শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১১:০০ পিএম, ২০২০-০৯-০১
চট্টগ্রামে জীবিত এক যুবককে ‘বন্দুকযুদ্ধে’ মৃত উল্লেখ করে মামলা থেকে বাদ দেওয়ার অভিযোগে পুলিশের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মামলাটির তদন্ত কর্মকর্তা দীপংকর রায় চট্টগ্রাম নগরের খুলশী থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। আজ মঙ্গলবার তাঁকে বরখাস্ত করা হয়।
এদিকে একই সঙ্গে গোয়েন্দা পুলিশের এক উপ-কমিশনারকে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন নগর পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান। অন্যদিকে জীবিতকে মৃত দেখানোর সংবাদ আজ আদালত পাড়াসহ চট্টগ্রাম নগরে বেশ আলোচিত হয়। বিষয়টি ছিল সবার মুখে মুখে। নগর পুলিশের কার্যালয়ে ছিল আলোচনা-সমালোচনা।
‘আমি তো বেঁচে আছি, কখন বন্দুকযুদ্ধে মরলাম’ এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠে। এরফলে অভিযুক্ত পুলিশ সদস্যকে বরখাস্ত ও ঘটনার তদন্তের নির্দেশ দেন। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নগরের বায়েজিদ বোস্তামী থানার আমিন জুট মিল এলাকায় ২০১৮ সালের ১ অক্টোবর আসামি মো. জয়নালসহ অন্যরা দা, কিরিচ নিয়ে হামলা চালান বাদী শাহ আলম ও তাঁর পরিবারের সদস্যদের ওপর।
এই ঘটনায় করা মামলায় ছয় জনকে আসামি করে এবং জয়নালকে মামলা থেকে অব্যাহতি দিয়ে গত ডিসেম্বরে অভিযোগপত্র দেন এসআই দীপংকর রায়। তিনি ওই সময় বায়েজিদ থানায় কর্মরত ছিলেন।
পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জয়নাল নিহত হওয়ায় তাঁকে বাদ দেন বলে এস,আই উল্লেখ করেন। কিন্তু দৈনিক অনুসন্ধানের টিম সম্প্রতি ঘটনাস্থলে গিয়ে জয়নালকে জীবিত দেখতে পায়। এ ব্যাপারে জানতে চাইলে মৃতের খবর শুনে অবাক হয়ে যান জয়নালের বাবা এবং স্থানীয় বাসিন্দারা।
চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন অভিযোগ ওঠায় এসআই দীপংকরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তের জন্য নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনারকে (উত্তর) নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মৃত উল্লেখ করে বাদ পড়া আসামি জয়নালকে অন্তর্ভুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হতে পারে বলে জানিয়েছেন নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বিজয় বসাক।
তিনি বলেন, যেহেতু মামলাটি বিচারাধীন (ট্রায়ালে), তাই আদালত যেভাবে নির্দেশনা দেবেন, সেভাবে করা হবে। তবে আসামি বাদ পড়বেন না। এসআই দীপংকরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি স্বীকার করে দীপংকর রায় বলেন, তিনি ভূলের জন্য অনুতপ্ত।
মামলাটি চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে বিচারাধীন। মামলা পরিচালনাকারী সরকারি কৌঁসুলি আবিদ হোসেন বলেন, জঘন্যতম ভূল করায় এসআই দীপংকরকে শোকজ করে কারণ ব্যাখ্যা চেয়ে পরবর্তী নির্দেশ দিতে রাষ্ট্রপক্ষ থেকে আদালতে আবেদন করা হবে। বাদ পড়া আসামি জয়নালকে অন্তর্ভুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দেওয়ার জন্য আদালত যেভাবে নির্দেশনা দেবেন, সেভাবে করা হবে।
দৈনিক অনুসন্ধান : আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর থানাধীন রামকৃষ্ণবাড়ী গ্রামের জনৈক আল...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন মিলন (২...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে গভীর রাতে ককটেল হামলার ঘটনা ঘ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে চাবি দিতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার হয়েছে ৪ বছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2023 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited