শিরোনাম
অনুসন্ধান অফিস | ১০:৩৬ পিএম, ২০২০-০৬-২১
ইলিয়াস কামাল বাবু, বিশেষ প্রতিনিধিঃ
সন্দ্বীপে মুছাপুর ইউনিয়নের চান্দের গো এলাকার কুলঙ্গার গডি জামশেদ (৬ নং ওয়ার্ড) মঞ্জুরুল আলমের শিশু কন্যা(৯) মুছাপুর দক্ষিন-পূর্ব প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনির ছাত্রী কে ধর্ষণ চেষ্টা করা হয়েছে বলে জানা গেছে। ধর্ষণচেষ্টাকারীও একই ওয়ার্ডের মোঃ জামসেদ (৪৫), পেশায় কাঠমিস্ত্রি। এলাকা সূত্রে জানা গেছে,১৯ জুন,শুক্রবার
বিকেল ৪ টার দিকে শিশুটি কে ফুসলিয়ে জামসেদ তার ঘরে নিয়ে যায়। এ সময় জাসেদের ঘরে তার দ্বিতীয় স্ত্রী ও আগের স্ত্রীর তিন ছেলে ঘরে ছিলো না। সে শিশুটিকে ধর্ষনে ব্যার্থ হয়ে তার শরীরে অসংখ্য কামড় বসিয়ে দেয়। বিষয়টি শিশু তার ঘরের সবাই কে খুলে বললে তার আত্মীয় স্বজন ও এলাকাবাসী জড়ো হয়ে লম্পট জামসেদ কে ধরে বেধরক মারধর করে পুলিশে তুলে দেয়।
কিন্তু শিশুটির অভিভাবকরা মামলা করতে অনিহা ও অপারগতা প্রকাশ করায় জামসেদের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই তাই স্বেচ্ছায় সন্দ্বীপ থানায়
মুচলেকা দেয় বলে জানান এসআই মনোয়ার। এ ব্যাপারে সন্দ্বীপ থানার ওসি শেখ শরিফুল আলম এ প্রতিবেদক কে জানান,
ভিকটিমের বয়স কম,এবং প্রাইমারী স্কুলের ছাত্রী, মান সম্মানের দিকে চেয়ে এবং ভবিষ্যতের কথা ভেবে শিশুটির অভিভাবকরা মামলা করতে আগ্রহী হননি।
আমরা মামলা নেয়ার ব্যাপারে যথাসাধ্য চেষ্টা করেছি।কিন্তু তারা সামাজিক নিষ্পত্তিই মেনে নেবেন বলে থানায় স্বেচ্ছায় মুচলেকা দিয়ে গেছেন। পরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের জিম্মায় সন্দ্বীপ থানায় আটক জামসেদ কে ছেড়ে দিলে তারা ঐ দিন সন্ধ্যায় এলাকায় বসে কৃত অপরাধের শাস্তি হিসেবে জামসেদ কে ২০ হাজার টাকা জরিমানা ও উত্তম-মধ্যম দেয়া হয়,এ ছাড়া ভবিষ্যতে সে আর এ ধরনের
জঘন্য কাজ করবে না মর্মে ৩০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর প্রদান করে। উল্লেখ্য, লম্পট জামসেদের চরিত্র ভালো নয় বলে এলাকাবাসী এ প্রতিবেদক কে জানায়।সে ইতোপূর্বে আরো অনেক খারপ কাজ করেছে বলেও তারা জানায়।এলাকাবাসীর দাবী, লম্পট জামসেদ কে এলাকা ছাড়া না করলে এখানকার শিশুরা নিরাপদ থাকবে না।
দৈনিক অনুসন্ধান : ...............মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি সন্দ্বীপে গত কয়েকদিন যাবত গণচুরি বেড়েছে। কোনভাবে চুরি ঠেকান...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : আহমেদ রকিব, বিশেষ প্রতিনিধি। আমি নিন্মস্বাক্ষরকারী মোঃ রায়হান উদ্দিন চট্টগ্রাম কাস্টম হা...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মোঃ ওয়ারেস আলী, বিশেষ প্রতিনিধিঃ বহুল পরিচিত সামাজিক প্রতিষ্ঠাণ হিউম্যান ওয়েলবিয়িং ফাউন্ডেশন অ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোহ...বিস্তারিত
সেলিম উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি : সেলিম উদ্দীন, ঈদগাঁও। কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও নদী থেকে শাহাব উদ্দীন (৪০) নামের এক ব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : জাতীয় সংসদে আজ ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন, ২০২৩’ বিল উত্থাপন করা হয়েছে। হাট ও বাজার (...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2023 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited