শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:৩০ পিএম, ২০২২-১০-২৩
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়ীতে ককটেলের বিস্ফোরণে মা ও ছেলে গুরুতর আহত হয়েছে। এ ছাড়াও এ ঘটনায় ঘরের জানালা ও আসবাপত্র ক্ষতিগ্রস্থ হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উদয়ন মোড়-জিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হল-তবজুল হকের স্ত্রী ফাহমিনা বেগম ও তাঁর ছেলে শহিদুল ইসলাম শহিদ । এ ঘটনায় রাতেই জিজ্ঞাসাবাদের জন্য শহিদের ভাই আরিফুল ইসলাম কে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে।
আহত শহিদুল ইসলামের সৎ মা আজেমা বেগম জানান, রাতে ফাহমিনা ও তাঁর ছেলে শহিদুল ইসলাম ঘরে অবস্থান করছিল। এসময় ঘরের মধ্যে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা এগিয়ে গেলে ঘরের মধ্যে মা ও ছেলে কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পরপরই সদর মডেল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে।
এদিকে আহতদের হাসপাতালে নেয়ার পথে আহত মা ও ছেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে বলে দাবী করেন।
তবে স্থানীয়রা জানান, ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় মা ও ছেলে আহত হয়েছে।
২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল চাঁপাইনবাবাগঞ্জের কর্তব্যরত চিকিৎসক ডা.ফরহাদ সুইট জানান, শনিবার রাতে আহত অবস্থায় মা ও ছেলেকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে মা ফাহমিনা বেগমের মুখ, ডান হাত ও পায়ে স্পিল্টিারের আঘাত রয়েছে।
অপরদিকে ছেলে শহিদুল ইসলামের বুকে, মুখে ও ডান হাতে স্পিপিল্টিার ঢুকে গুরুত্বর আহত হয়েছে। ধারনা করা হচ্ছে খুব কাছ থেকেই বিস্ফোরণে তাঁরা আহত হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ ব্যাপারে চাঁপাইনবাবাগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আলমগীর জাহান বলেন, ধারনা করা হচ্ছে শক্তিশালী কেমিক্যাল থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েক রকমের কেমিক্যাল জব্দ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
অপরদিকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহফুজুর রহমান চৌধুরী রবিবার দুপুরে জানান, রাতের ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। আহত মা ও ছেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। তাদের পুলিশের নজরদারীতে রাখা হয়েছে।
দৈনিক অনুসন্ধান : ...............মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি সন্দ্বীপে গত কয়েকদিন যাবত গণচুরি বেড়েছে। কোনভাবে চুরি ঠেকান...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : আহমেদ রকিব, বিশেষ প্রতিনিধি। আমি নিন্মস্বাক্ষরকারী মোঃ রায়হান উদ্দিন চট্টগ্রাম কাস্টম হা...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মোঃ ওয়ারেস আলী, বিশেষ প্রতিনিধিঃ বহুল পরিচিত সামাজিক প্রতিষ্ঠাণ হিউম্যান ওয়েলবিয়িং ফাউন্ডেশন অ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোহ...বিস্তারিত
সেলিম উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি : সেলিম উদ্দীন, ঈদগাঁও। কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও নদী থেকে শাহাব উদ্দীন (৪০) নামের এক ব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : জাতীয় সংসদে আজ ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন, ২০২৩’ বিল উত্থাপন করা হয়েছে। হাট ও বাজার (...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2023 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited