শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০২:৪৬ পিএম, ২০২৩-০১-০২
সেলিম উদ্দীন, ঈদগাঁও।
দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা ও এক বিংশতম আন্তর্জাতিক লেখক দিবসের চতুর্থ দিনের দ্বিতীয় অধিবেশন সম্পন্ন হয়েছে কক্সবাজারের ঈদগাঁওতে।
গত রবিবার রাতে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মোখতার আহমদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশি- বিদেশি কবি, সাহিত্যিক, লেখক, শিক্ষক, রাজনীতিক ও সুধীবৃন্দের সম্মিলন ঘটে।
বাংলাদেশ রাইটার্স ক্লাব আয়োজিত এ অনুষ্ঠানের কর্মসূচিতে ছিল হুদা গ্রন্থাগার উদ্বোধন, আলোচনা, কবিতা পাঠ, সম্মাননা প্রদান, উত্তরীয় পরিধান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
পাঁচদিন ব্যাপী ধারাবাহিক কর্মসূচির আওতায় অনুষ্ঠিত এ অধিবেশনে প্রধান অতিথির শুভেচ্ছা বক্তব্য দেন ও কবিতা পাঠ করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
বাংলা একাডেমীর মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে শুভেচ্ছা জ্ঞাপন করেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত।
অনুষ্ঠানে ভারতের বিভিন্ন রাজ্য ও নেপাল থেকে আগত কবি- সাহিত্যিক, দেশের বিভিন্ন স্থান ও কক্সবাজারের স্থানীয় সাহিত্যমোদিরা স্বকন্ঠে আলোচনা ও কবিতা পাঠে অংশ নেন।
ছিল শিক্ষার্থীদের আবৃত্তি, শিক্ষার্থী ও আগত বাংলা একাডেমীর শিল্পীদের কবিতার শান্তি যাত্রা শীর্ষক গান। এতে লেখক দিবসের তাৎপর্য তুলে ধরেন বক্তারা।
শুরুতে কবির নামে প্রতিষ্ঠিত ও অত্যাধুনিক ভাবে সজ্জিত হুদা গ্রন্থাগাররের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর আগে অংশগ্রহণকারী কবি, সাহিত্যিকরা প্রথম অধিবেশনের আয়োজন করে রামুর উত্তর মিঠাছড়ি মন্দির প্রাঙ্গনে।
সেখানে লেখক ও কবিরা একশত ফুট দীর্ঘ শয়ানরত বৌদ্ধ মূর্তি পরিদর্শন শেষে কবিতা পাঠে অংশ নেন। অধিবেশন দুইটিতে বাংলাদেশ ছাড়াও প্রতিবেশী রাষ্ট্র ভারত, নেপাল, ইন্দোনেশিয়া ও মালেশিয়া থেকে আগত কবিরা উপস্থিত ছিলেন।
বিদেশি লেখক, কবি, সাহিত্যিক ও শিল্পীদের মধ্যে ছিলেন এলেন রাইফার ও অরুণ পাঠক (ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া), মালেশিয়ার ডক্টর রাজা-রাজেশ্বরী শিথা রামন ও ভেন্যু, ভারতের মুহিবুর রহমান, ভারতের কলকাতা নন্দীগ্রামের আবু হুরাইরা, দলা বাজপেয়ি, সুদীপ্তা চ্যাটার্জি, তাজিমুর রহমান, মোস্তাক আহমদ, মৈনাক খান, বাংলাদেশের কবি আসলাম সানি, ফরিদ আহমদ দুলাল, ইউসুফ রেজা, সাইমন জাকারিয়া, কাজী আনিসুল হক, কবি আনার কলি, সুলতান মাহমুদ, কবি নুরুল হুদার পুত্র রিশাদ হুদা, প্রভাষক মোহাম্মদ আলী, কবি মনির ইউসুফ, জাহাঙ্গীর মোহাম্মদ, নারী নেত্রী তানিয়া সুলতানা হ্যাপি ও কণ্ঠশিল্পী রাজিয়া মুন্নি প্রমুখ।
দৈনিক অনুসন্ধান : সিনিয়র স্টাফ রিপোর্টারঃ সাংবাদিক, মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠক এবং দি চিটাগাং চেম্বার ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক গণমুক্তি পত্রিকা নানা প্রতি...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : সেলিম উদ্দীন, ঈদগাঁও। কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী বটতলায় দুর্ব...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : সেলিম উদ্দীন, ঈদগাঁও। ছোটবেলায় অন্য দশজনের মতো স্বপ্ন দেখার সাহস হয়নি তার। স্বপ্নেও হয়তো সে এ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি সন্দ্বীপের রহমতপুরে একটি মসজিদে চুরির ঘটনায় দুই আসামিকে গ্রে...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2023 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited