ভোটগ্রহণ

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : সিসি ক্যামেরার তত্ত্বাবধানে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চ...বিস্তারিত


বিএনপি-সন্ত্রাসের বিরুদ্ধে ২ নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা

বিএনপি-সন্ত্রাসের বিরুদ্ধে ২ নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২ নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে বিএনপি জামাতের ...বিস্তারিত



সর্বপঠিত খবর

বিয়ে করে ৩ মাস সংসার করে পালিয়ে যান সন্দ্বীপের শিপন

বিয়ে করে ৩ মাস সংসার করে পালিয়ে যান সন্দ্বীপের শিপন

নিজস্ব প্রতিবেদক : প্রেম  করে পালিয়ে বিয়ে করেন মোহাম্মদ শিপন ও রিমা সরকার। বিয়ের ৩ মাসের মাথায় স্ত্রী রিমা সরকার কে ...বিস্তারিত


সন্দ্বীপে পুলিশ কর্তৃক অন্তঃস্ত্ত্বা নারী নির্যাতিত, গর্ভের সন্তান মৃত!

সন্দ্বীপে পুলিশ কর্তৃক অন্তঃস্ত্ত্বা নারী নির্যাতিত, গর্ভের সন্তান মৃত!

নিজস্ব প্রতিবেদক : কাউছার মাহমুদ দিদারঃ  চট্টগ্রামের সন্দ্বীপে  সিভিল পোশাকে আসামী ধরতে গিয়ে মধ্যযুগীয় কায়দায় ...বিস্তারিত



সর্বশেষ খবর