শনিবার, ২৭ এপ্রিল ২০২৪  

শিরোনাম

MRP পাসপোর্ট নিয়ে মহাসংকট

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি    |    ১১:২৫ এএম, ২০২১-০৮-২০

MRP পাসপোর্ট নিয়ে মহাসংকট

প্রায় দুই মাস ধরে এমআরপি পাসপোর্ট ছাপানো বন্ধ থাকায় দেশে বিদেশে হাজার হাজার মানুষ চরম বেকায়দায় পড়েছেন। প্রবাসী অনেকেই পাসপোর্ট সংগ্রহ করতে পারছেন না। দেশেও বহু লোক পাসপোর্টের আবেদন জমা দিয়ে তীর্থের কাকের মতো অপেক্ষা করছেন। তিন কোটি পাসপোর্ট ছাপানোর চুক্তি শেষ হওয়ায় বিদেশি কোম্পানি ছাপার কাজ বন্ধ করে দেয়ায় সংকট প্রকট হয়ে ওঠে।
সূত্র জানায়, তিন কোটি মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ছাপানোর জন্য মালয়েশীয় প্রতিষ্ঠান আইরিস কর্পোরেশনের সাথে সরকার চুক্তি করেছিল। তিন কোটি পাসপোর্ট ছাপানোর কাজ শেষ হওয়ার সাথে সাথে তারা পাসপোর্ট ছাপানো বন্ধ করে দেয়। সরকারের ধারণা ছিল- তিন কোটি পাসপোর্ট দিয়ে দেশের এবং বিদেশের ২০২১ সালের চাহিদা পূরণ হবে। কিন্তু পাসপোর্টের চাহিদা বেড়ে যাওয়ায় গত জুনের মধ্যেই তিন কোটি পাসপোর্ট ছাপানোর কাজ শেষ হয়। আর তিন কোটি এমআরপি পাসপোর্ট ছাপানোর কাজ শেষ হওয়ার সাথে সাথে মালয়েশিয়ার কোম্পানি ছাপার কাজ বন্ধ করে দেয়। আর এতে দেশে এবং বিদেশে হাজার হাজার মানুষ পাসপোর্ট নিয়ে সংকটে পড়ে। বিশেষ করে সৌদি আরব, দুবাই, ওমানসহ মধ্যপ্রাচ্যে কর্মরত হাজার হাজার মানুষ এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করেও পাসপোর্ট পাচ্ছেন না। বিভিন্ন দূতাবাস ও মিশনে অসংখ্য আবেদনকারী পাসপোর্টের জন্য আবেদন করেও পাসপোর্ট না পাওয়ায় চরম সংকটে পড়েছেন। এদের অনেকেরই পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আবার পাসপোর্টের মেয়াদ নিয়ে সমস্যা থাকায় অনেকেই কাগজপত্র হালনাগাদ করতে পারছেন না। আবার দেশেও হাজার হাজার মানুষ এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করে আটকে আছেন। বর্তমানে এমআরপির কোনো আবেদনই গ্রহণ করা হচ্ছে না।
ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগের (ডিআইপি) দায়িত্বশীল একজন কর্মকর্তা চলমান এ সংকটের কথা স্বীকার করে গতকাল দৈনিক অনুসন্ধানকে বলেন, আসলে তিন কোটি পাসপোর্টের চুক্তি ছিল মালয়েশিয়ান কোম্পানির সাথে। তারা তিন কোটি পাসপোর্ট ছাপানোর সাথে সাথে কাজ বন্ধ করে দেয়। তাদের সার্ভারে তিন কোটি পাসপোর্ট ছাপানোর সক্ষমতা ছিল। তারা তা করেছে। কিন্তু তারা যে তিন কোটি পাসপোর্ট ছাপানোর লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলছে তা সরকারকে আগে জানায়নি। তাদের লক্ষ্যমাত্রা শেষ হওয়ার বিষয়টি মাস খানেক আগেও যদি সরকারকে জানাতো তাহলে এমন একটি সংকটে পড়তে হতো না।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, আসলে দেশে ই পাসপোর্ট ছাপানো হচ্ছে। চালুও আছে। ই-পাসপোর্টের ক্ষেত্রে কোন সমস্যা নেই। কিন্তু ই-পাসপোর্টের ব্যাপারে আবেদন করার ক্ষেত্রে কিছুটা জটিলতা থাকায় অনেকেই আবেদন করতে পারছেন না। বিশেষ করে জন্মনিবন্ধন সনদ এবং ভোটার আইডি বাধ্যতামুলক করা হয়েছে। এই সনদপ্রাপ্তি অনেক কঠিন হয়ে উঠেছে। এতে করে ই-পাসপোর্টের আবেদন না করে অনেকেই আগের মতো এমআরপি পাসপোর্ট নিয়ে কাজ সারতে চাচ্ছেন। আবার অনেকেই এমআরপির জন্য আবেদন করে ফেলায় নতুন করে আর ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারছেন না। এতে দেশে এবং বিদেশে কয়েক হাজার আবেদনকারী সংকটে পড়েছেন।
বিষয়টি নিয়ে গতকাল ঢাকার শীর্ষ একজন কর্মকর্তার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি সংকটের কথা স্বীকার করেন। তিনি বলেন, অচিরেই এই সংকট কেটে যাবে। নতুন করে ৬০ লাখ এমআরপি পাসপোর্ট ছাপানোর জন্য মালয়েশিয়ান কোম্পানিটির সাথে চুক্তি হয়েছে। সার্ভার আপগ্রেড করার পরই ছাপার কাজ শুরু হবে। তিনি সংকটের জন্য মালয়েশিয়ান কোম্পানিটিকে দায়ী করে বলেন, তারা যদি সময়মতো সরকারকে বিষয়টি জানাতো তাহলে আজকের পরিস্থিতি সৃষ্টি হতো না।

রিলেটেড নিউজ

নিউইয়র্কে আমেরিকা বাংলাদেশ সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল

নিউইয়র্কে আমেরিকা বাংলাদেশ সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষে যুক্তরাষ্ট্রের সাংবাদিক সংগঠন (এবিএসএফ ) এর উদ্যোগে আয়োজিত  আলোচনা সভ...বিস্তারিত


ইতালির ভেনিসে আব্দুল্লাহপুর আঞ্চলিক সমিতির ষষ্ঠ  প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ইতালির ভেনিসে আব্দুল্লাহপুর আঞ্চলিক সমিতির ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দৈনিক অনুসন্ধান : জাকির হোসেন সুমন ,  ব্যাুরো প্রধান ইউরোপ   :  ইতালির ভেনিসে প্রতিষ্ঠিত  কিশোরগঞ্জ জেলার আব...বিস্তারিত


ইতালিতে ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সাংবাদিকদের সম্মানে ইফতার আয়োজন

ইতালিতে ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সাংবাদিকদের সম্মানে ইফতার আয়োজন

দৈনিক অনুসন্ধান :   জাকির হোসেন সুমন ,  ব্যাুরো প্রধান ইউরোপ   :  ইউরোপের দেশ ইতালির ভেনিসে  কর্মরত  সাংবা...বিস্তারিত


ইতালিতে বাংলাদেশী মালিকানাধীন  সেলুনের উদ্ভোধন

ইতালিতে বাংলাদেশী মালিকানাধীন সেলুনের উদ্ভোধন

দৈনিক অনুসন্ধান :   জাকির হোসেন সুমন  ,  ব্যাুরো প্রধান ইউরোপ   :  ইতালিতে পাল্লাদিয়ে বাড়ছে বাংলাদেশী মালি...বিস্তারিত


যুক্তরাজ্য যুবদলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

যুক্তরাজ্য যুবদলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

দৈনিক অনুসন্ধান :   জাকির হোসেন সুমন ,  ব্যাুরো প্রধান ইউরোপ  :   শেখ  হাসিনা সরকারের নির্দেশনায় অনুষ্ঠিত ...বিস্তারিত


ইতালিতে এম কে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ইতালিতে এম কে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দৈনিক অনুসন্ধান :   জাকির হোসেন সুমন ,  ব্যাুরো প্রধান ইউরোপ   :  ২৮ শে সেপ্টেম্বর  অনলাইন টেলিভিশন চ্যানেল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

বিয়ে করে ৩ মাস সংসার করে পালিয়ে যান সন্দ্বীপের শিপন

বিয়ে করে ৩ মাস সংসার করে পালিয়ে যান সন্দ্বীপের শিপন

নিজস্ব প্রতিবেদক : প্রেম  করে পালিয়ে বিয়ে করেন মোহাম্মদ শিপন ও রিমা সরকার। বিয়ের ৩ মাসের মাথায় স্ত্রী রিমা সরকার কে ...বিস্তারিত


সন্দ্বীপে পুলিশ কর্তৃক অন্তঃস্ত্ত্বা নারী নির্যাতিত, গর্ভের সন্তান মৃত!

সন্দ্বীপে পুলিশ কর্তৃক অন্তঃস্ত্ত্বা নারী নির্যাতিত, গর্ভের সন্তান মৃত!

নিজস্ব প্রতিবেদক : কাউছার মাহমুদ দিদারঃ  চট্টগ্রামের সন্দ্বীপে  সিভিল পোশাকে আসামী ধরতে গিয়ে মধ্যযুগীয় কায়দায় ...বিস্তারিত



সর্বশেষ খবর