শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১১:২২ এএম, ২০২২-১০-১৮
সাব্বির রহমান: চট্রগ্রাম (সন্দ্বীপ)
দীর্ঘ দুই যোগ ধরে দূর প্রবাসে থেকে একটু ও কমেনি সন্দ্বীপের প্রয়াত সংসদ সদস্য "দ্বীপবন্ধু" আলহাজ্ব মুস্তাফিজুর রহমানের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা ; এই' সাবেক ছাত্রনেতা ও বর্তমান (USA) আমেরিকান প্রবাসী এবং সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগ এর কার্যনির্বাহী সদস্য আবু ইউসুফ (লিটন) এর। সে দূরপ্রবাসে থেকেও সন্দ্বীপের মাঁটি ও মানুষের নেতা প্রয়াত "দ্বীপবন্ধু" আলহাজ্ব মুস্তাফিজুর রহমানের (২১) তম মৃত্যু বার্ষিকীতে গভীর শ্রাদ্ধা জানিয়েছেন।
"ছাত্রনেতা আবু ইউসুফ (লিটন)বলেন,
যুগে-যুগে সাধারণ মানুষের মাঝে ব্যতিক্রমী বহু জ্ঞানী-গুণী মানুষের "জীবন ও কর্ম" এ সন্দ্বীপবাসীকে মহিমান্বিত করেছে। তাঁদের জনদরদী সকল কর্মকাণ্ড এ দ্বীপকে ধীরে ধীরে অন্ধকার থেকে আলোতে এনেছে। নিজের আলোয় আলোকিত করেছেন সোনালি এই সন্দ্বীপকে।এরকম একটি আলোক প্রদীপ হলেন- সন্দ্বীপের উন্নয়নের প্রথম সারির সংগ্রামী যোদ্ধা, আধুনিক সন্দ্বীপের প্রথম স্বপ্নদ্রষ্টা, সন্দ্বীপের মাটি ও গণ-মানুষের অকৃত্রিম বন্ধু, এবং পাঁচ লক্ষ জনতার ভালোবাসা প্রিয় মানুষ কিংবদন্তি প্রয়াত সাংসদ সদস্য, "দ্বীপবন্ধু" আলহাজ্ব মুস্তাফিজুর রহমান।
"যতদিন থাকবে দ্বীপাঞ্চল মাতৃভূমি,
ততদিন অমর হয়ে রবে দ্বীপবন্ধু তুমি;
"মৃত্যু পারেনি মুছে দিতে তোমার অবদান; তুমিই দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান।"
এই ত্যাগী, সৎ ও মেধাবী নেতা ১৯৯১ ও ১৯৯৬ সালে চট্রগ্রাম (৩) সন্দ্বীপ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিপুল ভোটে জয়লাভ করেন। তিনি সন্দ্বীপের প্রতিটি মানুষের হৃদয়ের ভালোবাসায় সিক্ত ছিলেন। তার মৃত্যুর পর জানাযায় অংশ নিতে হাঁজার, হাঁজার মানুষের স্রোতধারা তৈরি হয়েছিল। প্রয়াত সংসদ 'দ্বীপবন্ধু' আলহাজ্ব মুস্তাফিজুর রাহমানের প্রতি মানুষের এমন হৃদয়স্পর্শী ভালোবাসা ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। রাজনৈতিক মহাপুরুষের শূন্যতা দীর্ঘদিন বয়ে বেড়াতে হলেও তার অসমাপ্ত কাজগুলোর বাস্তবায়ন করে দেখিয়েছেন তাঁর সুযোগ্য পুত্র বর্তমান সংসদ সদস্য দ্বীপরত্ন মাহফুজুর রহামান (মিতা)।
সৎ ও ন্যায়ের এক উন্নত দৃষ্টান্ত "দ্বীপবন্ধু" আলহাজ্ব মুস্তাফিজুর রহমান। তাঁর মতন মেধাবী ও সুষ্ঠু রাজনৈতিক গণতন্ত্রের বাহক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। রাজনীতি যদি হয় রাজার নীতি তার পুরোটাই ছিল উনার মাঝে বিরাজমান। তিনি ছিলেন এ সোনালি সন্দ্বীপের একজন পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা। তিনি শুধু সন্দ্বীপের নেতা ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশর গণ মানুষের নেতা। উনি খুব সহজেই মানুষের সাথে মিশে যেতেন। কোন অহংকার বা লোভ লালসা তার মাঝে ছিল না। তিনি শুধু সন্দ্বীপের মানুষের কথা ভাবতেন, দ্বীপের উন্নয়ন এর কথা ভাবতেন; "দ্বীপবন্ধু" জীবিত থাকাবস্থায় আমাদের ছিল সুষ্ঠু রাজনৈতিক চর্চা। ভবিষ্যতে গণতন্ত্রের ধারাবাহিকতা সঠিক রাখতে তাকে চর্চা করা উচিত।
সাগরবেষ্টিত সন্দ্বীপের উন্নয়নে তার নিরলস প্রচেষ্টা ও আন্তরিকতা, সর্বোপরি সন্দ্বীপবাসীর প্রতি তার অকৃত্রিম ভালোবাসার স্বীকৃতিস্বরূপ দ্বীপের জনগণ তাকে "দ্বীপবন্ধু" খেতাবে অভিষিক্ত করেছিলেন। এই জনদরদি মানুষটি সবাইকে শোকের সাগরে ভাসিয়ে ২০০১ সালের ২০ অক্টোবর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে সেদিন সন্দ্বীপসহ সারাদেশে শোকের ছায়া নেমে এসেছিল।তার প্রয়াণে জন্মদাত্রী সন্দ্বীপ হারিয়েছিল তার প্রিয় সন্তানটিকে। সেদিন এই কৃতিসন্তানের শোকে আকাশ বাতাস ভারি হয়ে উঠে। সাধারণ মানুষের গগনবিদারী কান্না আর আহাজারিতে বাকরুদ্ধ হয়েছিল আপামর জনতা।
জনতার হৃদয়ে চিরজাগরূক "দ্বীপবন্ধু" আলহাজ্ব মুস্তাফিজুর রহমান। আমি এই বিদ্রোহী নেতার "বিদ্রোহী" আত্মার রুহের মাগফেরাত কামনা করি, আল্লাহ্ যেন উনাকে 'জান্নাতুল ফেরদৌস' দান করেন ও জান্নাতের উচ্চ মর্যাদায় স্থান করে দেন
"দ্বীপবন্ধু-আলহাজ্ব মুস্তাফিজুর রহমানের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করি,;
"শ্রদ্ধাঞ্জলি;
আবু ইউসুফ (লিটন) সাবেক ছাত্র নেতা, (USA) আমেরিকান প্রবাসী ও সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের -
কার্যনির্বাহী সদস্য,
দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুরে ২ টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : সেলিম উদ্দীন, ঈদগাঁও। কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে প্রথমবারের মত স্বাধীনতার ৫২ বছর প...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ প্রতারণার মাধ্যমে গ্রাহকদের টাকা আত্মসাৎকারী ভুয়া এনজিও’র ম্...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : আসিফ জামান, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের পুরাতনবারইপ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ শিবগঞ্জ থানা পুলিশের চৌকস পুলিশ অফিসার এসআই সাইফুল ইসলাম, সফলতা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2023 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited