শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:৩৯ পিএম, ২০২০-০৯-০৩
কাউছার মাহমুদ দিদারঃ
চট্টগ্রামের সন্দ্বীপে সিভিল পোশাকে আসামী ধরতে গিয়ে মধ্যযুগীয় কায়দায় অন্তঃসত্ত্বা কে নির্যাতনের অভিযোগ উঠেছে থানা পুলিশের কর্মকর্তা এস আই কাউছারের বিরুদ্ধে। গত ১লা সেপ্টেম্বর সন্ধ্যায় সন্দ্বীপ থানা থেকে এস,আই কাউছারের নেতৃত্বে সাদা পোশাকে ৪ জনের একটি টিম, উক্ত থানায় করা মামলার জনৈক আসামি কে ধরতে যায় সন্দ্বীপ পৌরসভার ৮ নং ওয়ার্ডে সিদ্দিকের বাড়িতে।
জানাগেছে, কোর্টে করা মামলার নিষেধাজ্ঞা অমান্য করে থানার অভিযোগের ভিত্তিতে আসামী ধরতে গেলে আসামির বোন ৫ মাসের অন্তঃসত্ত্বা নিপা বেগমের উপর অমানবিক নির্যাতন চালায় পুলিশের এই টিম। এক পর্যায়ে এস,আই কাউছার তার পায়ে থাকা বুট-জুতা দিয়ে সজোরে লাথি মারে গর্ভবতী নিপার পেটে।
ভিকটিম নিপার কাছে জানতে চাইলে তিনি জানান- এস আই কাউছার এলোপাথাড়ি চড়-থাপ্পড় মারতে থাকে ও বুট জুতা দিয়ে আঘাত করে তার শরীরের বিভিন্ন জায়গাতে। একপর্যায়ে পেটে লাথি মারলে সাথে সাথে আমার গোপনাঙ্গ দিয়ে পানি ঝরা শুরু করে। সে গর্ভবতী বলে আকুতি করার পরেও মারতে থাকে এস,আই কাউছার। মারতে নিষেধ করার পরেও তারা শুনেনি বলে জানান ভিকটিম নিপা। এভাবে শত অনুরোধ করে পায়ে ধরে জানানোর পরেও অমানবিক পুলিশী নির্যাতন হতে রেহাই পায়নি নিপা।
নিপা জানান পুলিশের ৩ জন সদস্য ঘরের ভিতরে ঢুকে ১জন বাহিরে ছিল। ঘুষের ৫০ হাজার টাকা হালাল করাকে মাথায় রেখে এস আই কাউছার এ অনৈতিক ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে সন্দ্বীপের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফজলুল করিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, অন্তঃসত্ত্বা নিপা পেটে আঘাত পেয়েছেন বলে আমাকে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি হওয়া বেসরকারি ক্লিনিকের একজন ডাক্তার জানিয়েছেন।
সে সূত্রে জানা গেছ, রক্তপাত হওয়াতে ভিকটিমকে জরুরি চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে।
উক্ত বিষয়ে জানতে সন্দ্বীপ থানার ওসি বশির আহম্মেদ খানের সাথে যোগাযোগ করলে তিনি দায় সাড়া বক্তব্য দেন। তিনি জানা, এ অভিযানের বিষয়ে তাকে জানানো হয়নি। পরে এ ঘটনা জানতে পেরে তাকে থানা হতে বহিষ্কার করা হয়েছে এবং এ ঘটনার দায় সম্পূর্ণ এস আই কাউছারের উপর বলে জানান তিনি ।
এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত ভিকটিমের পরিবারের পক্ষ হতে জানা গেছে গর্ভে সন্তান মারা গেছে এবং জখমী নিপা বেগমের অবস্হা আশংকা জনক।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : জাতীয় সংসদে আজ ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন, ২০২৩’ বিল উত্থাপন করা হয়েছে। হাট ও বাজার (...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বারমাসি কাটিমন আম ও ড্রাগন ফলের বাজার জরিপ, ভোক্তা চাহিদা মূল্যায়ন ও দাম যাচাইয়ের লক্ষ্যে "মেরিড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের স্বনামধন্য রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানি হারমনি বিল্ডার্স লিমিটেড সম্প্রতি বি...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : নিজস্ব প্রতিবেদকঃ জনবহুল এই শহরে অলিতে গলিতে মানুষ স্বপ্ন বুনে চলে আপন মনে। সেই স্বপ্ন বাস্তবা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল প্রকল্পের কনসালটেন্ট প্রতিষ্ঠান কুনহা ডিওয়াই জেবি কর্তৃক নির্মি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2023 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited