মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪  

শিরোনাম

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাঃ 'ক্রসফায়ার' টিকিয়ে রেখেছে সব সরকার, অভিযুক্ত অধিকাংশ সশস্ত্র বাহিনী

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি    |    ১১:২৭ পিএম, ২০২০-০৮-১৪

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাঃ 'ক্রসফায়ার' টিকিয়ে রেখেছে সব সরকার, অভিযুক্ত অধিকাংশ সশস্ত্র বাহিনী

কক্সবাজারে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হবার পর বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যার বিষয়টি আবারো আলোচনায় এসেছে। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনীর কথিত ক্রসফায়ার, এনকাউন্টার বা বন্দুক যুদ্ধের নামে এবং নিরাপত্তা হেফাজতে বিচার বহির্ভূত হত্যা নিয়ে বিতর্ক এবং সমালোচনা দীর্ঘদিনের।

মানবাধিকার সংস্থা অধিকারের তথ্যে গত প্রায় দুই দশকে বাংলাদেশে ৪ হাজারের বেশি মানুষ বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আইন ও সালিশ কেন্দ্রের তথ্যে চলতি বছরে এ পর্যন্ত ২০৭ জন ব্যক্তি বিনা বিচারে হত্যার শিকার হয়েছেন।

অধিকাংশ ঘটনার সাথে পুলিশ আর র‍্যাব সদস্যরা জড়িত থাকলেও যৌথবাহিনী, সেনাবাহিনী, বিজিবি, গোয়েন্দা পুলিশ, কোস্টগার্ড, আনসারসহ বিনা বিচারে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বাংলাদেশে প্রায় সবগুলো বাহিনীর বিরুদ্ধেই।

বাংলাদেশে গত বিশ বছরে ক্ষমতাসীন সব সরকারের আমলেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের নিনা গোস্বামী বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ কোনো সরকার নেয়নি।

"বাংলাদেশে একটা সংস্কৃতি দাঁড়িয়ে গেছে বিচার বহির্ভূত হত্যার। কোনো সময়ই আমরা এটার লাগাম টেনে ধরার সদিচ্ছা কখনোই দেখিনি। এটাকে বরং আমরা দেখি অন্য দেশে হচ্ছে, অন্যদেশে পুলিশ করছে এরকম বিচ্ছিন্ন দুএকটা উদাহরণ টেনে আনা হচ্ছে।"

তিনি বলেন, "কিন্তু আমাদের দেশে এটা নিয়মিত হচ্ছে! শিকার হচ্ছে সাধারণ মানুষ। মাদক নিয়ন্ত্রণের নামে ২০১৮ সাল থেকে যেভাবে অভিযান হচ্ছে, বিচার বহির্ভূত হত্যা হয়েছে তাতে মাদক কি নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে?"

"প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হতে হবে। যারা এ ধরনের হত্যাকাণ্ড ঘটাবে তাদেরকে বিচারের আওতায় আনতেই হবে। তা নাহলে কখনোই আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কোনো একটা উদাহরণ দিয়ে কোনো দেশের উদাহরণ দিয়ে এটাকে জাস্টিফাই করার সুযোগ নাই।"

বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যার নতুন ধারার সূচনা হয় এ শতকের প্রথম দিকে বিএনপি সরকারের সময়। ২০০২ সালে 'অপারেশন ক্লিনহার্ট' নামের অভিযানে অনেকে বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন।

এরপর র‍্যাব প্রতিষ্ঠার পর কথিত ক্রসফায়ারে নিহত হন বহু মানুষ। মানবাধিকার সংস্থা অধিকার'র তথ্যে বিএনপি সরকারের ২০০২-০৬ সালে মোট ১ হাজার ১৫৫ জন ব্যক্তি বিনা বিচার হত্যার শিকার হন।

এরপর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৭-০৮ এই দুই বছরে ৩৩৩ জন একইরকম হত্যাকাণ্ডের শিকার। আর ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদের এ পর্যন্ত অন্তত আড়াই হাজার মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

মানবাধিকার আইনজীবী সারা হোসেন তটেলিফোনে অনুসন্ধানকে বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যে ধারা চলছে এটি গভীর উদ্বেগের।

"যদি ধরেও নেই যে এ ধরনের একটা সংস্কৃতি তৈরি হয়ে গেছে। যে পুলিশ বা নিরাপত্তা বাহিনী এ ধরনের ঘটনা ঘটাবেই তাহলে আমাদের মনে রাখতে হবে যে সংস্কৃতি পাল্টানোর জন্যও কিন্তু নানারকম প্রক্রিয়া বা কলাকৌশল আছে।"

"যেগুলো রাষ্ট্র নেয়। কিন্তু আমরা সেটা দেখিনি। এখন আশা করছি শেষে যে ঘটনা ঘটেছে (সিনহা হত্যা)এটা যদি শেষে পর্যন্ত একটা বিশেষ মুহূর্ত দাঁড় করায় আমাদের সমাজের জন্য যে এটার পর থেকে আর ঘটনা ঘটবে না। তবে আমি খুব আশা রাখছি না অবশ্যই!"

মানবাধিকার কর্মীরা সবাই চান মেজর সিনহার ঘটনার পর এ সংস্কৃতি বন্ধ হোক। নিহত সিনহা রাশেদের মায়েরও দাবি আর কেউ যেন এমন হত্যাকাণ্ডের শিকার না হন। আইএসপিআরও বিবৃতিতে বলা হয়েছে যে পুলিশ আস্বস্ত করেছে এটি শেষ ঘটনা এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। কিন্তু এই শেষ বলতে কি সব বিচার বহির্ভূত হত্যার শেষ বোঝাচ্ছে এ প্রশ্ন অনেকের।

নিনা গোস্বামী বলেন, "একের পর এক ঘটনাগুলো ঘটছে কিন্তু দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হচ্ছে না। এবার সিনহা সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন সেজন্যই হয়তোবা এ বিষয়টা সামনে এসেছে বা সরকারের পক্ষ থেকে খুব দ্রুত পদক্ষেপ নেয়া হয়েছে।"

"কিন্তু নিয়মিত যে সাধারণ মানুষকে মেরে ফেলা হচ্ছে! সাধারণ মানুষও বিচার বহির্ভূত হত্যার শিকার হচ্ছে। সেটার উত্তর আমরা কার কাছে চাইবো? আইনতো একেকজনের জন্য একেকরকম হতে পারে না"

আইন ও সালিশ কেন্দ্রে তথ্যে এ বছর এখন পর্যন্ত অন্তত ২০৭জন ব্যক্তি বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন।

বিচার বহির্ভূত হত্যা সংস্কৃতি প্রসঙ্গে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ শামসুল হক টুকু বলেন, অযৌক্তিক কোনো হত্যা যেন না হয় সেটাই তারা চান। তিনিও আশা করেন যে সিনহার ঘটনাটা হবে এধরনের শেষ কোনো ঘটনা। কোনো হত্যাই তদন্তের ঊর্ধ্বে নয় উল্লেখ করে তার দাবি আওয়ামী লীগ সরকার বিচার বহির্ভূত হত্যার সমর্থন করে না।

তিনি বলেন, "আমি বলছি এ ধরনের অমানবিক কোনো অযৌক্তিক ঘটনা যেন না ঘটে।"

বিএনপি আমলের তথ্য

ছবির ক্যাপশান,

বিএনপি আমলের তথ্য

তবে মি. টুকুর কথায় অপরাধ দমন এবং জননিরাপত্তার স্বার্থে পুলিশের শক্তি প্রয়োগের ক্ষমতা রাষ্ট্র তাকে দিয়েছে। ব্রিটেন আমেরিকা ফ্রান্সের মতো উন্নত দেশেও পুলিশের গুলীতে সন্ত্রাসীরা মারা যায় উল্লেখ করে তিনি বলেন, "জানমালের নিরাপত্তা এবং দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখবার জন্যে অপরাধীদের যে কৌশল সে কৌশলকে পরাজিত করবার জন্যে যা করা দরকার সেই মুহূর্তে সেটি তার করা দায়িত্ব। এটা রাষ্ট্র তাদের দায়িত্ব দিয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।"

জাতীয় সংসদেও কথিত ক্রসফায়ারের সমর্থনে বক্তব্য

এদিকে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এতটাই স্বাভাবিক একটা ঘটনা হয়ে গেছে যে জাতীয় সংসদেও কথিত ক্রসফায়ারের সমর্থনে বক্তব্য দিতে দেখা গেছে।

সংসদে সরকারি দল এমনকি বিরোধী দলের সদস্যরা ক্রসফায়ারের সমর্থনে বক্তব্য দিয়েছেন যার সমালোচনা হয়েছে।

বিএনপির সংসদ সদস্য মোঃ হারুনুর রশীদ বলেন, "যখন যেখছে যে ভয়াবহ আকারে দেশে ধর্ষণ বা এ ধরনের অপরাধ প্রবণতা সংঘটিত হচ্ছে, আইন প্রয়োগকারী সংস্থাগুলো এ সমস্ত অপরাধীদের যে আইনি শাস্তি বা পদক্ষেপ নেয়া দরকার তারা সে পদক্ষেপে থেকে দূরে থাকছে, সে কারণে অনেক সময় আমাদের মত ব্যক্তি বা আমাদের মতো জায়গা থেকে উদ্বেগের জায়গা থেকে বলেছি যে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণ যেহেতু সরকারের ব্যর্থ হচ্ছে, রাষ্ট্র ব্যর্থ হচ্ছে সুতরাং এদেরকে চূড়ান্ত শাস্তি, সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক।"

তত্ত্বাবধায়ক সরকারের সময়েও অভিযোগ এসেছে

ছবির ক্যাপশান,

তত্ত্বাবধায়ক সরকারের সময়েও অভিযোগ এসেছে

বিএনপি নেতা হারুনুর রশীদ মনে করেন রাষ্ট্র চাইলেই একমাত্র বিচার বহির্ভূত হত্যা বন্ধ করা সম্ভব।

"এখনই আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলে দিক যে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশে চলবে না। একটাও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হবে না।"

'কোনো যুক্তিতেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নয়'

কিন্তু মানবাধিকার কর্মীরা বলেন, কোনো যুক্তিতেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন বা বৈধতা দেয়ার সুযোগ নেই।

আইনজীবী সারা হোসেন বলেন, "আমি ক্ষমতায় আমি সিদ্ধান্ত নেব যে কে খারাপ, আমি সিদ্ধান্ত নেব যে তার কী হবে-যখন এই পরিস্থিতিটা প্রতিষ্ঠিত হয়ে যায় যেটা অনেকটা হয়ে গেছে আমাদের মধ্যে, তখনতো দেখা যায় যে যাকে পছন্দ করে না তাকেই কিন্তু এই ক্রসফায়ারের মধ্যে ফেলা শুরু করবে এবং ঠিক এরকম পরিস্থিতি আমরা দেখছি।"

মানবাধিকার কর্মীদের আরো অভিযোগ বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিছুক্ষেত্রে রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে প্রশ্রয় পেয়েছে। সর্বশেষ কক্সবাজারের মেজর সিনহা হত্যায় অভিযুক্ত একজন কর্মকর্তাও সর্বোচ্চ পুলিশ পদক পেয়েছেন যার কৃতিত্বপূর্ণ অবদানের সবগুলো ঘটনায় আসামী নিহত হয়েছেন বলে খবর হয়েছে।

রিলেটেড নিউজ

এমপিও বাণিজ্য সহ নানা অনিয়ম বন্ধ চান মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষকরা

এমপিও বাণিজ্য সহ নানা অনিয়ম বন্ধ চান মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষকরা

দৈনিক অনুসন্ধান :   ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ শিক্ষা মন্ত্রণালয় কে দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয় হিসেবে আ...বিস্তারিত


সন্দ্বীপে গৃহবধূ হত্যার বিচার চেয়ে মানব বন্ধন

সন্দ্বীপে গৃহবধূ হত্যার বিচার চেয়ে মানব বন্ধন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সন্দ্বীপে গৃহবধূ হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেছে সন্দ্বীপ অধিকার আন্দোলন নামের এ...বিস্তারিত


মাদক মামলার পরিবারের ঔদ্ধত্য।। একাধিক মাদক মামলা থাকা সত্ত্বেও বিজিবিকে প্রশ্নবিদ্ধ করার জন্য সংবাদ সম্মেলন

মাদক মামলার পরিবারের ঔদ্ধত্য।। একাধিক মাদক মামলা থাকা সত্ত্বেও বিজিবিকে প্রশ্নবিদ্ধ করার জন্য সংবাদ সম্মেলন

দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন করেন এক মাদক ব্যবসায়ীর পরিবার...বিস্তারিত


কক্সবাজারে ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে কিশোর নিহত

কক্সবাজারে ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে কিশোর নিহত

সেলিম উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি :   ঈদগাঁও  প্রতিনিধি। ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে এক কিশোরের ব্যাটের আঘাতে আরেক কিশোরের ম...বিস্তারিত


ঈদগাঁও বাজারে স্বর্ণের দোকান লুটপাটের চেষ্টা

ঈদগাঁও বাজারে স্বর্ণের দোকান লুটপাটের চেষ্টা

সেলিম উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি : সেলিম উদ্দীন, ঈদগাঁও। কক্সবাজারের ঈদগাঁও তরকারি বাজার সড়কে মুক্ত স্বর্ণ শিল্পালয় নামের এক প্রত...বিস্তারিত


টাঙ্গাইলের মধুপুরে অটোরিক্সা ছিনতাইকারী আটক

টাঙ্গাইলের মধুপুরে অটোরিক্সা ছিনতাইকারী আটক

দৈনিক অনুসন্ধান :   আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ  টাঙ্গাইলের মধুপুরে অটোরিক্সা ছিনতাইকালে এক ছিনতাইকা...বিস্তারিত



সর্বপঠিত খবর

বিয়ে করে ৩ মাস সংসার করে পালিয়ে যান সন্দ্বীপের শিপন

বিয়ে করে ৩ মাস সংসার করে পালিয়ে যান সন্দ্বীপের শিপন

নিজস্ব প্রতিবেদক : প্রেম  করে পালিয়ে বিয়ে করেন মোহাম্মদ শিপন ও রিমা সরকার। বিয়ের ৩ মাসের মাথায় স্ত্রী রিমা সরকার কে ...বিস্তারিত


সন্দ্বীপে পুলিশ কর্তৃক অন্তঃস্ত্ত্বা নারী নির্যাতিত, গর্ভের সন্তান মৃত!

সন্দ্বীপে পুলিশ কর্তৃক অন্তঃস্ত্ত্বা নারী নির্যাতিত, গর্ভের সন্তান মৃত!

নিজস্ব প্রতিবেদক : কাউছার মাহমুদ দিদারঃ  চট্টগ্রামের সন্দ্বীপে  সিভিল পোশাকে আসামী ধরতে গিয়ে মধ্যযুগীয় কায়দায় ...বিস্তারিত



সর্বশেষ খবর