শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:৪১ এএম, ২০২৩-০১-১৭
জাকির হোসেন সুমন , ব্যাুরো চীফ ইউরোপ ঃ
ইতালিতে স্বদেশ বিদেশ পাঠক ফোরাম মনফালকনে শহরে স্থানীয় সান মিখিয়েলে অডিটোরিয়ামে দ্বিতীয় কার্যকরী পরিষদের সম্মেলন ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রথম কার্যকরী পরিষদের সভাপতি মো. জিয়াউর রহমান খান সোহেল ও অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন প্রথম কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক মজনু দেওয়ান ও সিনিয়র সহ-সভাপতি মামুন আল রশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার তোফাজ্জল হোসেন তপন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদুল ইসলাম আনিস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদ আহমেদ, শামসুল হক, জনি মিয়া, রাফিক লিটন, সারোয়ার কাওসার সবুজ, মো.লিটন, কামরুজ্জামান কামাল, ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সভাপতি এসকে এমডি জাকির হোসেন, সুমন , সাদারন সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেল। আরো উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের সদস্য ও উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ।
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং স্বদেশ বিদেশ পাঠকফোরামের মৃত্যুবরণকারী দুজন উপদেষ্টা ফরিদ খান ও গোলাম কিবরিয়া সাথী এর স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপদেষ্টা রাফিক লিটন , রাহাত খান, আরমান খান, আইরিন সাজিয়া, সারোয়ার কাউসার সবুজ, জনি মিয়া, ফরিদ আহমেদ ও ফরিদুল ইসলাম আনিস প্রমুখ।
সবার সম্মিলিত প্রচেষ্টায় স্বদেশবিদেশ পাঠকফোরাম গঠন করতে পারায় কৃতজ্ঞতা প্রকাশ করেন নবনির্বাচিত সভাপতি । অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে আইঅন টেলিভিশন। মাদকের বিরুদ্ধে অবিরাম প্রতিবাদ এই স্লোগানকে সামনে নিয়ে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে এ সংগঠনটি অবিরাম কাজ করে যাচ্ছে বলে বক্তারা জানান। তারা আশা ব্যাক্ত করেন নতুন কার্যকরী পরিষদ এই ধারাকে অব্যাহত রেখে প্রবাসে নানা সমস্যা সমাধানকল্পে একযোগে কাজ করবেন। অনুষ্ঠানে প্রধান আহ্বায়ক প্রথম কার্যকরী পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক ও প্রধান উপদেষ্টা কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন এবং নতুন আংশিক কমিটি ঘোষণা করেন। সম্মেলনে সভাপতি নির্বাচিত হয় ফরিদুল ইসলাম আনিস , সিনিয়র সহ-সভাপতি সারোয়ার কাউসার সবুজ , সাধারণ সম্পাদক মামুন আল রশিদ , যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন , সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান , কোষাধক্ষ্য মোঃ লিটন ও সম্মানিত সদস্য এমডি জনি মিয়া। সে সময় সবাইকে ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে আকর্ষণীয় পুরস্কার সমৃদ্ধ রেফেল ড্র অনুষ্ঠিত হয়। পরিশেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন আশিক পল্স , সাগর বাঙ্গাল , শাকিল, সাকিব, ও জিশা শ্যাম।
দৈনিক অনুসন্ধান : সংবাদ বিজ্ঞপ্তি ঃ নারায়নগঞ্জ ৪ আসনের বিএনপি‘র সাবেক এমপি শাহ আলম ও তার গং এর বিরুদ্ধে পৈ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : প্রেস রিলিজ ঃ ইউরোপে বাংলাদেশী বংশোদ্ভূত সাংবাদিকদের পরিবার খ্যাত সংগঠন অল ইউরোপিয়ান ব...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাকির হোসেন সুমন , ব্যারো চিফ ইউরোপ ঃ ইতালির জেনোভা শহরে ভিয়া মাদ্দালেন্না মসজিদে আল-হ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাকির হোসেন সুমন, ব্যাুরো চীফ ইউরোপ: প্রবাসে তরুণদেরকে খেলাধুলায় উৎসাহিত করতে শীতের শুরুতেই ইত...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাকির হোসেন সুমন, ব্যুরো চিফ ইউরোপ: ইতালিতে শীত মৌসুম শুরু হবার সাথে সাথেই প্রবাসী বাংলাদেশীদে...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : রফিকুল ইসলাম সবুজ, ত্রেভিজো প্রতিনিধি, ইতালি: ইতালির ত্রেভিজো শহরে বসবাসরত কিশোরগঞ্জ জেলার ভৈরব ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2023 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited