মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪  

শিরোনাম

চট্টগ্রাম বন্দরে কন্টেনার হ্যান্ডলিং দূর্নীতি, বিপুল অর্থ লোপাট

দৈনিক অনুসন্ধান    |    ১১:৫০ পিএম, ২০২০-১০-০৭

চট্টগ্রাম বন্দরে কন্টেনার হ্যান্ডলিং দূর্নীতি, বিপুল অর্থ লোপাট

রকিবুল আলম,  বিশেষ প্রতিনিধিঃ
সম্পূর্ণ অন্যায় এবং অবৈধ পথে চট্টগ্রাম বন্দরে কন্টেনার হ্যান্ডলিং কার্যক্রম দীর্ঘদিন ধরে বেসরকারী একটি সংস্থার হাতে জিম্মি হয়ে আছে। প্রতিযোগিতার কোন বালাই নেই। বেসরকারী একটি সংস্থাটি ডিপিএম (ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড) পদ্ধতিতে ফি বছর প্রায় ৭০ শতাংশ কন্টেনার হ্যান্ডলিং কার্যক্রমের মাধ্যমে বিপুল অঙ্কের বাড়তি অর্থ লোপাট করে চলেছে। দরপত্র আহ্বানের ক্ষেত্রে এমন সব শর্ত জুড়ে দেয়া হচ্ছে যেখানে এ বন্দরে এই একটিমাত্র কন্টেনার টার্মিনাল অপারেটর ছাড়া অন্য কারও পক্ষে অংশ নেয়ার কোন সুযোগ থাকছে না। ফলে এ সংস্থা ইচ্ছেমতো দর দিয়ে বিপুল অঙ্কের অর্থের কাজ হাতিয়ে নেয়ার বিষয়টি ওপেন-সিক্রেটের একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রতি কন্টেনার হ্যান্ডলিং কাজে কমপক্ষে এক হাজার টাকা বাড়তি নেয়া হচ্ছে। আর এতে করে দেশে পণ্য আমদানি বাণিজ্যে বাড়তি প্রভাব পড়ছে, যা শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়ে আঘাত হানছে।

প্রসঙ্গত, দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর কার্যক্রমে যুক্ত রয়েছে বেসরকারী ছোট বড় বিভিন্ন সংস্থা। এসব সংস্থার ইতিবাচক কার্যক্রমের ওপর এ বন্দরের সফলতা অনেকাংশে নির্ভরশীল। আবার বেসরকারী কোন সংস্থার একক আধিপত্যের বিস্তৃতি হলে বন্দরের তথা সরকারী অর্থের লোপাট হয়ে যায় বিভিন্ন প্রক্রিয়ায়। এ বন্দরে বর্তমানে সাইফ পাওয়ার টেক লিঃ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানটির একচেটিয়া আধিপত্য বিস্তৃত হওয়ার ফলে অনিয়ম দুর্নীতির ডালপালার বিস্তৃত ঘটে মহীরূহে পরিণত হয়েছে। ক্ষেত্রবিশেষে জিম্মিত্ববরণ করেছে এ বন্দর। বন্দরের কোষাগার থেকে বিপুল অঙ্কের বাড়তি অর্থ হাতিয়ে নেয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। নানাবিধ অভিযোগ পেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ শাখা। বর্তমানে অনুসন্ধান চলছে। দুদকের পক্ষে অনুসন্ধানকারী কর্মকর্তা প্রয়োজনীয় তথ্য প্রমাণাদি সংগ্রহ কাজে জোর তৎপরতা চালাচ্ছেন।


