শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:১২ এএম, ২০২৩-০১-২৯
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব গঙ্গাস্মানের মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জানুয়ারী) মহানন্দা নদীর শাখা পাগলা নদীর পূর্ব ও পশ্চিম তীরে তর্তীপুর গ্রামে দিনব্যাপী কয়েক হাজার লোকের সমাগম হয়েছে এ মেলায়।
এই উৎসবে চাঁপাইনবাবগঞ্জের আশপাশের জেলাসহ সারা দেশ থেকে হিন্দু সম্প্রদায়ের লক্ষাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। বিভিন্ন আচার পালনের পর অনুষ্ঠিত হয় এই পূণ্যস্নানানুষ্ঠান।
দেবতার মূর্তিতে প্রণাম করে ভোরে গঙ্গাস্নানের মাধ্যমে মেলা বা পূজার কার্যক্রম শুরু হয়। সনাতন ধর্মাবলম্বীরা তাদের পাপ মোচনে ভোরে মানত ও গঙ্গাস্নান পর্ব শেষ করেন।
এখানে হিন্দু ধর্মালম্বীরা পাপমোচন ও পূর্ণ লাভের আশায় মাকরী সপ্তমী তিথিতে গঙ্গাস্নানে আসেন। ধর্মসাধক জাহ্নুমণি এই গঙ্গা নদীতে আত্মবলীদান দিয়েছিলেন। আর সেই থেকে এখানে প্রতিবছর এই দিনে পূণ্যগঙ্গাস্নান হয়ে আসছে। দেশের বিভিন্ন এলাকার হাজার হাজার ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষরা প্রতি বছর এখানে এসে স্নান করে পূণ্যার্জন করেন।
মেলায় বিভিন্ন মিষ্টিজাতীয় খাবার, বাঁশ-বেতের আসবাবপত্র, মাটির তৈরি খেলনা, হাঁড়িপাতিল, বড় মাছ এবং চিড়া-দই, খইসহ বিভিন্ন পণ্য নিয়ে দোকানিরা পসরা সাজিয়ে বসেন।
মেলায় আসা শিবগঞ্জ সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার বলেন, ছোটকাল থেকে দেখে আসছি এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর এই মেলায় আশি। সকালে স্নান করেছি। এখন মেলায় ঘুরছি। অনেক মানুষের সমাগম হয়েছে।
যমুনা রানী পাল বলেন, আজ মাঘীপূর্ণিমা। এ মাঘীপূর্ণিমার মধ্যে গঙ্গাস্মান মেলা অনুষ্ঠিত হয়। মেলায় এসে গঙ্গাস্নান ও পূজা দিয়েছি।
মেলায় ছোটদের খেলনা বিক্রেতা সুকুমার সাহা বলেন, ছোট সময় বাপ-দাদার সঙ্গে গঙ্গাস্মান মেলায় আসতাম। এখন দোকান নিয়ে আসি। সকালে বেচাকেনা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেচাকেনা বাড়তে থাকে।
মেলার আয়োজক কমিটির সভাপতি বলেন, প্রায় দেড়শ বছর ধরে মাঘীপূর্ণিমার সময় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। আমি এ মেলায় ষাট বছর ধরে দায়িত্ব পালন করছি। মেলা উপলক্ষে দূর-দূরান্ত থেকে সনাতন ধর্মাবলম্বী ছাড়াও বিভিন্ন ধর্মের কয়েক হাজার মানুষের সমাগম হয়।
ফয়সাল আজম অপু
চাঁপাইনবাবগঞ্জ
০১৭১৮৩১৬৬৩১
২৮.০১.২০২৩
দৈনিক অনুসন্ধান : নিজস্ব প্রতিবেদক পবিত্র মাহে রমযানে দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে সংকটে পড়া মানুষের পাশে থাকার ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দেশীয় সুটারগানসহ মো.জুবায়ের (২...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ শিবগঞ্জে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ ৬টি পরিবারের মাঝে উপজেলা প...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ ফুটপাত হকার্সদের পুনর্বাসনের দাবিতে টাঙ্গাইলের মধুপ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে আপন ভাতিজিকে ধর্ষণের মামলায় খালাস পেয়েছেন চ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জে উদ্যোগে এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2023 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited