শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:০৮ পিএম, ২০২৩-০২-২৪
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলা বাসীর কাছে এখন আতঙ্কের নাম পথশিশু কল্যাণ ট্রাস্ট সাপ্তাহিক র্যাফেল ড্র। একজন দিনমজুরের সারাদিনের আয়ের টাকা সাপ্তাহিক পথশিশু কল্যাণ ট্রাস্ট নামে লটারির টিকিট কেটে রাতে ফতুর হয়ে বাড়ি ফিরছেন। গ্রামের নারীরা ডিম থেকে শুরু করে নানা জিনিসপত্র বেঁচে পথশিশু কল্যাণ ট্রাস্ট এর টিকিট কিনে প্রতারিত হচ্ছেন। কোমলমতি শিশুরাও ঝুঁকছে উল্লাসের সাথে টিকিট কিনছে লোভনীয় পুরস্কার কানের দুল ও মোটরসাইকেলের লোভে।
দিনের বেলা হাটে-বাজারে, গ্রামে টিকিট বিক্রির মাইকের উচ্চ শব্দে পরিবেশ দূষণ হচ্ছে, এবং রাতে লটারির ড্র এর মাইকের শব্দে ছেলে মেয়েদের লেখাপড়ার চরম ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষের সরলতার সুযোগে পথশিশু কল্যাণ ট্রাস্টের নামে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানিবাড়ী চাঁদপুর মুসু বাজারে চলছে এই অবৈধ লটারির রমরমা ব্যবসা। প্রতিদিন শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলার অলিতে-গলিতে ও মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে লটারি বিক্রির অর্ধ শতাধিক অটোভ্যান। সারাদিন প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে লাখ লাখ টাকার লটারির টিকিট বিক্রি করছে।
শিবগঞ্জ উপজেলার কানসাট, সোনা মসজিদ, ধোবরা, আব্বাস বাজার, টিকরী ও গোমস্তাপুর উপজেলার চৌডালা, মাদ্রাসা পাড়া, বসনিটোলা, কাওয়াভাষা, গৌরিপুর, বোয়ালিয়া সহ বিভিন্ন বাজারসহ গ্রাম-গঞ্জে অবৈধ এই লটারির টিকিট বিক্রি করা হচ্ছে। এর মাধ্যমে সাধারণ লোকজনের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে প্রতিদিন লাখ লাখ টাকা। শুধু অবৈধ লটারির টিকিট বিক্রিই নয়, তা আবার আইন লংঘন করে কেবল টিভি নেটওয়ার্কের মাধ্যমে সম্প্রচারও করা হচ্ছে। এ প্রক্রিয়ায় টিকিট ক্রেতাদের মোটরসাইকেলসহ লোভনীয় পুরস্কারের কথা বলে টিকিট কিনতে প্রলুব্ধ করা হচ্ছে।
এতে সবচেয়ে বেশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্নআয়ের হতদরিদ্র অসহায় মানুষ। একইভাবে শিশু-কিশোরদের, লটারির নামে জুয়ায় আসক্ত করা হচ্ছে। শুরুর দিন থেকেই এর মূল বিষয় হয়ে ওঠে পথশিশু কল্যান ট্রাস্ট লটারি। তবে এই মেলা হয়ে উঠেছে মূলত লটারি কেন্দ্রিক। প্রতিটি টিকিটের দাম ২০ টাকা। দেখা যায়, প্রতি সপ্তাহে হচ্ছে এই লটারির ড্র।
একজন ঘোষক মেলামঞ্চে বিচিত্র সম্বোধনে শিশুদের ব্যবহার করে লটারির ড্র পরিচালনা করছেন যা সরাসরি প্রচার করা হচ্ছে কেবল টিভির মাধ্যমে। স্থানীয়রা বলছেন, এ খেলা এক মাস চললে এলাকার নিম্নআয়ের লোকজন নিঃস্ব হয়ে যাবে। স্কুল কলেজের ছেলে-মেয়েরা বিপথে চলে যাবে। অবৈধ এ লটারি এখনই বন্ধ করা উচিত।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন পথশিশু ট্রাস্টের কর্মকর্তা দাবীদার বলেন, আমরা পথশিশুদের কল্যানে দীর্ঘদিন কাজ করে যাচ্ছি। আর এর ধারাবাহিকতায় এই মেলা ও লটারি। পথশিশু ট্রাস্টের নিবন্ধন ও লটারির নামের এই জুয়ার অনুমোদন আছে কিনা? এমন প্রশ্নের উত্তরে বলেন জী আছে। আমাদের পথশিশু ট্রাস্টের নিবন্ধন আছে। নিবন্ধন মূলে আমরা চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-আলমের নিকট অনুমতি নিয়েছি।
তবে এর স্বপক্ষে পথশিশু ট্রাস্টের কোনো নিবন্ধন কিংবা লটারির কোনো অনুমোদন দেখাতে পারেনি।
চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-আলম মুঠোফোনে জানান, পথশিশু ট্রাস্টের নামে লটারির অনুমোদন দেয়ার কোনো সুযোগ নেই। এটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ভুয়া কথা। এধরণের পথশিশু ট্রাস্টের নামে অবৈধ ভাবে লটারির কার্যক্রম চালালে শিবগঞ্জ ইউএনও, এসিল্যান্ড ও ওসিকে নির্দেশনা দেয়া হবে কঠোরভাবে ব্যবস্থা নেয়ার।
ফয়সাল আজম অপু
চাঁপাইনবাবগঞ্জ
০১৭১২৩৬৩৯৪৬
২৪.০২.২০২৩
দৈনিক অনুসন্ধান : নিজস্ব প্রতিবেদক পবিত্র মাহে রমযানে দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে সংকটে পড়া মানুষের পাশে থাকার ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দেশীয় সুটারগানসহ মো.জুবায়ের (২...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ শিবগঞ্জে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ ৬টি পরিবারের মাঝে উপজেলা প...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ ফুটপাত হকার্সদের পুনর্বাসনের দাবিতে টাঙ্গাইলের মধুপ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে আপন ভাতিজিকে ধর্ষণের মামলায় খালাস পেয়েছেন চ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জে উদ্যোগে এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2023 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited