শনিবার, ১ এপ্রিল ২০২৩  

শিরোনাম

চট্রগ্রামের পতেঙ্গায় র‌্যাবের অভিযানে ৯ লক্ষ টাকার বিয়ারসহ দুই মাদক কারবারি আটক

দৈনিক অনুসন্ধান    |    ০৭:২৪ পিএম, ২০২৩-০২-০১

চট্রগ্রামের পতেঙ্গায় র‌্যাবের অভিযানে ৯ লক্ষ টাকার বিয়ারসহ দুই মাদক কারবারি আটক

বিশেষ প্রতিনিধিঃ 


বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

র‌্যাব-৭ এর একটি অভিযানে পুলিশের টহল গাড়ির সামনে থেকেই পতেঙ্গা হতে প্রায় ৯ লক্ষ টাকার ১৭৯১ ক্যান বিয়ার উদ্ধারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটকপূর্বক মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি স্পীডবোট ও ০১টি প্রাইভেটকার এবং তাদের ব্যবহৃত মোবাইল জব্দ করা হয়েছে। তবে, চোরাকারবারির মূলহোতা চট্টগ্রামের একএু অনলাইন চ্যানেল "সি প্লাস টিভি" এর কথিত সাংবাদিক সাইদুর রহমান সাকিব (৩০) ও প্রাইভেট কার মালিক নূরুল আবছার(৪০) গাড়িটি ও একটি মোবাইল ফোন ফেলে পালিয়ে গেছে বলে তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে র‌্যাব-৭, চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে যে, কতিপয় মাদকব্যবসায়ী বিপুল পরিমান বিয়ার ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে স্পীডবোট যোগে সাগর পথে পরিবহন করে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন চরপাড়া ঘাট এলাকায় স্পীডবোট হতে একটি প্রাইভেটকারে স্থানান্তর করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ৩০ জানুয়ারি ২০২৩ ইং তারিখ আনুমানিক সকাল ০৪ ঘটিকায় র‌্যাবের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বর্ণিত স্পীডবোট এবং প্রাইভেটকারের চালক কৌশলে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা আসামী ০১। মোঃ রুহুল আমিন(৩১), পিতা-মৃত সায়েদুল হক, সাং-পুর্ব লক্ষীদিয়া, থানা-হাতিয়া, জেলা-নোয়াখালী এবং ০২। মোঃ নিজাম উদ্দিন(২৬), পিতা-মৃত বাবুল হক, সাং-বিজয়নগর, থানা-পতেঙ্গা, চট্টগ্রাম মহানগরকে আটক করতে সক্ষম হয়। এবং ঘটনাস্থল থেকে পলাতক হিসেবে ৩. মোঃ নূরুল আবছার প্রকাশ আবছার (প্রাইভেট কার মালিক), (৪০)- পিতা- মৃত বদিউল আলম, মাতা- হালিমা খাতুন, স্থায়ীঃ গ্রাম- দক্ষিন পতেঙ্গা ( কোনার দোকান, নাগর আলীর নতুন বাড়ী, দক্ষিন পতেঙ্গা, থানা- পতেঙ্গা, জেলা- চট্টগ্রাম এবং ৪. সাইদুর রহমান সাকিব (৩০), পিতা- মোঃ ইউনুস, মাতা- ইয়াছমিন আক্তার, স্থায়ীঃ গ্রাম- উত্তর পতেঙ্গা (ফয়েজ আহম্মেদের বাড়ী, উওর পতেঙ্গা, মুসলিমাবাদ), থানা- পতেঙ্গা, জেলা- চট্টগ্রামকে আসামী করে চার্জ শীট দিয়েছে র‍্যাব-৭।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে তাদের হেফাজতে থাকা স্পীডবোর্ড এবং প্রাইভেটকার হতে ১৫টি সাদা প্লাষ্টিকের বস্তার ভিতর হতে মোট ১৭৯১ ক্যান বিয়ার উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত স্পীডবোর্ড ও প্রাইভেটকার জব্দ করা হয়।

তিনি জানান, গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ চোরাচালানের মাধ্যমে সাগরপথে মায়ানমার হতে আমদানি নিষিদ্ধ মদ ও বিয়ার সংগ্রহ করে তাদের বাড়িতে মজুদ করত এবং পরবর্তীতে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করত। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৯ লক্ষ টাকা।

এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখাযায়, মাদক পরিবহনের সময় ঘটনাস্থলে পতেঙ্গা থানা পুলিশের একটি টহল গাড়ি উপস্থিত থাকলেও অজ্ঞাত কারনে তারা মাদক উদ্ধার না করেই দীর্ঘক্ষন আলাপ চারিতায় ব্যস্থ ছিল। এসময় র‍্যাব সদস্যরা উপস্থিত হলে পুলিশের গাড়িটি দ্রুত স্থান ত্যাগ করেন। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানায়, র‍্যাব সদস্যরা এলে পুলিশের ইশারাতেই গাড়ির চালকের আসনে থাকা মূলহোতা কথিত সাংবাদিক সাইদুর রহমান সাকিব (৩০) ও প্রাইভেট কার মালিক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সুযোগ পায়।

সূত্র হতে জানাযায়, পুলিশি নিরাপত্তায় এই চক্রটি দীর্ঘদিন যাবত সাগরপথে বিভিন্ন মাদকদ্রব্য এনে চট্টগ্রামসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের চক্রের কাছে জিম্মি সাধারন এলাকাবাসীরা। তাদের বিরুদ্ধে মুখ খুললে থানা পুলিশের কিছু অসাধু কর্মকর্তারা তাদের হয়রানী করেন বলে জানায় তারা।

অভিযোগের বিষয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহেদ মো. নাজমুন নুর এর সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি নয়। এসময় তিনি সাংবাদিকদের বলেন র‍্যাবের সাথে যোগাযোগ করুন  হয়তবা সবকিছু  জানতে পারবেন।

রিলেটেড নিউজ

সন্দ্বীপে গোপনে খাদ্য পৌঁছে দেয়ার ঘোষণা দিল এক ইউপি চেয়ারম্যান

সন্দ্বীপে গোপনে খাদ্য পৌঁছে দেয়ার ঘোষণা দিল এক ইউপি চেয়ারম্যান

দৈনিক অনুসন্ধান : নিজস্ব প্রতিবেদক পবিত্র মাহে রমযানে দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে সংকটে পড়া মানুষের পাশে থাকার ...বিস্তারিত


গোমস্থাপুরে লুঙ্গি পরে অস্ত্র ব্যবসায়ী ধরল পুলিশ

গোমস্থাপুরে লুঙ্গি পরে অস্ত্র ব্যবসায়ী ধরল পুলিশ

দৈনিক অনুসন্ধান :   ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দেশীয় সুটারগানসহ মো.জুবায়ের (২...বিস্তারিত


শিবগঞ্জে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ ৬ পরিবার পেল টিন, নগদ টাকাও খাদ্য সামগ্রী

শিবগঞ্জে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ ৬ পরিবার পেল টিন, নগদ টাকাও খাদ্য সামগ্রী

দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ  শিবগঞ্জে  আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ ৬টি পরিবারের মাঝে উপজেলা প...বিস্তারিত


মধুপুরে  স্থায়ী পুনর্বাসনের দাবিতে হকার্সদের মানববন্ধন

মধুপুরে স্থায়ী পুনর্বাসনের দাবিতে হকার্সদের মানববন্ধন

দৈনিক অনুসন্ধান :  আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ  ফুটপাত হকার্সদের পুনর্বাসনের দাবিতে টাঙ্গাইলের মধুপ...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জে ভাতিজিকে ধর্ষণ মামলায় খালাস চাচা

চাঁপাইনবাবগঞ্জে ভাতিজিকে ধর্ষণ মামলায় খালাস চাচা

দৈনিক অনুসন্ধান :   ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে আপন ভাতিজিকে ধর্ষণের মামলায় খালাস পেয়েছেন চ...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের উদ্বোধন

দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জে উদ্যোগে এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

বিয়ে করে ৩ মাস সংসার করে পালিয়ে যান সন্দ্বীপের শিপন

বিয়ে করে ৩ মাস সংসার করে পালিয়ে যান সন্দ্বীপের শিপন

নিজস্ব প্রতিবেদক : প্রেম  করে পালিয়ে বিয়ে করেন মোহাম্মদ শিপন ও রিমা সরকার। বিয়ের ৩ মাসের মাথায় স্ত্রী রিমা সরকার কে ...বিস্তারিত


সন্দ্বীপে পুলিশ কর্তৃক অন্তঃস্ত্ত্বা নারী নির্যাতিত, গর্ভের সন্তান মৃত!

সন্দ্বীপে পুলিশ কর্তৃক অন্তঃস্ত্ত্বা নারী নির্যাতিত, গর্ভের সন্তান মৃত!

নিজস্ব প্রতিবেদক : কাউছার মাহমুদ দিদারঃ  চট্টগ্রামের সন্দ্বীপে  সিভিল পোশাকে আসামী ধরতে গিয়ে মধ্যযুগীয় কায়দায় ...বিস্তারিত



সর্বশেষ খবর