শনিবার, ১ এপ্রিল ২০২৩  

শিরোনাম

সন্দ্বীপ পৌর-কার্যালয়ে টেন্ডার ড্রফ করাকে কেন্দ্র করে ইজারাদার সাহেদের উপর সন্ত্রাসী হামলা

দৈনিক অনুসন্ধান    |    ০৩:৩৭ পিএম, ২০২৩-০৩-০৫

সন্দ্বীপ পৌর-কার্যালয়ে টেন্ডার ড্রফ করাকে কেন্দ্র করে  ইজারাদার সাহেদের উপর সন্ত্রাসী হামলা


সন্দ্বীপ (চট্রগ্রাম) প্রতিনিধি 

সন্দ্বীপ পৌরসভায় হাঁট-বাজার, ঘাটের টেন্ডার (দরপত্র) জমা দিতে গিয়ে প্রকাশ্য দিবালোকে পৌর কার্যালয়ের সামনে হলবান মুনছুর ও ভিডিও সুমন নামের এই সন্ত্রাসী বাহিনীর হাতে হামলার শিকারহন সংগঠক ও পৌরসভা শ্রমিকলীগ নেতা ইজারাদার শেখ সাহেদ। পৌরসভাতে দাপিয়ে বেড়াচ্ছে মুনছুর ও সুমন সহ বেশকয়েকজন আলোচিত হত্যা মামলার আসামী সন্ত্রাসী ও চাঁদাবাজরা। তাদের মধ্যে অনেকে র‌্যাব-পুলিশের তালিকাভুক্ত। আবার তালিকাভুক্ত কেউ কেউ তাদের কর্মকাণ্ডের কারণে বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরে রয়েছেন। পৌরসভাতে হাঁট-বাজারের ইজারা এবং বিভিন্ন সরকারি দরপত্র প্রক্রিয়া নিয়ন্ত্রণ হয় হলবান মুনছুর ও ভিডিও সুমন গং সন্ত্রাসীদের হাতেই। এসব কাজে জড়িতদের মধ্যে রয়েছে স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতা।

সন্দ্বীপ পৌরসভার আওতাধীন হাট-বাজার ইজারাকে কেন্দ্র করে টেন্ডার ড্রফ করা নিয়ে সন্দ্বীপের সামাজিক সংগঠন  ড.এম এ ওয়াজেদ মিয়া স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভা শ্রমিকলীগ নেতা  শেখ শাহেদের উপর হামলার অভিযোগ উঠেছে সন্দ্বীপ পৌরসভা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সুমন(ভিডিও সুৃমন) ও সাংগঠনিক সম্পাদক মুনছুর (হলবান মুনছুর) গংদের উপর। স্থানীয় পৌরসভা কার্যালয়ের গেইটে টেন্ডার জমা দিয়ে যাওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে।পৌরসভা বাজারের ইজারা দরপত্রের ফমর সাহেদের নামে জমা দিতে নিষেধ করেছিলেন সুমন ও মুনছুরসহ বেশ কয়েকজন। কিন্তু সেই নিষেধ অমান্য করে টেন্ডার জমা দেওয়াই এই হামলা স্বীকার হন তিনি।

হামলার বিষয়ে ভুক্তভোগী সাহেদ জানান, আমি আগেও বেশ কয়েকবার টেন্ডার ফরম কিনেছি কিন্তু হলবান মুনছুর ও ভিডিও সুমন নামের এই সন্ত্রাসীরা আমাকে টেন্ডার জমা দিতে দেয়নি, এবারও আমি টেন্ডার ফরম নেওয়ার পর থেকে বেশ কয়েকবার হুমকি দিয়েছে এবং টেন্ডার জমা না দিতেও বাঁধা দিয়েছে আমি ওদের কথা না শুনায় তারা আমার উপর অস্ত্র নিয়ে হামলা করেছে। এরা পৌরসভাতে একক ভাবে নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষদের জিম্মি করে রেখেছে এদের ভয়ে মানুষ পৌরসভার কোন টেন্ডারে অংশগ্রহণ করেনা ওরা করতে দেয়না। এদের কাজ হচ্ছে সন্ত্রাসী, চাঁদাবাজী, ইয়াবা ব্যাবসা করা। আমি প্রসাশনের কাছে বিনীতভাবে অনুরোধ করছি এদের যেন উপযোক্ত শাস্তি হয়।ওরা কয়েকজন মিলে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে।

হামলার বিষয়ে স্থানীয় কয়েকজন ব্যাবসায়ীরা জানায়, পৌরসভা কার্যালয়ের গেইটে চায়ের দোকানের সামনেই শেখ সাহেদের উপর হামলা হয়েছে।হামলাকারীরা সন্দ্বীপ পৌরসভা আওয়ামী যুবলীগের নেতাকর্মী সুমন, মুনসুরসহ ৭/৮জন লোক একসাথে শাহেদের উপর ঝাপিয়ে পড়েছে। পরে আমরা স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে পৌরসভায় অফিসে পাঠিয়েছি। 

হামলার বিষয়ে জানতে চাইলে প্রত্যক্ষদর্শী পৌরসভা (৩) নং ওর্য়াড কাউন্সিলর মহব্বত বাঙালী বলেন,আমি এবং কাউন্সিলর আবু তাহের ভাই পৌরসভা গেইটের সামনে দোকানে চা খাচ্ছিলাম, রাস্তার পাশে দল নিয়ে বসে ছিলেন সুমন,মুনসুরসহ ৮/১০জন নেতাকর্মী। শাহেদ চা খেতে একই দোকানে আসলেই সুমন জিজ্ঞেস করলো আমার নামে তুই কেন বিচার দিলি মেয়রের কাছে, শাহেদ বললো আমি কোন বিচার দেয়নি।সাথে সাথে সুমন,মুনসুরসহ ৮/১০ জন মিলে শাহেদের উপর আক্রমণ করে।আমরা কয়েকজন মিলে হামলা থেকে উদ্ধার করে শাহেদকে পৌরসভা অফিসে পাঠিয়ে দিয়েছি।

হামলার বিষয়ে জানতে চাইলে সন্দ্বীপ থানার অফিসার্স ইনচার্জ শহীদুল ইসলাম বলেন,ঘটনার বিষয় নিয়ে সন্দ্বীপ পৌরসভা মেয়র মোক্তাদের মাওলা সেলিম আমাকে জানানোর পরে আমি অতিরিক্ত পুলিশ পাঠিয়েছি। আমরা এখনো ভোক্তভোগীদের কাছ থেকে কোন রকম অভিযোগ পায়নি। অভিযোগ করলে ব্যবস্থা নিবো।

খোঁজ-খবর নিয়ে জানা গেছে ,সরকারদলীয় পরিচয়দানকারী এমন অনেক সন্ত্রাসী রয়েছে যাদের ব্যাপারে খোদ সরকারদলীয় নেতৃবৃন্দ থানায় মামলা করলেও পুলিশ মামলা নিতে গড়িমসি করে বা অনেক ক্ষেত্রে মামলাই নেয় না। অভিযোগ রয়েছে, বিগতদিনে সন্দ্বীপের (৫)জন কাউন্সিলরকে ঘর-বাড়ীতে থাকতে না দেওয়া ও সন্দ্বীপ ডুকতেনা দেওয়ার এবং হাঁট-বাজার ও ঘাট দখলকে কেন্দ্র করে সন্দ্বীপ পৌরসভার সাবেক যুবলীগের আহবায়ক সোহেল রানা বাবলু (বতা বাবলু) হত্যার সাথেও জড়িত তারা। আরোও জানা গেছে পৌরসভার আওয়াতাদিন (১) নং ওর্য়াডে অবস্থিত মাছ ঘাট নিয়েও তাদের বিরুদ্ধে রয়েছে অনেক অভিযোগ, এই মাছ ঘাটে প্রতিনিয়ত জেলেদের উপর অত্যাচার, হয়রানি করে জিম্মির মুখে অবৈধভাবে (টোলের) নামে আদায় করা হচ্ছে লক্ষ-লক্ষ টাকার চাঁদা যা কোন ভাবেই নিয়ম বহিরভোক্ত নয়! এছাড়া ঘাটে মাছ ধরতে আসা জেলেদের চলতে হয় ভিতিও সুমন,ও হলবান মুনছুর গংদের কথামত দিতে হয় নিয়মিত চাঁদা, কথার অবাধ্য হলে মিলবেনা ঘাটে মাছ ধরার নিদ্ধেষ পড়তে হয় নানা হয়রানিতে। জানাযায় নেপথ্যে থেকে এসব সন্ত্রাসীকে স্থানীয় প্রভাবশালী কয়েকজন রাজনৈতিক নেতা পৃষ্ঠপোষকতা করেন। কিছু সন্ত্রাসীর ব্যাপারে আইন-শৃঙ্খলা কমিটির সভায় ব্যবস্থা নিতে বললেও পুলিশ থাকে নির্বিকার। এসব সন্ত্রাসীদের ভয়ে মুখ খুলতে চান না ভুক্তভোগীরা।

রিলেটেড নিউজ

সন্দ্বীপে গোপনে খাদ্য পৌঁছে দেয়ার ঘোষণা দিল এক ইউপি চেয়ারম্যান

সন্দ্বীপে গোপনে খাদ্য পৌঁছে দেয়ার ঘোষণা দিল এক ইউপি চেয়ারম্যান

দৈনিক অনুসন্ধান : নিজস্ব প্রতিবেদক পবিত্র মাহে রমযানে দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে সংকটে পড়া মানুষের পাশে থাকার ...বিস্তারিত


গোমস্থাপুরে লুঙ্গি পরে অস্ত্র ব্যবসায়ী ধরল পুলিশ

গোমস্থাপুরে লুঙ্গি পরে অস্ত্র ব্যবসায়ী ধরল পুলিশ

দৈনিক অনুসন্ধান :   ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দেশীয় সুটারগানসহ মো.জুবায়ের (২...বিস্তারিত


শিবগঞ্জে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ ৬ পরিবার পেল টিন, নগদ টাকাও খাদ্য সামগ্রী

শিবগঞ্জে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ ৬ পরিবার পেল টিন, নগদ টাকাও খাদ্য সামগ্রী

দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ  শিবগঞ্জে  আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ ৬টি পরিবারের মাঝে উপজেলা প...বিস্তারিত


মধুপুরে  স্থায়ী পুনর্বাসনের দাবিতে হকার্সদের মানববন্ধন

মধুপুরে স্থায়ী পুনর্বাসনের দাবিতে হকার্সদের মানববন্ধন

দৈনিক অনুসন্ধান :  আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ  ফুটপাত হকার্সদের পুনর্বাসনের দাবিতে টাঙ্গাইলের মধুপ...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জে ভাতিজিকে ধর্ষণ মামলায় খালাস চাচা

চাঁপাইনবাবগঞ্জে ভাতিজিকে ধর্ষণ মামলায় খালাস চাচা

দৈনিক অনুসন্ধান :   ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে আপন ভাতিজিকে ধর্ষণের মামলায় খালাস পেয়েছেন চ...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের উদ্বোধন

দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জে উদ্যোগে এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

বিয়ে করে ৩ মাস সংসার করে পালিয়ে যান সন্দ্বীপের শিপন

বিয়ে করে ৩ মাস সংসার করে পালিয়ে যান সন্দ্বীপের শিপন

নিজস্ব প্রতিবেদক : প্রেম  করে পালিয়ে বিয়ে করেন মোহাম্মদ শিপন ও রিমা সরকার। বিয়ের ৩ মাসের মাথায় স্ত্রী রিমা সরকার কে ...বিস্তারিত


সন্দ্বীপে পুলিশ কর্তৃক অন্তঃস্ত্ত্বা নারী নির্যাতিত, গর্ভের সন্তান মৃত!

সন্দ্বীপে পুলিশ কর্তৃক অন্তঃস্ত্ত্বা নারী নির্যাতিত, গর্ভের সন্তান মৃত!

নিজস্ব প্রতিবেদক : কাউছার মাহমুদ দিদারঃ  চট্টগ্রামের সন্দ্বীপে  সিভিল পোশাকে আসামী ধরতে গিয়ে মধ্যযুগীয় কায়দায় ...বিস্তারিত



সর্বশেষ খবর