শিরোনাম
ইলিয়াছ কামাল বাবু, সন্দ্বীপ ব্যুরো প্রধান | ০১:০৬ এএম, ২০২০-০৮-০৫
দেশে করোনা কালীন স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখে বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বিএসপি) সন্দ্বীপ উপজেলার নব গঠিত কমিটির পরিচিতি ও ঈদ পূনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ আগষ্ট ' মঙ্গলবার বিকেল ৪ টায় সন্দ্বীপ
উপজেলা সদরের " গ্রীন চিলিজ " রেঁস্তোরায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন - বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বিএসপি)' র সন্দ্বীপ উপজেলা কমিটির সভাপতি ইলিয়াস কামাল বাবু।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষকলীগ,সন্দ্বীপ উপজেলার সভাপতি কামরুল হাসান আলাল। বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ সাংবাদিক পরিষদ(বিএসপি)' র
সন্দ্বীপ উপজেলা কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য- অধ্যাপক রেজাউল কাদের বাচ্চু, দেলোয়ার হোসেন সন্দ্বীপি ও প্রভাষক ফসিউল আলম।
বাংলাদেশ সাংবাদিক পরিষদ(বিএসপি)' র
সন্দ্বীপ উপজেলা কমিটির সাধারন সম্পাদক হাসানুজ্জামান সন্দ্বীপির সঞ্চালনায় এ অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্যে রাখতে গিয়ে সভার সভাপতি সাংবাদিক ইলিয়াস কামাল বাবু বলেন-
বিএসপি সন্দ্বীপে সাংবাদিকতা করার পাশাপাশি সাংবাদিকদের মুল্যায়নে যথাযথ ভুমিকা রেখে যাবে।তিনি এ সংগঠনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
পরে নব গঠিত কমিটির সবাই কে পরিচিত করিয়ে দেন উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রভাষক ফসিউল আলম। এরপর নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক অপু ইব্রাহীম সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
অতিথি বৃন্দ তাদের বক্তব্যে বলেন- সাংবাদিক রা হলো সমাজের সবচে সচেতন অংশ। সমাজের সকল অসঙ্গতিই তাদের লেখনিতে ওঠে আসে। যতো সমস্যাই থাকুক না কেনো, কোনো অবস্থাতেই তাদের নীতি নৈতিকতা বিসর্জন দেয়া চলবে না।বক্তারা উদাহরন স্বরূপ তোফাজ্জল হোসেন মানিক মিয়া, মোনাজাত উদ্দিন,ইঞ্জিনিয়ার আবদুল খালেক,এবিএম মুসা,সৈয়দ আবুল মকসুদ
প্রমুখের কথা তুলে ধরেন। তারা আশা করেন- সন্দ্বীপে বিএসপি' র এই সুচনা লগ্ন হতেই সাংবাদিকরা সকল লোভ লালসার উর্দ্ধে ওঠে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে যাবে। তারা এ সংগঠনের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে বিএসপি' র পক্ষ হতে সন্দ্বীপে একসময়ের জনপ্রিয় সংবাদ কর্মী মরহুম আল মনছুর আমানের সন্তান জিসানের হাতে পড়ালেখায় সহযোগিতার জন্য এককালীন ৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।যা চলমান প্রক্রিয়া হিসেবে অব্যাহত থাকবে। এ ছাড়া সন্দ্বীপে সাংবাদিকতা কে যিনি একমাত্র পেশা হিসেবে বেছে নিয়েছেন,এবং এ ক্ষেত্রে উল্লেখ যোগ্য ভুমিকা রেখেছেন, সেই নিষ্ঠাবান সাংবাদিক ইলিয়াস কামাল বাবু কে এককালীন আর্থিক সম্মাননা হিসেবে ৩০ হাজার টাকা প্রদান করা হয়।
পরে বাংলাদেশ সাংবাদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি, আমেরিকা প্রবাসী সাংবাদিক শরীফ উদ্দিন সন্দ্বীপির সরাসরি টেলি কনফারেন্সে বক্তৃব্য রাখেন এবং তার সৌজন্যে বিএসপি পরিবারের সবাই কে স্মারক স্যুভেনির হিসেবে সংগঠনের লোগো সম্বলিত সিরামিকের মগ প্রদান করা হয়। সবশেষে সভাপতির সমাপনীর বক্ত্যব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শেষে সকলে চা - চক্রে মিলিত হয়।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : জাতীয় সংসদে আজ ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন, ২০২৩’ বিল উত্থাপন করা হয়েছে। হাট ও বাজার (...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বারমাসি কাটিমন আম ও ড্রাগন ফলের বাজার জরিপ, ভোক্তা চাহিদা মূল্যায়ন ও দাম যাচাইয়ের লক্ষ্যে "মেরিড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের স্বনামধন্য রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানি হারমনি বিল্ডার্স লিমিটেড সম্প্রতি বি...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : নিজস্ব প্রতিবেদকঃ জনবহুল এই শহরে অলিতে গলিতে মানুষ স্বপ্ন বুনে চলে আপন মনে। সেই স্বপ্ন বাস্তবা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল প্রকল্পের কনসালটেন্ট প্রতিষ্ঠান কুনহা ডিওয়াই জেবি কর্তৃক নির্মি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2023 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited