মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪  

শিরোনাম

কিশলয় প্রাক্তন ছাত্র সংসদ'র শিক্ষক সংবর্ধনা সবার জন্য দৃষ্টান্ত

সেলিম উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি    |    ০৭:৩৩ পিএম, ২০২০-১২-২৫

কিশলয় প্রাক্তন ছাত্র সংসদ'র শিক্ষক সংবর্ধনা সবার জন্য দৃষ্টান্ত

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কিশলয় প্রাক্তন ছাত্র সংসদ কিপ্রাছাস'র পুনর্মিলনী ও শিক্ষক সংবর্ধনা উদযাপিত হয়েছে। 

শুক্রবার ২৫ ডিসেম্বর স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই পুনর্মিলনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন জায়গা থেকে প্রাক্তনরা এসে অংশ নেন। 

দিনব্যাপী এই অনুষ্ঠান প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় কিশলয় স্কুল মিলনমেলায় রূপ নেয়।

বক্তব্য, আড্ডা আর স্মৃতিচারণায় প্রাক্তন শিক্ষার্থীরা হারিয়ে যান প্রায় তিন দশক আগে তাদের কৈশোরের আনন্দ-উচ্ছ্বল দিনগুলোতে।

কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন প্রতিষ্ঠিত হয় ১৯৮০ সালে। আলহাজ্ব চৌধুরী মু. তৈয়ব এই স্কুলের প্রতিষ্ঠাতা। 

পিছিয়ে পড়া জনপদের এই স্কুলে জেলার অনেক খ্যাতিমান শিক্ষক শিক্ষকতা করেছেন। স্কুলের সুনামের কারণেই অনেক দূর-দূরান্ত থেকেও শিক্ষার্থীরা এসে এখানে পড়াশোনা করেছেন। সেসব কৃতী শিক্ষার্থী আজ দেশ-বিদেশে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত।

শুধু পড়াশোনায় নয়, খেলাধুলা ও সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমেও এই স্কুল ‘বাতিঘর’ হিসেবে স্থানীয় জনগোষ্ঠীর মাঝে আজও আলো ছড়িয়ে দিচ্ছে।

সময়ের প্রয়োজনে ২ দশক আগে স্কুলটিতে ভোকেশনাল শাখাও চালু করা হয়েছে। বেড়েছে স্কুলটির ছাত্রছাত্রীর সংখ্যা আর পরিধি। 

সেই স্কুলের ১৯৮৮-২০২০ ব্যাচের শিক্ষার্থীদের দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানের প্রথম অধিবেশন শুরু হয় শীতের সকালের মিষ্টি রোদের আবাহনে। 

কোরআন তিলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এরপর স্কুলের প্রাক্তন শিক্ষক, যারা লোকান্তরিত হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। তুলে দেয়া হয় প্রতিষ্টাতা আলহাজ্ব চৌধুরী মু. তৈয়বসহ অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক।

আমন্ত্রিত মেহমানদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি অতিথি ও শিক্ষকদের শুভেচ্ছা স্মারকও উপহার দেওয়া হয়।

এসময় সেখানে পরিচালনা কমিটির সদস্য ছাড়াও স্কুলের কর্মরত শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রাক্তন শিক্ষার্থীদের কাছ থেকে প্রথমবারের মতো সম্মাননা ও ভালোবাসা পেয়ে কিশলয় প্রতিষ্টাতা ও সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব চৌধুরী মু. তৈয়ব তাঁর বক্তব্যে আবেগাপ্লুত হয়ে পড়েন। 
তিনি সবার সুস্থতা কামনা করে নিজের জন্য দোয়া চেয়ে কিশলয়কে বাঁচিয়ে রাখার অনুরোধ জানান।

সংবর্ধিত শিক্ষক আলহাজ্ব চৌধুরী মু. তৈয়ব বলেন, একজন শিক্ষক তাঁর ছাত্রছাত্রীদের কাছ থেকে এইটুকু সম্মাননাই শুধু আশা করে। যে শ্রদ্ধা আর ভালবাসা তোমরা আমাকে দিয়েছ, তাতে মনে হচ্ছে আমার শিক্ষকতার জীবন আজ পূর্ণ হয়েছে। 

তিনি আরো বলেন,এই গ্রামীণ জনপদে এই ধরনের পুনর্মিলনী অনুষ্ঠান সত্যিকার অর্থেই একটি মাইলফলক হয়ে থাকবে। 
গ্রামের সঙ্গে, স্কুলের সঙ্গে দূর-দূরান্তে থাকা মানুষের যোগাযোগ, নাড়ীর টানকে আরো শক্ত করবে এই আয়োজন। তিনি শিক্ষার্থীদের সুন্দর ও মঙ্গলময় জীবন কামনা করেন।

অপরদিকে সম্মাননাপ্রাপ্ত শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং পুনর্মিলনী অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য দেন কিপ্রাছাস আহবায়ক খালেদ মুর্শেদ হিরু।

তিনি বলেন, এই শিক্ষককরা আমাদের যে শিক্ষা দিয়েছেন তাই নিয়েই আমরা জীবনের পথে চলছি। তাদের নীতি-নৈতিকতার শিক্ষাই আজ আমাদের জীবনের পাথেয়। আমাদের জীবন সেই অর্থে এই শিক্ষকদেরই দান। তাদের সম্মানিত করার সামর্থ-সাধ্য আমাদের নেই। তাদের সম্মানিত করে আমরা নিজেরাই সম্মানিত ও গৌরবান্বিত বোধ করছি।

কিপ্রাছাস সদস্য সচিব ইসমাইল সাজ্জাদের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহম্মদ বলেন, আমি নিজে এই স্কুলের ছাত্র নই। তবে কিপ্রাছাস কতৃক আয়োজিত এই স্কুলে পুনর্মিলনী করে সবার জন্য দৃষ্টান্ত স্থাপন করল। 

আশা করি, আগামী দিনে এভাবে আরো অনেকে এগিয়ে আসবে। এ ধরনের অনুষ্ঠানের জন্য সবার জন্য সবসময় আমার পক্ষ থেকে দরজা খোলা থাকবে। পরে তিনি প্রতিক্ষা ২০২০ স্মারকের মোড়ক উম্মোচন করেন।

বিকেল ৩টা থেকে শুরু হয় দ্বিতীয় অধিবেশন। এখানে শুধু প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় সবাই নিজেদের মতো করে স্মৃতিচারণা, আড্ডা আর ছবি তোলায় মেতে উঠেন। 
বিদেশ থেকেও অনেক প্রাক্তন বার্তা পাঠিয়ে আয়োজনের সঙ্গে একাত্মতা পোষণ করেন এবং মঙ্গল কামনা করেন।

এ সময় প্রাক্তনরা বলেন, কিছুদিন ধরে একটি গ্রুপের মাধ্যমে তাঁরা সংগঠিত হওয়া শুরু করেন। শুরু থেকেই সবার আকাঙ্ক্ষা ছিল একত্রিত হওয়ার, হারিয়ে যাওয়া বন্ধুদের সঙ্গে মিলিত হওয়ার। 

এর মাধ্যমের সবাই সবার সুখ-দুঃখের ভাগিদার হচ্ছে। এই প্রচেষ্টার আন্তরিক রূপ হচ্ছে এই পুনর্মিলনী। ভবিষ্যতেও এই ধরনের প্রচেষ্ঠা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রাক্তনরা।

সবশেষে প্রাক্তনরা অভিমত ব্যক্ত করেন, এই স্কুল ও এলাকার প্রতি তাদের দায়বদ্ধতা রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে একটি কার্যক্রম শুরু করার ব্যাপারে একমত হন। 

অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ, জেলা আ'লীগ সহ সভাপতি রেজাউল করিম, চকরিয়া মহিলা কলেজ অধ্যক্ষ এস এম মনজুর, খুটাখালী ইউপি চেয়ারম্যান আবদুর রহমান, কিশলয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম, প্রাক্তন শিক্ষক শাহাব উদ্দীন।

অন্যন্যদের মধ্যে প্রাক্তন ছাত্র ও শিক্ষক মুমিনুল হক চৌধুরী,  কাজী মুরশেদ নেওয়াজ ডিকু, ওমর শরীফ শিবলী, সৈয়দ আবদুল আহাদসহ বিভিন্ন ব্যাচের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

সন্ধ্যায় জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে ঢাকা-চট্টগ্রামের শিল্পীরা গান গেয়ে পুরো ক্যাম্পাস মাতিয়ে তুলেন।

রিলেটেড নিউজ

খুটাখালীতে মা'হাদ নূর আল আবরার হেফজ মাদরাসায় সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

খুটাখালীতে মা'হাদ নূর আল আবরার হেফজ মাদরাসায় সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

দৈনিক অনুসন্ধান : সেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার):   আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখ...বিস্তারিত


সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ই ভালো চলছে, তা কিন্তু নয়ঃ  মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব

সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ই ভালো চলছে, তা কিন্তু নয়ঃ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব

দৈনিক অনুসন্ধান : গতকাল (শনিবার) চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শরৎ ২০২২ ট্রাইমেস্টারের নবী...বিস্তারিত


নিউইয়র্কে সানশাইন লার্নিং সেন্টারের ইএলএ সমাপনী অনুষ্ঠান

নিউইয়র্কে সানশাইন লার্নিং সেন্টারের ইএলএ সমাপনী অনুষ্ঠান

দৈনিক অনুসন্ধান : শরীফ উদ্দীন সন্দ্বীপি, নিউইয়র্কঃ গত কয়েক বছর যাবত আমেরিকার নিউইয়র্কে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের ...বিস্তারিত


এসএসসি ২০১৩ এবং এইচএসসি ২০১৫ ব্যাচ বাংলাদেশ পরিবার কর্তৃক চট্টগ্রামসহ সারাদেশে শীতবস্ত্র বিতরণ

এসএসসি ২০১৩ এবং এইচএসসি ২০১৫ ব্যাচ বাংলাদেশ পরিবার কর্তৃক চট্টগ্রামসহ সারাদেশে শীতবস্ত্র বিতরণ

দৈনিক অনুসন্ধান : মোঃ রিয়াদ, বিশেষ প্রতিনিধিঃ এসএসসি ২০১৩ এবং এইচএসসি ২০১৫ ব্যাচ ২০১৯ সালে ১৬ই সেপ্টেম্বর থেকে ব্যা...বিস্তারিত


করোনার নতুন ভ্যারিয়েন্ট: আসন্ন এইচএসসি পরীক্ষার ব্যাপারে স্পষ্ট জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

করোনার নতুন ভ্যারিয়েন্ট: আসন্ন এইচএসসি পরীক্ষার ব্যাপারে স্পষ্ট জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

দৈনিক অনুসন্ধান : বিশ্বের বিভিন্ন দেশে প্রাণঘাতি করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ ধরা পড়ছে। করোনার নতুন এই ভ্যারিয়েন্...বিস্তারিত


তাহের-মনজুর কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের কলেজ নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সারওয়ার আলম: শুধু শিক্ষিত নয় সুশিক্ষিত হতে হবে

তাহের-মনজুর কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের কলেজ নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সারওয়ার আলম: শুধু শিক্ষিত নয় সুশিক্ষিত হতে হবে

দৈনিক অনুসন্ধান : কেফায়েতুল্লাহ কায়সার, চট্টগ্রামঃ করোনা মহামারির প্রাদুর্ভাব কাটিয়ে আগামী ২রা ডিসেম্বর থেকে সার...বিস্তারিত



সর্বপঠিত খবর

বিয়ে করে ৩ মাস সংসার করে পালিয়ে যান সন্দ্বীপের শিপন

বিয়ে করে ৩ মাস সংসার করে পালিয়ে যান সন্দ্বীপের শিপন

নিজস্ব প্রতিবেদক : প্রেম  করে পালিয়ে বিয়ে করেন মোহাম্মদ শিপন ও রিমা সরকার। বিয়ের ৩ মাসের মাথায় স্ত্রী রিমা সরকার কে ...বিস্তারিত


সন্দ্বীপে পুলিশ কর্তৃক অন্তঃস্ত্ত্বা নারী নির্যাতিত, গর্ভের সন্তান মৃত!

সন্দ্বীপে পুলিশ কর্তৃক অন্তঃস্ত্ত্বা নারী নির্যাতিত, গর্ভের সন্তান মৃত!

নিজস্ব প্রতিবেদক : কাউছার মাহমুদ দিদারঃ  চট্টগ্রামের সন্দ্বীপে  সিভিল পোশাকে আসামী ধরতে গিয়ে মধ্যযুগীয় কায়দায় ...বিস্তারিত



সর্বশেষ খবর