শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:২৬ এএম, ২০২০-০৭-৩০
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোতাহের মিয়ার বাড়ি থেকে ভিজিএফ ২৭ বস্তা চাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকালে তার বাড়িতে লুকিয়ে রাখা চালের বস্তাগুলো উদ্ধার করা হয়।
জব্দকৃত ২৭ বস্তা চাল বিতরণের জন্য পরবর্তীকালে সিদ্ধান্ত নেবে উপজেলা প্রশাসন। এ দিকে সরকারি চাল আত্মসাতে চেষ্টাকারী ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোতাহার মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশে প্রত্যেক ইউনিয়নে মাথা পিছু বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণের সিদ্ধান্ত নেন। মুরাদপুর ইউনিয়নে ৭২৭ জন দরিদ্র অসহায় লোকের মধ্যে চাল দেয়ার তালিকা তৈরি করা হয়। মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল বিতরণের শুরুতেই ইউনিয়নের গুদামে উপজেলা ট্যাগ অফিসার গণনা করে দেখে ২৭ বস্তা চাল নেই। তিনি এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোতাহার মিয়া ও ইউপি সচিব শামছুল ইসলাম খন্দকারকে জিজ্ঞাসাবাদ করলে তারা সন্দেহজনক আচরণ করেন।
এ সময় স্থানীয় লোকজন ও ইউপি মেম্বাররা জানান, ইউপি সচিবের যোগসাজশে ২৭ বস্তা চাল ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজ বাড়ি রায়পুর গ্রামে নিয়ে রেখেছেন। এর প্রেক্ষিতে উপজেলা ট্যাগ অফিসার আতিক মোল্লা ও মেম্বাররা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে চাল এনে দেয়ার জন্য চাপ সৃষ্টি করলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বাড়ি থেকে চাল ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে নিয়ে আসতে বাধ্য হন। পরে ওই চালগুলো জব্দ করা হয়।
উপজেলা ট্যাগ অফিসার আতিক মোল্লা জানান, মুরাদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোতাহার মিয়া তালুকদার ভিজিএফ-এর ২৭ বস্তা চাল আত্মসাৎ করার উদ্দেশ্যে তার বাড়িতে নিয়ে রেখে ছিলেন। বিষয়টি টের পেয়ে আমি তাকে চালের বস্তাগুলো বের করে দেয়ার জন্য চাপ সৃষ্টি করি। একপর্যায়ে চাপের মুখে তিনি স্বীকার করে চালের বস্তাগুলো তার বাড়িতে রয়েছে বলে জানান। পরবর্তীকালে চালের বস্তাগুলো তার বাড়ি থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে আসা হয়।
তিনি বলেন, চালের বস্তাগুলো জব্দ করা হয়েছে। বিষয়টি আমি ফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানান, ট্যাগ অফিসার ও ইউনিয়নের মেম্বারসহ জনগণ আমার কাছে লিখিত অভিযোগ দিলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
সেলিম উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি : সেলিম উদ্দীন, ঈদগাঁও। লবণ মাঠের পলিথিনের সাথে এ কেমন শত্রূতা! যে সময়ে দাদন ব্যবসায়িদের টাকা শ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মোঃ শহিদুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর থানাধীন রামকৃষ্ণবাড়ী গ্রামের জনৈক আল...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন মিলন (২...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে গভীর রাতে ককটেল হামলার ঘটনা ঘ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2023 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited