শনিবার, ২৭ এপ্রিল ২০২৪  

শিরোনাম

যুক্তরাষ্ট্রে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি    |    ১০:১৬ এএম, ২০২০-০৮-১৭

যুক্তরাষ্ট্রে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের

যুক্তরাষ্ট্র ও কানাডায় পালিয়ে থাকা বঙ্গবন্ধুর দণ্ডিত ঘাতকদের অবিলম্বে বাংলাদেশে ফেরৎ এনে তাদের দন্ড কার্যকর করার  দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রে বিভিন্ন রাজনৈতিক- সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন উপলক্ষে  দুইদিনব্যাপী নানান কর্মসূচী গ্রহন করে।

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন : ১১ টায় জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন করা হয়। এর আগে স্থায়ী মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মাধ্যমে জাতির পিতার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালনের কর্মসূচি শুরু করা হয়। এসময় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা, বঙ্গমাতা এবং তাঁদের শহীদ পরিবারবর্গসহ ১৫ আগস্টের সকল শহীদদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে একমিনিট নিরবতা পালন করা হয়। এরপর ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

দিবসটি উপলক্ষে দেওয়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী,পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। জাতির পিতার জীবন ও কর্মের উপর নির্মিত একটি বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শণ করা হয় অনুষ্ঠানটিতে।

 

বিশ্বব্যাপী জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের প্রাক্কালে এবারের জাতীয় শোক দিবসের এ অনুষ্ঠান বিশেষ তাৎপর্য বহন করছে , স্বাগত ভাষণে  রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। তিনি বলেন, জাতির পিতার সংগ্রাম ও ত্যাগ বিশ্বমানবতাকে সমুন্নত রাখার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে পথ দেখাবে। ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথমবারের মতো দেওয়া জাতির পিতা বাংলায় ভাষণের উদাহরণ টেনে তিনি বলেন, “আজ পৃথিবীর সকল দেশ এজেন্ডা ২০৩০ এর ১৭টি অভীষ্ট লক্ষ্য বাস্তবায়নের জন্য কাজ করছে। বঙ্গবন্ধুর ভাষণে আমরা এর অধিকাংশের কথাই খুঁজে পাই”।
আলোচনা পর্বে বক্তব্য রাখেন মিশনের কর্মকর্তা ও কর্মচারিগণ। বক্তব্যের পাশাপাশি ১৫ আগস্ট স্মরণে কবিতা পাঠ করা হয়।

নিউ ইর্য়ক বাংলাদেশ কনস্যুলট জেনারেল : নিউ ইর্য়ক বাংলাদেশ কনস্যুলট জেনারেল সকালে স্বাধীনতার মহান স্থপতি র্সবকালের র্সবশ্রষ্ঠে বাঙালী বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদত বার্ষিকী ও ‘জাতীয় শোক দিবস  পালন করে।

অনুষ্ঠানরে শুরুতে জাতির পিতার প্রতি সম্মান প্রর্দশন করে কনসাল জনোরলে সাদিয়া ফয়জুনেসা কনস্যুলেটের সকল কর্ম কর্তা ও কর্মচারীদের নিয়ে  অর্ধনমিত পতাকার  সাথে জাতীয় সংগীত পরিবেশন করেন। জাতরি পিতা, তাঁর পরিবারের অন্যান্য শহীদ সদস্য ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের  আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে জাতির পিতার  উপর নির্মিত একটি প্রামান্যচিত্র প্রর্দশন করা হয়।

 

 

‘মুজিব র্বষ’ উপলক্ষে কনস্যুলেটের মিলনায়তনে স্থাপতি ‘মুজবি গ্যালারী’র উদ্বোধন করনে কনসাল জেনারেল  সাদিয়া ফয়জুননেসা । তিনি বলেন, কনস্যুলেটে   আগত সকলের পরিদর্শনের জন্য  উম্মুক্ত থাকবে ‘মুজিব গ্যালারী’। 

লস এঞ্জেলেস বাংলাদেশ কনস্যুলেট : লস এঞ্জেলেস-এর  বাংলাদেশ কনস্যুলেট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করে । কনসাল জেনারেল কর্তৃক জাতীয় পতাকা অর্ধনমিত করনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচি সূচনা করা হয়।

চ্যান্সেরীর বঙ্গবন্ধু সাংস্কৃতিক কেন্দ্রে স্থাপিত জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে জাতির পিতার জীবন কাহিনীর উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র “বঙ্গবন্ধু-বজ্রে তোমার বাজে বাঁশি” প্রদর্শিত হয়।

 

লস এঞ্জেলেসে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল জনাব তারেক মোহাম্মদ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তাঁর দূরদর্শী ও সাহসী নেতৃত্ব এবং অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন। তিনি উল্লেখ করেন যে, বঙ্গবন্ধু তার নিজস্ব স্বকীয়তায় আজ বিশ্বের দরবারে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হিসেবে সম্মানিত। তিনি বলেন যে, স্বাধীনতাবিরোধী ঘাতকচক্র ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করলেও তার আদর্শ ও নীতি কে মুছে ফেলতে পারেনি।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ  : ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের  সভাপতি ডঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে দিবসটি পালিত করে । নিউইয়র্ক সময় ১৫ আগস্টের প্রথম প্রহরে জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রীটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো এবং বঙ্গবন্ধু তার পরিবারের সদস্য এবং ১৫ আগস্টে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইমাম কাজী কাঈয়্যূম।শুরুতে ১৫ আগস্টে নিহত ও মুক্তিযুদ্ধে জীবন দেয়া শহীদদের একমিনিট নীরবতা পালন করা হয়।

 

ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সামাদ আজাদের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা পর্বে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি বলেন, আগস্ট মাসে হিরোশিমায় মানবজাতির বর্বরতম হত্যাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছিল সেই আগস্ট মাসকে বেছে নিয়েছিলো খুনীরা বাঙ্গালীর জাতির পিতাকে হত্যার জন্য। তারা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি। বাঙ্গালী জাতি তার পিতার আদর্শকে ধারন করেই বিশ্বের বুকে আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে ।

জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান ও আব্দুল হাসিব মামুন, প্রচার সম্পাদক হাজী এনাম,  প্রবাসী কল্যাণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান আলী, কার্যকরী সদস্য শাহানারা রহমান, জহিরুল ইসলাম ও গোলাম মওলা, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ -সভাপতি মাসুদ সিরাজী, স্বেচছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ -আন্তর্জাতিক সম্পাদক শাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র স্বেচছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সর্দার, সহ -সম্পাদক সৈয়দ কিবরিয়া ও আব্দুর রকিব, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি আজিজুল হক খোকন ও সহ সভাপতি হোসেন রানা, মুত্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি হুমায়ুন কবির ও সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, এম এইচ ইকবাল, যুবলীগের গণেশ কীর্তনীয়া, হাসান জিলানী, জাকির হোসেন, নান্টু মিয়া প্রমূখ।

বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটেরান্স ১৯৭১, ইউএসএ : শোক ও শ্রদ্ধায় বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের স্মরণ করলো বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটেরান্স ১৯৭১, ইউএসএ ।

 

জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় বিকেল ৫টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এর পর আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোলাম মোস্তফা খান মিরাজ। আলোচনা করেন শওকত আকবর রচি, মুক্তিযোদ্ধা , ইসমাইল খান আনসারী, খোরশেদ আলম বাবুল, ডা মাসুদুল হাসান, আকতার হুসেন প্রমুখ। সঞ্চলনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ফারুক হোসেন।

যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ  স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে যুক্তরাষ্ট্র ও কানাডায় পালিয়ে থাকা বঙ্গবন্ধুর দণ্ডিত ঘাতকদের অবিলম্বে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার দাবি জানিয়ে এক কর্মসূচিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন।

​​​​

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত তালুকদারের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী।

নেতা-কর্মীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সহ সভাপতি মফিজুর রহমান, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া এবং মোরশেদ খান বদরুল, যুগ্ম সম্পাদক আশরাব আলী খান লিটন এবং ওয়াসিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান ও সমিরুল ইসলাম বাবলু , উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল হাই জিয়া, মোস্তফা কামাল পাশা মানিক, মাস্টার কামালউদ্দিন, আবুল বাশার ভূইয়া, ইদ্রিস আলম, ফখরুদ্দিন চৌধুরী মিলন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নির্বাহী সদস্য আমিনুল ইসলাম কলিন্স, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য মুসলিম আবরার জিলানী, এটিএম রানা ও এটিএম মাসুদ।

 জ্যাকসন হাইটস এলাকাবাসী : জ্যাকসন হাইটস এলাকাবাসী দুপুরে ৩৭ স্ট্রীটের খাবার বাড়ির সামনে  ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা, দোয়া মাহফিল ও তাবারক বিতরণের আয়োজন করে ।

 

সংগঠনের সভাপতি সাকিল মিয়ার সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহন করেন ক্তরাষ্ট্র আওয়ামী লীগের  সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক হাজী এনাম, মহিউদ্দিন দেওয়ান, হারুন ভু্ইয়া, আলমগীর খান আলম, মামুন মিয়াজী, বিপ্লব সাহা, সোহেল গাজী, সাখাওয়াত বিশ্বাস, কবীর চৌধুরী, নুরুজ্জামান সরদার প্রমূখ।

 

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অনুষ্ঠানের আহব্য়য়ক হোসেন সোহেল রানা। আলোচনা অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য করেন জ্যাকসন হাইটস এলাকাবাসীর সাধারণ সম্পাদক মো: আলম নমি।

আলোচনা পর্বে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে  আলোাচকরা বলেন, ১৫ আগষ্টে  খুনীরা বাঙ্গালীর জাতির পিতাকে হত্যার করলেও, তারা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি। বাঙ্গালী জাতি তার পিতার আদর্শকে ধারন করেই বিশ্বের বুকে আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে ।

শেখ হাসিনা মঞ্চ : ১৫ আগষ্ট সন্ধে ৭টায় জ্যাকসন হাইটসে শেখ হাসিনা মঞ্চ  ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা, দোয়া মাহফিলের  আয়োজন করে ।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে অনুষ্ঠান শুরু  করা হয় । এরপর আব্দুল জলিল আকন্দের সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহন করেন গোলাম মোস্তফা খান মিরাজ। আলোচনা করেন মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, শওকত আকবর রচি, ইসমাইল খান আনসারী, খোরশেদ আলম বাবুল, আকতার হুসেন প্রমুখ।

ক্যালিফোর্নীয়া আওয়ামী যুবলীগ পরিবার  : লস এঞ্জেলেসের বাংলাদেশী অধ্যুষিত এলাকা লিটল বাংলাদেশে ক্যালিফোর্নীয়া আওয়ামী যুবলীগ পরিবার ভার্সুয়াল জুমের মাধ্যমে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সংগ্রামী যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মন্‌জুর আলম শাহীন।

এছাড়াও স্বেচ্ছাসেবক লীগ , শ্রমিক লীগ, যুব লীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহন করে ।

রিলেটেড নিউজ

সুজনকে নিয়ে চলছে গুঞ্জন

সুজনকে নিয়ে চলছে গুঞ্জন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ‘অভিনন্দন সুজন ভাই। নতুন চেয়ারম্যান সিডিএ’- সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চট্টগ্রামের এক সাং...বিস্তারিত


শিবগঞ্জে জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দৈনিক অনুসন্ধান :   ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ রবিবার (১৭ মার্চ), মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্...বিস্তারিত


কেন্দ্রীয় আওয়ামী-লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন- ইউসুফ আলী জীবন

কেন্দ্রীয় আওয়ামী-লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন- ইউসুফ আলী জীবন

দৈনিক অনুসন্ধান : সাব্বির রহমান, চট্টগ্রাম প্রতিনিধি- গত মঙ্গলবার, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শে...বিস্তারিত


মুরাদনগরে প্রধান মন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের ঘর টাকা নিয়ে বিক্রির অভিযোগ

মুরাদনগরে প্রধান মন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের ঘর টাকা নিয়ে বিক্রির অভিযোগ

দৈনিক অনুসন্ধান :   সাখাওয়াত হোসেন (তুহিন) মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগরে প্রধান মন্ত্রীর উ...বিস্তারিত


যুক্তরাজ্য যুবদলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

যুক্তরাজ্য যুবদলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

দৈনিক অনুসন্ধান :   জাকির হোসেন সুমন ,  ব্যাুরো প্রধান ইউরোপ  :   শেখ  হাসিনা সরকারের নির্দেশনায় অনুষ্ঠিত ...বিস্তারিত


মধুপুরে জিয়াউর রহমানের ৮৮তম জন্ম বার্ষিকী পালন

মধুপুরে জিয়াউর রহমানের ৮৮তম জন্ম বার্ষিকী পালন

দৈনিক অনুসন্ধান :   আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল  প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি...বিস্তারিত



সর্বপঠিত খবর

বিয়ে করে ৩ মাস সংসার করে পালিয়ে যান সন্দ্বীপের শিপন

বিয়ে করে ৩ মাস সংসার করে পালিয়ে যান সন্দ্বীপের শিপন

নিজস্ব প্রতিবেদক : প্রেম  করে পালিয়ে বিয়ে করেন মোহাম্মদ শিপন ও রিমা সরকার। বিয়ের ৩ মাসের মাথায় স্ত্রী রিমা সরকার কে ...বিস্তারিত


সন্দ্বীপে পুলিশ কর্তৃক অন্তঃস্ত্ত্বা নারী নির্যাতিত, গর্ভের সন্তান মৃত!

সন্দ্বীপে পুলিশ কর্তৃক অন্তঃস্ত্ত্বা নারী নির্যাতিত, গর্ভের সন্তান মৃত!

নিজস্ব প্রতিবেদক : কাউছার মাহমুদ দিদারঃ  চট্টগ্রামের সন্দ্বীপে  সিভিল পোশাকে আসামী ধরতে গিয়ে মধ্যযুগীয় কায়দায় ...বিস্তারিত



সর্বশেষ খবর