শনিবার, ২৭ এপ্রিল ২০২৪  

শিরোনাম

জেলা পরিষদ নির্বাচন বাতিলের দাবিতে সদস্য প্রার্থীর সংবাদ সম্মেলন

দৈনিক অনুসন্ধান    |    ০৪:৫৫ পিএম, ২০২২-১১-২১

জেলা পরিষদ নির্বাচন বাতিলের দাবিতে সদস্য প্রার্থীর সংবাদ সম্মেলন

 


ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নির্বাচন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সদস্য প্রার্থী আব্দুল হাকিম। সংবাদ সম্মেলনে তিনি সম্পন্ন হওয়া নির্বাচনে কারচুপির অভিযোগ এনে পুনঃগণনার দাবি জানান। সোমবার (২১ নভেম্বর) দুপুরে জেলা শহরের সোনার মোড়স্থ নিজস্ব অফিসে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন, গত ১৪ নভেম্বর অনুষ্ঠিত জেলা পরিষদের ০১ নম্বর ওয়ার্ডের (সদর উপজেলা) সদস্য প্রার্থী আব্দুল হাকিম। 

নির্বাচন বাতিল ও ভোট পুনঃগননার দাবিতে আদালতের শরণাপন্ন হবেন বলে জানান তিনি। জেলা নির্বাচন অফিসে অভিযোগ জানিয়ে যোগাযোগ করা হলেও কোন সুরাহা পায়নি জানিয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের ০১ নম্বর ওয়ার্ডের মোট সাতজন প্রার্থীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রার্থী ছিলাম আমি। কিন্তু ফলাফল ঘোষণায় আমার ভোট সংখ্যা মাত্র ৭২টি ও বিজয়ী প্রার্থীকে ১২৪টি। 

তিনি আরও বলেন, নির্বাচনের পরে এনিয়ে অনুসন্ধানে দেখতে পাই, জেলা পরিষদের নির্বাচনের পাবলিক রেজাল্ট সিটে কিউআর কোডে এনক্রিপ্টটেড তথ্য খালি অর্থাৎ প্রকাশিত নির্বাচনের ফলাফল টেম্পারিং করা হয়েছে। তাই নির্বাচনকালীন সময়ের তথ্য সংরক্ষিত মেমোরিকার্ড হতে নির্বাচনের ফলাফলের সঠিক তদন্ত ও ফলাফল পুনঃগণনার মাধ্যমে সঠিক ফলাফল প্রকাশের জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত আবেদন করেছি। 

সংবাদ সম্মেলনে আব্দুল হাকিম বলেন, প্রশাসন ও নির্বাচন কর্মকর্তারা যোগসাজশ করে নির্বাচনের ফলাফল কারচুপি করেছে। নির্বাচনের সময়ে ও তার আগে ভোটারদেরকে নানাভাবে হুমকি-ধমকি ও ভয়ভীতি দিয়েছে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল জলিল ও তার লোকজন। এমনকি তার পক্ষে ভোটের দিনেও ভোটকেন্দ্রে গিয়ে নির্বাচন কার্যক্রমকে প্রভাবিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান। 

তিনি আরও বলেন, ভোটের পরের দিনই জেলা নির্বাচন কর্মকর্তাকে এনিয় অভিযোগ করেছি। কিন্তু কোন সুরাহা না পেয়ে প্রধান নির্বাচন কর্মকর্তা বরাবর আবেদন করেছি। আদালতের শরণাপন্ন হব, এনিয়ে প্রস্তুতি চলছে। 

এবিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান মুঠোফোনে বলেন, নিয়ম অনুযায়ী ভোটগ্রহণের দিনে প্রিজাইডিং অফিসার ও রিটার্নিং অফিসারকে অভিযোগ দিতে হতো। কিন্তু আমার জানামতে, কোন প্রার্থী তা করেননি। এখন অভিযোগ নেয়ার বিষয়ে এই মুহুর্তে আমাদের তেমন আর কোন করনীয় নেই।

তিনি আরও বলেন, ভোট গ্রহণের ৩০ দিনের মধ্যে যেকোন অভিযোগ নিয়ে যেকোন প্রার্থী আদালতের শরণাপন্ন হতে পারেন। আদালতের নির্দেশনা পেলে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

উল্লেখ্য, গত ১৪ নভেম্বর অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নির্বাচন। সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের ২টি সংরক্ষিত ও ৫টি সাধারণ ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান জানান, ৫টি সাধারণ ও ২টি সংরক্ষিত ওয়ার্ডের জন্য ৫ জন প্রিজাইডিং, ১০ জন সহকারী প্রিজাইডিং এবং ২০ জন পোলিং কর্মকর্তা হিসেবে ভোটগ্রহণ করেন। জেলার ৫টি উপজেলায় ৫টি সাধারণ ওয়ার্ডে ২০ জন এবং ২টি সংরক্ষিত আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে ০১ নম্বর সাধারণ ওয়ার্ডে (সদর উপজেলা) আব্দুল জলিল বৈদ্যুতিক পাখা প্রতীকে ১২৪ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়। 

ফয়সাল আজম অপু 
চাঁপাইনবাবগঞ্জ
০১৭১২৩৬৩৯৪৬
২১.১১.২০২২

রিলেটেড নিউজ

ভোলাহাট উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ১৪ জন

ভোলাহাট উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ১৪ জন

দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জ...বিস্তারিত


ডিবি পুলিশ পরিচয়ে অটোরিকশাচালককে অপহরণ, ভূয়া ডিবি গ্রেফতার

ডিবি পুলিশ পরিচয়ে অটোরিকশাচালককে অপহরণ, ভূয়া ডিবি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া এক সিএনজি চালককে উদ্ধার করেছে বায়েজিদ থানা পুলিশ। এ ...বিস্তারিত


আলকরণ ও চট্টগ্রাম বাসীকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন মু. ইয়াসির আরাফাত

আলকরণ ও চট্টগ্রাম বাসীকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন মু. ইয়াসির আরাফাত

দৈনিক অনুসন্ধান :   মু. মুবিনুল হক মুবিন, চট্টগ্রাম।  পবিত্র 'ইদুল ফিতর' উপলক্ষ্যে আল করন - চট্টগ্রামসহ দেশবাস...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জে ট্রান্সফরমার চুরি চক্রের দুইজন গ্রেপ্তার চারটি ট্রান্সফরমার উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ট্রান্সফরমার চুরি চক্রের দুইজন গ্রেপ্তার চারটি ট্রান্সফরমার উদ্ধার

দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের দুইজনকে গ্...বিস্তারিত


ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির আয়োজনে  ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

দৈনিক অনুসন্ধান : জাকির হোসেন সুমন ,  ব্যাুরো প্রধান ইউরোপ   : বাংলাদেশের ৫৪তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভেন...বিস্তারিত


ইতালিতে আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতি ভেনিসের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

ইতালিতে আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতি ভেনিসের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

দৈনিক অনুসন্ধান : জাকির হোসেন সুমন ,  ব্যাুরো প্রধান ইউরোপ   :  মুসলিম উম্মার বরকত,  রহমত ও নাজাতের মাস মাহে র...বিস্তারিত



সর্বপঠিত খবর

বিয়ে করে ৩ মাস সংসার করে পালিয়ে যান সন্দ্বীপের শিপন

বিয়ে করে ৩ মাস সংসার করে পালিয়ে যান সন্দ্বীপের শিপন

নিজস্ব প্রতিবেদক : প্রেম  করে পালিয়ে বিয়ে করেন মোহাম্মদ শিপন ও রিমা সরকার। বিয়ের ৩ মাসের মাথায় স্ত্রী রিমা সরকার কে ...বিস্তারিত


সন্দ্বীপে পুলিশ কর্তৃক অন্তঃস্ত্ত্বা নারী নির্যাতিত, গর্ভের সন্তান মৃত!

সন্দ্বীপে পুলিশ কর্তৃক অন্তঃস্ত্ত্বা নারী নির্যাতিত, গর্ভের সন্তান মৃত!

নিজস্ব প্রতিবেদক : কাউছার মাহমুদ দিদারঃ  চট্টগ্রামের সন্দ্বীপে  সিভিল পোশাকে আসামী ধরতে গিয়ে মধ্যযুগীয় কায়দায় ...বিস্তারিত



সর্বশেষ খবর