 
বন্দরের বিভিন্ন সূত্রে অভিযোগ করা হয়েছে, সাইফ পাওয়ারটেক ফি বছর ডিপিএম পদ্ধতিতে কন্টেনার হ্যান্ডলিংয়ের কাজ বাগিয়ে নিচ্ছে। যেখানে ইচ্ছেমত দর দিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়া হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, বন্দরে বর্তমানে গড়ে ৩৩ কন্টেনার হ্যান্ডলিং হয়ে থাকে বছরে। যার ৭০ শতাংশই হ্যান্ডলিং করছে সাইফ পাওয়ার টেক। বেসরকারি হিসাব অনুযায়ী সাইফ পাওয়ারের প্রবেশের পর এ বন্দরের তহবিল থেকে হাজার কোটি টাকার বাড়তি অর্থ হাতছাড়া হয়েছে, যা সরাসরি সাইফ পাওয়ার টেকের হাতে গেছে। প্রতিযোগিতামূলক টেন্ডার হলে কন্টেনার হ্যান্ডলিং ফি এক-দশমাংশে নেমে আসার সমূহ সম্ভাবনা রয়েছে। অতীতে উচ্চ আদালতের নির্দেশে একবার টেন্ডার আহবান করা হলে সেখানে প্রতি কন্টেনার হ্যান্ডলিংয়ের দর পড়েছিল মাত্র দেড়শ টাকা। অথচ, সে দরপত্র গ্রহণ করতে দেওয়া হয়নি নানা কারণ দেখিয়ে। সে থেকে কন্টেনার হ্যান্ডলিং দর বেড়ে গিয়ে বর্তমানে সাড়ে ১২শ টাকায় উন্নীত হয়েছে, যাতে বন্দর কোষাগার থেকে বিপুল অঙ্কের অর্থ হাতছাড়া হয়ে যাচ্ছে।


 
বন্দরের লিস্টে দেখা যায়, এ প্রতিষ্ঠানটি তিনটি কন্টেনার টার্মিনাল, একটি আইসিডি (ইনল্যান্ড কন্টেনার ডিপো), ২টি কন্টেনার ইয়ার্ডসহ বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, সাপ্লাই, মেনটেনেইস, কনস্ট্রাকশন কাজ এমনকি বন্দর অভ্যন্তরে আবর্জনা ও টয়লেট পরিষ্কারের কাজও বাগিয়ে নিতে সক্ষম হয়েছে। বন্দরের সফটওয়্যার পরিচালনায়ও রয়েছে সাইফ পাওয়ারের নিজস্ব লোকজনের আধিপত্য। মন্ত্রণালয়সহ উর্ধতন মহলের দুর্নীতিবাজ চক্রের সহায়তায় দিনে দিনে এ সংস্থার একচেটিয়া আধিপত্যের বিস্তৃতি ঘটার ফলে এ বন্দরের সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো চলছে সাইফ পাওয়ারের মর্জিমাফিক। মাঝপথে যারাই ব্যাপক দুর্নীতির বাধা দিতে চেষ্টা করেছেন তাদের পরিণাম হয়েছে হয়রানি ও দুর্ভোগের। অনেকের ভাগ্যে জুটেছে বদলি। আরও দুঃখজনক হচ্ছে বেসরকারী এ প্রতিষ্ঠানটির হয়রানির কবলে পড়ে এ বন্দরের ৩ কর্মকর্তা হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করার ঘটনাও রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাইফ পাওয়ার টেকের একক আধিপত্য চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমদানি-রফতানি বাণিজ্যে বহুক্ষেত্রে হুমকির সৃষ্টিও করেছে। মূলত এ অবস্থায় এই সংস্থার রাশ টেনে ধরতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে সকল অনিয়ম দুর্নীতির তদন্তের নির্দেশ দেয়া হয়েছে দুদককে। এর আগে বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয় বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে। এখানে বেরিয়ে এসেছে বন্দর কার্যক্রমে ক্ষমতার অপব্যবহার, সাইফ পাওয়ারের একক আধিপত্য বিস্তারের মাধ্যমে বাড়তি অর্থ লোপাট হওয়ার ঘটনা। শুধু তাই নয়, এ ঠিকাদারি সংস্থাটির বিদেশে টাকা পাচারের অভিযোগও রয়েছে।

রিলেটেড নিউজ

ঠাকুরগাঁওয়ে সাংবাদিককে পেটালো ইউপি সদস্য

ঠাকুরগাঁওয়ে সাংবাদিককে পেটালো ইউপি সদস্য

দৈনিক অনুসন্ধান :   আসিফ জামান, ঠাকুরগাঁও প্রতিনিধি :  সংবাদের তথ্য সংগ্রহ করতে গিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলায় সাংব...বিস্তারিত


'উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা' পরিচয়ে প্রতারণার অভিযোগে সিএমপি ডিবি'র অভিযানে গ্রেফতার ০১

'উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা' পরিচয়ে প্রতারণার অভিযোগে সিএমপি ডিবি'র অভিযানে গ্রেফতার ০১

দৈনিক অনুসন্ধান : নিউজ ডেক্সঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি উত্তর) বিভাগ, সিএমপি, চট্টগ্রাম এর দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-প...বিস্তারিত


বাংলাদেশি তরুণ উদ্যেক্তা ও প্রতিষ্ঠানের  ব্রান্ডিং নিয়ে কাজ করছে ইকারিগরি

বাংলাদেশি তরুণ উদ্যেক্তা ও প্রতিষ্ঠানের ব্রান্ডিং নিয়ে কাজ করছে ইকারিগরি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ থেকেও অনেক তরুণ উদ্যেক্তা ও প্রতিষ্ঠান অনলাইনে প্রযুক্...বিস্তারিত


বুধবার চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশের আকাশে

বুধবার চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশের আকাশে

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : আগামী বুধবার (২৬ মে) চন্দ্রগ্রহণ। যা দেখা যাবে বাংলাদেশের আকাশেও। গতকাল বৃহস্পতিবার আবহাওয়া অধিদ...বিস্তারিত


মঙ্গলের আকাশে এই মেঘবালিকার রহস্য কী, সেটা এই প্রথম জানল এসা-র মহাকাশযান

মঙ্গলের আকাশে এই মেঘবালিকার রহস্য কী, সেটা এই প্রথম জানল এসা-র মহাকাশযান

দৈনিক অনুসন্ধান : ‘লাল গ্রহ’ মঙ্গলের আকাশে সেই দীর্ঘতম মেঘের আবির্ভাব ও উধাও হওয়ার রহস্যের জট খুলল ইউরোপিয়ান স্প...বিস্তারিত


নিল আর্মস্ট্রংঃ একজন সফল নভোচারীর জীবনগাঁথা

নিল আর্মস্ট্রংঃ একজন সফল নভোচারীর জীবনগাঁথা

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : সৃষ্টির আদিকাল থেকেই মানুষ সুবিশাল মহাকাশ ভ্রমণের এক সুপ্ত বাসনা মনের মধ্যে পোষণ করেছে কিন্তু না...বিস্তারিত



সর্বপঠিত খবর

বিয়ে করে ৩ মাস সংসার করে পালিয়ে যান সন্দ্বীপের শিপন

বিয়ে করে ৩ মাস সংসার করে পালিয়ে যান সন্দ্বীপের শিপন

নিজস্ব প্রতিবেদক : প্রেম  করে পালিয়ে বিয়ে করেন মোহাম্মদ শিপন ও রিমা সরকার। বিয়ের ৩ মাসের মাথায় স্ত্রী রিমা সরকার কে ...বিস্তারিত


সন্দ্বীপে পুলিশ কর্তৃক অন্তঃস্ত্ত্বা নারী নির্যাতিত, গর্ভের সন্তান মৃত!

সন্দ্বীপে পুলিশ কর্তৃক অন্তঃস্ত্ত্বা নারী নির্যাতিত, গর্ভের সন্তান মৃত!

নিজস্ব প্রতিবেদক : কাউছার মাহমুদ দিদারঃ  চট্টগ্রামের সন্দ্বীপে  সিভিল পোশাকে আসামী ধরতে গিয়ে মধ্যযুগীয় কায়দায় ...বিস্তারিত



সর্বশেষ খবর