শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৯:০২ পিএম, ২০২০-০৮-১৮
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান বলেন, করোনার খোড়া অজুহাতে গণপরিবাহনের ভাড়া ৬০% বর্ধিত করে সরকার আবারো প্রমান করলো এই সরকার জনগণের সরকার নয় ।তারা শুধু একটি গোষ্ঠির স্বার্থে ক্ষমতার মসনদে বসে আছে।
করোনায় সামাজিক দুরত্ব বজায় রাখতে গণপরিবহনের ভাড়া ৬০% বৃদ্ধি করা হয়েছে। কিন্তু বাস্তবে সেই সামাজিক দুরত্বের হদিস নেই। তবে ৬০% বর্ধিত ভাড়ার পরিবর্তে দ্বিগুণ ভাড়া ঠিকই নেয়া হচ্ছে।
এ নিয়ে সরকার কোন কথা বলার সাহস রাখে না। তার মানে এই সরকার পরিবহন সেক্টরের কিছু সন্ত্রাসীদের কাঁধেও ভর করে টিকে আছে। তাই তাদের স্বার্থের বিপক্ষে যায় এমন কিছু সরকার করবে না।
আজ (মঙ্গলবার) ১৮ আগস্ট’২০ইং জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টায় গণপরিবহনের ৬০% বর্ধিত ভাড়া প্রত্যাহার করার দাবীতে ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির আয়োজিত মানব বন্ধনের সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত বক্তব্য দেন।
কেন্দ্রীয় সভাপতি আরো বলেন, করোনা সংকটের শুরু থেকেই প্রতিটি বিষয়ে সরকার চরম ব্যর্থতার প্রমাণ দ ইয়েছে। তারপরও সরকারের কিছু মন্ত্রিরা অনবরত অযাচিত কথা বলেই যাচ্ছে। জাতির এ সংকটকালে অযাচিত কথা বলে দেশের মানুষের সাথে তামাশা করবেন না।
অনুষ্ঠানে বক্তারা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মত একটি গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়ে দায়িত্বে থাকার মত কোন যোগ্যতাই তার নেই। তাই অনতিবিলম্বে তার পদত্যাগ করা উচিত।
অনুষ্ঠান শেষে উত্তেজিত জনতা প্রেসক্লাবের সামনের রাজপথে বিক্ষোভ প্রদর্শন করেন।
প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মাওলানা নেছার উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি জেনারেল প্রকৌশলী আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মানছুর আহমাদ সাকী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ মুহাম্মাদ নূর-উন-নবী, দফতর সম্পাদক মুহাম্মাদ মাহবুব আলম, প্রচার সম্পাদক মুহাম্মাদ ইলিয়াস হসান, সমাজ কল্যান সম্পাদক হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মুফতি শরিফুল ইসলামসহ নগর নেতৃবৃন্দ।
সূত্রঃ
মুহাম্মাদ ইলিয়াস হাসান,
কেন্দ্রীয় প্রচার সম্পাদক,
ইসলামী যুব আন্দোলন।
দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : আহমেদ রকিব, চট্টগ্রাম প্রতিনিধিঃ আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : নিউইয়র্ক অফিসঃ মার্কিনযুক্তরাষ্ট্রে বাংলাদেশ জাতীযতাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা 'জাসাস' ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2023 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited