মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪  

শিরোনাম

দিল্লিতে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গায় ভারতীয় পুলিশ বাহিনী মারাত্মকভাবে মানবধিকার লঙ্ঘন করেছেঃ অ্যামনেস্টি

অনুসন্ধান অনলাইন ডেস্ক    |    ০৭:৪৩ পিএম, ২০২০-০৮-২৯

দিল্লিতে ভয়াবহ  সাম্প্রদায়িক দাঙ্গায় ভারতীয় পুলিশ বাহিনী মারাত্মকভাবে মানবধিকার লঙ্ঘন করেছেঃ অ্যামনেস্টি

চলতি বছর দিল্লিতে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গায় ভারতীয় পুলিশ বাহিনী মারাত্মকভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে; এমন অভিযোগের সত্যতা পেয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বলা হয়, পুলিশ মুসলমানদের পিটিয়েছে, আটক করে নিয়ে মারাত্মকভাবে মারধর করেছে, উগ্রবাদী হিন্দুদের সঙ্গে মিলে তাদের বিরুদ্ধে হামলা চালিয়েছে।
ভারতের বিতর্কিত নাগারিকত্ব আইনকে কেন্দ্র করে হিন্দু-মুসলমানের মধ্যে দাঙ্গা ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৪০ জন নিহত হন। যাদের বেশিরভাগই মুসলমান। পুড়িয়ে দেয়া হয় মুসলমানদের বাড়িঘর, এমনটি জানিয়েছে অ্যামনেস্টি।

নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে অ্যামনেস্টি জানতে চাইলে মুখ খোলেনি দিল্লি পুলিশ।
ফেব্রুয়ারির দাঙ্গার সময়কার পুলিশের নির্মমতা এবং কুকর্ম বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসে। অ্যামনেস্টির অনুসন্ধানে সেগুলোর প্রমাণও পাওয়া গেছে। যা দিল্লির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা। যদিও তখন পুলিশ জানিয়েছিল তারা অন্যায় কিছু করেনি।
দাঙ্গার একটি ভিডিও তখন সামাজিক মাধ্যম এবং ম্যাসেজিং গ্রুপগুলোতে ছড়িয়ে পড়ে। ভিডিওটি উত্তর-পূর্ব দিল্লির খাজুরি খা এলাকা থেকে ধারণা করা। এতে দেখা যায়, উগ্রবাদী হিন্দুদের সঙ্গে জোট বেঁধে মুসলিমদের বিরুদ্ধে পাথর নিক্ষেপ করছে পুলিশ।
বিবিসির ভারত প্রতিনিধি যোগিতা লিমিয়া তাদের এক প্রতিবেদনে জানান, তারা ওই ভিডিও নিয়ে তদন্ত করেছেন। উভয় সম্প্রদায়ের লোকজনের সাক্ষাতকার নিয়েছেন তারা।
ব্যবসায়ী ভোরা খান জানান, পুলিশ তাদের (মুসলিমদের)  লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছে। হিন্দুরাও রাস্তায় মুসলমানদের দিকে ইট-পাথর ছুঁড়েছে। রাস্তার পাশেই তার বাড়ি এবং দোকান ছিল। হামলাকারীরা আগুন দিয়ে জ্বালিয়ে দেয় সব। তার অভিযোগ, হিন্দুদের সঙ্গে এক হয়ে মুসলমানদের বিরুদ্ধে হামলা চালিয়েছে পুলিশ।
যোগিতা লিমিয়া জানান, তারা আরেকটি ভিডিও নিয়ে তদন্ত করেন। ভিডিওতে দেখা যায়, ফাইজান নামে এক মুসলমানকে নির্মমভাবে প্রহার করছে একদল পুলিশ সদস্য। কয়েকদিন পরই তিনি মারা যান। তার ভাই নাঈম  জানান, পুলিশের হাতে নির্মম প্রহারের শিকার হয়ে ফাইজান মারা গেছে।
অভিযোগের বিষয়ে ওই সময় কোনো মন্তব্য করেনি পুলিশ। 
এ ব্যাপারে পরে পুলিশ জানায়, ভিডিওতে কী আছে তা খতিয়ে দেখবেন তারা। অ্যামনেস্টিসহ অনেকে প্রশ্ন তুলেছে, নিজের লোকদের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত করবে পুলিশ, এটা কতোটা বিশ্বাস করা যায়?    
অ্যামনেস্টি জানিয়েছে, পুরো পরিস্থিতি পর্যালোচনা করে তথ্য, উপাত্তের ভিত্তিতে প্রমাণ হয়েছে, দাঙ্গায় হিন্দুদের চেয়ে তিনগুণ বেশি মুসলমান হতাহত ও নির্যাতিত হয়েছে। জ্বালিয়ে দেয়া হয়েছে মুসলমানদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান।
তুলনামূলকভাবে মুসলমানদের প্রাণহানি এবং সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ হিন্দুদের চেয়ে অনেক বেশী বলে প্রতিবেদনে বলা হয়।
গেলো বছর বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন পাস করে ভারত। এ আইনকে মুসলমিবিরোধী আখ্যা দিয়ে ভারতজুড়ে শুরু হয় ব্যাপক আন্দোলন।
এরকম একটা বিক্ষোভ শুরু হয়েছিল দিল্লিতেও। যা পরে সংঘাতে রূপ নেয়। জ্বালাও, পোড়াও প্রাণহানিতে জড়ায় আইনের সমর্থক ও বিরোধীরা।  
শুরু হয় হিন্দু কর্তৃক মুসলিমদের নির্যাতনের  সাম্প্রদায়িক দাঙ্গা। যা স্থায়ী হয়েছিলো তিনদিন। উগ্রহিন্দুরা মুসলমানদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়। পুলিশের সহায়তায় ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে নির্যাতন করে। ভিডিও পর্যালোচনা করে অ্যামনেস্টি জানায়, পুলিশি সহায়তায় ও নিরাপত্তায় বেশ কিছু জাগায় মুসলমানদের স্থাপনায় অগ্নি সংযোগ করে উগ্রহিন্দুরা।
অ্যামনেস্টি জানায়, ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনীতিবিদরা জাতিগত বিদ্বেষ ছড়িয়েছেন। যার কারণে এ দাঙ্গা আরো নৃসংশ হয়ে ওঠে। তবে পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। যাদের আটক করেছে পুলিশ, তারা মানবাধিকারকর্মী, শিক্ষক, শিক্ষার্থী। তাদের বেশিরভাগই মুসলমান।
বলা হয়, যেসব ভারতীয় রাজনীতিবিদ দাঙ্গায় উস্কানি দিয়েছে তাদের একজনকেও বিচারের আওতায় আনা হয়নি। স্বাধীন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিতের আহ্বান জানায় অ্যামনেস্টি।
প্রতিবেদনে বলা হয়, দাঙ্গায় জড়িতদের খুঁজে বের করতে অনুসন্ধানের কথা জানিয়েছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশেই মানবাধিকার লঙ্ঘনে জড়িত। কিন্তু এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো তদন্তই করা হয়নি।
দাঙ্গায় পুলিশের ভূমিকা নিয়ে ব্যাপকভাবে প্রশ্ন উঠেছে। দিল্লি মাইনোরিটিজ কমিশনের প্রতিবেদনে বলা হয়, মুসলমানদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালাতে, অগ্নিসংযোগে উগ্রহিন্দুদের সহায়তা করেছে দিল্লি পুলিশ।

রিলেটেড নিউজ

মুরাদনগরে প্রধান মন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের ঘর টাকা নিয়ে বিক্রির অভিযোগ

মুরাদনগরে প্রধান মন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের ঘর টাকা নিয়ে বিক্রির অভিযোগ

দৈনিক অনুসন্ধান :   সাখাওয়াত হোসেন (তুহিন) মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগরে প্রধান মন্ত্রীর উ...বিস্তারিত


যুক্তরাজ্য যুবদলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

যুক্তরাজ্য যুবদলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

দৈনিক অনুসন্ধান :   জাকির হোসেন সুমন ,  ব্যাুরো প্রধান ইউরোপ  :   শেখ  হাসিনা সরকারের নির্দেশনায় অনুষ্ঠিত ...বিস্তারিত


মধুপুরে জিয়াউর রহমানের ৮৮তম জন্ম বার্ষিকী পালন

মধুপুরে জিয়াউর রহমানের ৮৮তম জন্ম বার্ষিকী পালন

দৈনিক অনুসন্ধান :   আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল  প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি...বিস্তারিত


নিউইয়র্কে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় উদযাপন

নিউইয়র্কে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় উদযাপন

অনুসন্ধান অনলাইন ডেস্ক : মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কের রোজভ্ল্ট অ্যাভিনিউয়ের একটি রেস্টুরেন্টে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্...বিস্তারিত


চাঁপাইনবাগঞ্জ-৩ (সদর) আসনে আব্দুল ওদুদের নৌকা প্রতিকের বিশাল পথসভা অনুষ্ঠিত

চাঁপাইনবাগঞ্জ-৩ (সদর) আসনে আব্দুল ওদুদের নৌকা প্রতিকের বিশাল পথসভা অনুষ্ঠিত

দৈনিক অনুসন্ধান :   ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে. চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আস...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজ সেবা দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজ সেবা দিবস উদযাপন

দৈনিক অনুসন্ধান :   ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ "সমাজ সেবায় গড়ব দেশ  স্মার্ট হবে বাংলাদেশ" এই শ্লোগানকে ...বিস্তারিত



সর্বপঠিত খবর

বিয়ে করে ৩ মাস সংসার করে পালিয়ে যান সন্দ্বীপের শিপন

বিয়ে করে ৩ মাস সংসার করে পালিয়ে যান সন্দ্বীপের শিপন

নিজস্ব প্রতিবেদক : প্রেম  করে পালিয়ে বিয়ে করেন মোহাম্মদ শিপন ও রিমা সরকার। বিয়ের ৩ মাসের মাথায় স্ত্রী রিমা সরকার কে ...বিস্তারিত


সন্দ্বীপে পুলিশ কর্তৃক অন্তঃস্ত্ত্বা নারী নির্যাতিত, গর্ভের সন্তান মৃত!

সন্দ্বীপে পুলিশ কর্তৃক অন্তঃস্ত্ত্বা নারী নির্যাতিত, গর্ভের সন্তান মৃত!

নিজস্ব প্রতিবেদক : কাউছার মাহমুদ দিদারঃ  চট্টগ্রামের সন্দ্বীপে  সিভিল পোশাকে আসামী ধরতে গিয়ে মধ্যযুগীয় কায়দায় ...বিস্তারিত



সর্বশেষ খবর