শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ০৬:৩৭ পিএম, ২০২০-০৮-১৯
"জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ" এর মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমী বলেন- কেবল রাষ্ট্রধর্ম ইসলাম নয়, বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করতে হবে, তাতেই সংখ্যালগুদেরও পূর্ণ স্বাধীনতা ও নিরাপত্তা থাকবে। রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়ার চক্রান্তে যারা লিপ্ত রয়েছে তারা এ দেশের স্বাধীনতা বিরোধী, দেশের সম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়। সরকার যদি চক্রান্তকারীদেরকে সমর্থন করে তাহলে তার পরিনাম কখনোই শুভ হবে না।
আল্লামা কাসেমী আরো বলেন- ১৯৭১ সালে পাকিস্তান থেকে এদেশ স্বাধীন করা হয়েছে অর্থনৈতিক শোষণ-বৈষম্য ও জুলুম-নির্যাতন থেকে মুক্তি লাভের জন্য। ধর্ম নিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠার জন্য নয়। সুতরাং ইসলামবিরোধী যেকোন চক্রান্ত রুখে দাঁড়াতে জনগণ পিছপা হবে না।
আল্লামা কাসেমী আজ ১৯শে অক্টোবর বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে "জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ" কর্তৃক আয়োজিত বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে তদস্থলে ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠার চক্রান্তের প্রতিবাদে এক বিশাল মানব বন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
"জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ" এর সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসূফীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহ সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব, যুগ্মমহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মহানগর জমিয়তের সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, কেন্দ্রীয় দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী,মহানগর যুগ্ম সম্পাদক মাওলানা বশিরুল হাসান খাদিমানী,মাওলানা মাহবুবুল আলম,সাংগঠনিক সম্পাদক মুফতি নূর মোহাম্মদ,সহকারী সাধারণ সম্পাদক মাওলানা হেদায়াতুল ইসলাম,মাওলানা সলিমুল্লাহ খান, মাওলানা সিদ্দিকুল ইসলাম তোয়ায়েল, যু্ব জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা বুরহান উদ্দীন, মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা ফাহিম, ছাত্র জমিয়ত মহানগর সভাপতি মাওলানা মুহাম্মদ উল্লাহ কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা মাশকুর আহমদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুর রব ইউসূফী বলেন- বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে তদস্থলে ৯২ ভাগ মুসলিম অধ্যুষিত বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার কোনরূপ চক্রান্ত বরদাশত করা হবে না। বৃটিশ-ভারত থেকে এ অঞ্চল স্বাধীন হয়েছিল শোষণ-বৈষম্য থেকে মুক্তি এবং মুসলিম পরিচিতি ও ইসলামী চেতনাবোধকে সমুন্নত রাখার মহান লক্ষ্য-উদ্দেশ্যকে সামনে রেখে। সে হিসাবে এ দেশে কেবল রাষ্ট্রধর্ম ইসলাম নয়, বরং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠত হওয়াই যুক্তিযুক্ত।
তিনি আরো বলেন, ইসলাম সহনশীল, শান্তি, সম্প্রীতি ও মানবতার ধর্ম। অন্যান্য সকল ধর্মাবলম্বীর নাগরিক, সুবিচার ও ইনসাফ পাওয়ার অধিকারকে ইসলাম সব সময় স্বীকার করে। সুতরাং সরকার যদি শক্ত হাতে এহীন পায়তারা বন্ধ না করার ভূল পথে হাটে, তবে এদেশের ৯০% মুসলিম জনতা কখনোই সহ্য করবে না। অশোক কুমারের মত ভিনদেশী দালালেরা ভবিষ্যতে যদি পুনরায় এমন জঘন্য কাজ করে তবে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : আহমেদ রকিব, চট্টগ্রাম প্রতিনিধিঃ আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : নিউইয়র্ক অফিসঃ মার্কিনযুক্তরাষ্ট্রে বাংলাদেশ জাতীযতাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা 'জাসাস' ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2023 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited